আন্তর্জাতিক
- মঙ্গলগ্রহে পা রাখল নাসা প্রেরিত মহাকাশযান ‘ইনসাইট’। ঘণ্টায় ২০,০০০ কিমি বেগে ৭ মাসে ৪৬ কোটি কিমি পথ অতিক্রম করেছে সে। নির্ধারিত সূচি মেনে দুটি কৃত্রিম উপগ্রহ নিয়ে গত ৫ মে যাত্রা শুরু করেছিল ইনসাইট। এই প্রকল্পে ১০০ কোটি ডলার ব্যয় হয়েছে। মঙ্গলের মাটিতে ১৬ ফুট পর্যন্ত খুঁড়ে পরীক্ষা চালাবে এই যান।
- হন্ডুরাস থেকে আসা কয়েক হাজার অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি দিলেন তিনি।
- চিনের উন্নয়নে উ্লেখযোগ্য ভূমিকা রাখায় কমিউনিস্ট পার্টি অব চায়নার ১০০ জন সদস্যের নাম প্রকাশ করা হল। তাৎপর্য পূর্ণভাবে, সেখানে রয়েছে আলিবাবা সংস্থার মালিক জ্যাক মা-র নাম।
- পাকিস্তানের মতো কট্টরপন্থী দেশে রূপান্তরকামী মহিলাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে নজির গড়ল ইসলামাবাদ পুলিশ। পাক সংবাদপত্র ডন-এর দাবি, এ ঘটনা পাকিস্তানে প্রথম। মহিলার নাম লায়লা আলি। মহম্মদ আলি থেকে তিনি লায়লা হয়েছেন।
জাতীয়
- মুজফফরপুর বেসরকারি হোমের ঘটনায় বিহার সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ১৭টি হোমে আবাসিক নাবালিকাদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় এখনও পকসো আইনে এফআইআর না করায় সরকারের কড়া সমালোচনা করা হল।
- পুরীর জগন্নাথ দেব দর্শনে টিকিট চালুর সিদ্ধান্ত নিল শ্রী জগন্নথ মন্দির প্রশাসন।
বিবিধ
- গাড়ি প্রস্তুতকারক মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক সংস্থা জেনারেল মোটরস ১৪৮০০ জন কর্মী ছাঁটার সিদ্ধান্ত জানাল। তাদের সেই সিদ্ধান্ত পর্যালোচনা ও পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। চিনের গাড়ি কারখানা বন্ধ করে ওহিয়োয় নতুন কারখানা খুলতে তাদের প্রস্তাব দিলেন তিনি।
- দেউলিয়া আইনের জেরে দেশের বিদ্যুৎ সংস্থাগুলির ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হচ্ছে। বর্তমানে ৩১টি বিদ্যুৎ সংস্থার ১.৮০ লক্ষ টাকার ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছে বলে জনা গেল।
- সংগীতশিল্পী মহম্মদ আজিজ (৬৪) প্রয়াত হলেন। ১৯৮০-র দশক থেকে শুরু করে প্রায় তিন দশক তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতে অসংখ্য উল্লেখযোগ্য গান গেয়েছেন। সেইসব সাড়া জাগানো গানের মধ্য দিয়েই তিনি অনেক দিন শ্রোতাদের কাছে বেঁচে থাকবেন। এক আধ্যাত্মিক পরিবারে জন্ম।ডাক নাম ছিল মুন্না। পুরো নাম সৈয়দ মুহম্মদ আজিজ-উন–নবী। বাংলা ভাষার জ্যোতি নামক চলচ্চিত্রে গান গেয়ে আত্মপ্রকাশ। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে জন্ম। কলকাতার এক রেস্তরাঁয় গান দিয়ে সংগীত জীবন শুরু। তাঁর প্রথম হিন্দি প্লে ব্যাক ছবির নাম মর্দ। কেউ কেউ বলেন অম্বর। লক্ষ্মীকান্ত প্যারেলাল, আনন্দ মিলিন্দ, বাপি লাহিডি সহ বহু বিখ্যাত সংগীত পরিচালকের সুরে অসংখ্য গান গেয়েছেন। তাঁর কণ্ঠের বিখ্যাত গান আয়ি মিলান কি রাত অথবা ম্যায় তেরে মহব্বতমে পাগল হো জাউঙ্গা কণ্ঠে কণ্ঠে ফিরত। এক সময় স্ট্রিট ফাংশনেও রাতের পর রাত গান গেয়েছেন।
খেলা
- ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে উদ্বোধন হল হকি বিশ্বকাপের। ২০১০ সালে নয়াদিল্লিতে হকি বিশ্বকাপের আসর বসেছিল এবার ১৬টি দেশের মধ্যে প্রতিযোগিতা হবে। ভারত শেষবার ১৯৭৫ সালে হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।
- প্রাক্তন সাইক্লিস্ট বাণী ঘোষ (৬২) প্রয়াত হলেন। তিনি ৪ বারের জাতীয় চ্যম্পিয়ন সাইক্লিস্ট।
- নাগের বাজরের বাসিন্দা তরুণ প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় তৃণাঙ্কুর নাগ কর্মরত অবস্থায় আকস্মিক বিদ্যুতপৃষ্ঠ হয়ে মারা গেলেন। তিনি পূর্ব রেলের ইলেকট্রিক্যাল বিভাগের কর্মী ছিলেন।
- নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয় লাভ করল পকিস্তান। প্রথম ইনিংসে ৮ এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে মিলিয়ে এই টেস্টে ১১৬ রানে ১৪ উইকেট নিলেন পাকিস্তানের ইয়াসির শাহ।