কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ এপ্রিল ২০২৪

173
0
Current Affairs 27th April

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য সচেষ্ট হয়েছে মিশর। কায়রোতে ইজরাইলের প্রতিনিধি দলের সঙ্গে মিশরের মধ্যস্থতায় কথা চলছে হামাস নেতৃবৃন্দের। তবে এখনো কোনো সমঝোতা সূত্র মেলেনি। এরই মধ্যে মিশর সীমান্ত সংলগ্ন দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান শুরু করেছে ইজরাইলের সেনা। বর্তমানে ১০ লক্ষাধিক প্যালেস্টাইনি নাগরিক রয়েছেন রাফা শহরে।
  • গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ার একটি কারাগারে বন্দি অবস্থায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল রাশিয়ার অন্যতম বিরোধী নেতা অ্যালাক্সি নাভালনির। তবে এই হত্যাকাণ্ডের পিছনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের হাত নেই। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির অন্তর্বর্তী রিপোর্টে এই তথ্য জানা গেছে।
জাতীয়
  • উত্তরাখণ্ডের নৈনিতালে দাবানলে পুড়ে গেল 108 এক হেক্টর এর বেশি বনাঞ্চল। সেখানে জনবসতিপূর্ণ হাইকোর্ট কলোনি এলাকায় দাবানল এগিয়ে আসায় আগুন নেভাতে সেনাবাহিনীর সাহায্য চাইল প্রশাসন।
  • মণিপুরে জঙ্গি হামলায় নিহত হলেন সিআরপিএফ এর দুজন জওয়ান। জখম হয়েছেন আরও ২ জওয়ান। মণিপুরের বিষ্ণুপুরে নারানসেনা এলাকায় সিআরপিএফের শিবিরে সশস্ত্র হামলা চালায় কুকি জঙ্গিরা।
খেলা
  • তীরন্দাজি স্টেজ ওয়ান বিশ্বকাপ প্রতিযোগিতায় তিনটি সোনার পদক জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম। জ্যোতি ব্যক্তিগত  ইভেন্টে, মিক্সড ইভেন্টে এবং দলগত বিভাগে সোনার পদক জিতলেন। তিনি ২০২১ সালে ভারতের দীপিকা কুমারীর বিশ্বকাপ তীরন্দাজিতে তিনটি সোনা জেতার রেকর্ড স্পর্শ করলেন।
  • আই লিগের দ্বিতীয় ডিভিশনে ভালো ফল করার সুবাদে আই লিগ প্রথম ডিভিশনে খেলার সুযোগ পেল ডেম্পো স্পোর্টিং। দীর্ঘ ৯ বছর পর পুনরায় তারা আই লিগ প্রথম ডিভিশন খেলবে।
বিবিধ
  • চেন্নাইয়ের হাসপাতলে হৃদ যন্ত্রের প্রতিস্থাপন করার প্রক্রিয়া সফল হল। আর তার ফলে ৬৯ বছরের এক প্রবীণ ব্যক্তির হৃদযন্ত্র পেয়ে প্রাণ ফিরে পেল পাকিস্তানের এক কিশোরী। সে করাচির বাসিন্দা, বয়স ১৯ বছর। সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যে করা হয়েছে বলে জানিয়েছে চেন্নাইয়ের এমজিএম হেলথ কেয়ার।
  • এক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে উদ্বেগ ছড়িয়েছিল অর্থনীতির ক্ষেত্রে। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি ব্যাংক বন্ধ হয়ে গেল। তার নাম ফিলাডেলফিয়া রিপাবলিক ফার্স্ট ব্যাংক। তবে এই ব্যাংকটি কিনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পেন্সিলভেনিয়ার ফুলটন ব্যাংক।