কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ অগস্ট ২০২৪

109
0
Current Affairs 27th August

আন্তর্জাতিক
  • বেশ কিছুদিন ধরেই ফরাসি সরকারের সঙ্গে টেলিগ্রাম অ্যাপের বিবাদ চলছে। ফরাসি সরকারের নির্দেশ মেনে নিজেদের অ্যাপ এ দেওয়া তথ্য প্রকাশে কোন পরিবর্তন আনেনি টেলিগ্রাম। এই পরিস্থিতিতেই ফ্রান্সের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল টেলিগ্রাম অ্যাপের কর্ণধার পাভেল দুরভকে। জালিয়াতি ও মাদক পাচার প্রভৃতি একগুচ্ছ গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
  • গাজা ভূখণ্ডে ত্রাণ পাঠানো আরো কঠিন হয়ে গেল বলল অভিযোগ করল রাষ্ট্রসংঘ। গাজার এল-বালা থেকে সাধারণ রাষ্ট্রপুঞ্জের কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের উচ্ছেদ করেছে ইজরায়েল। এই  পরিস্থিতিতে ইজরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
 জাতীয়
  • চিকিৎসকদের ও চিকিৎসা কর্মীদের নিরাপদে ও সম্মানজনক পরিবেশে কাজ করার বাস্তবসম্মত মাপকাঠি তৈরির লক্ষ্যে বৈঠকে বসল জাতীয় টাস্ক ফোর্স। আর জি কর কাণ্ডে দেশের সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। তখনই চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা বাড়ানোর পথ খুঁজতে জাতীয় টাস্ক ফোর্স (এনটিএফ) গঠন করেছিল সুপ্রিম কোর্ট। দশ সদস্যের সেই টাস্ক ফোর্স এদিন প্রথম বার বৈঠকে বসল।
খেলা
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন ভারতের ক্রিকেট সংস্থার সচিব জয় শাহ। গ্রেগ বার্কলে ওই পথ থেকে সরে যাওয়ার পর এক ডিসেম্বর এই পদে যোগ দেবেন শাহ।
  • সংযুক্ত আরব আমির সাহিতে অনুষ্ঠিতব্য মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল ঘোষণা করলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। প্রত্যাশিতভাবেই এই দলের অধিনায়ক হরমনপ্রীত কউর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। বাংলার রিচা ঘোষও রয়েছেন দলে।
বিবিধ
  • একসঙ্গে আটটি রেল স্টেশনের নাম বদলের সিদ্ধান্ত ঘোষণা করল উত্তর রেল। এগুলি উত্তরপ্রদেশের লখনউ ডিভিশনে অবস্থিত। কাসিমপুর হল্টের নাম বদলে জইস সিটি, জইসের নাম বদলে গুরু গোরক্ষনাথ ধাম, মিশরাউলির নাম বদলে মা কালীকান ধাম, বানির নাম বদলে স্বামী পরমহংস, নিহালগড়ের নাম মহারাজা বিজলি পাসি, আকবরগঞ্জের নাম বদলে মা আহরওয়া ভবানী ধাম, ওয়ারিসগঞ্জ হল্টের নাম অমর শহিদ ভালে সুলতান এবং ফুরসতগঞ্জের নাম বদলে তপেশ্বরনাথ ধাম রাখার কথা জানানো হয়েছে।