কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ডিসেম্বর ২০২৩

233
0
Current Affairs 23rd January

আন্তর্জাতিক
  • পাকিস্তানে আগামী 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। সেখানে প্রার্থী হচ্ছেন সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০১৭ সালে পানামা পেপার দুর্নীতির অভিযোগে তাঁকে পদচ্যুত করেছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। আর নির্বাচনে লড়াইয়ে নিষেধাজ্ঞা জারি করে। সেই সময় থেকেই লন্ডনে স্বেচ্ছা নির্বাচনে চলে যান তিনি । ১৯৯০ সালে প্রথমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন নওয়াজ শরিফ। ১৯৯৩ সালে তিনি গদিচ্যুত হন। দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হন ১৯৯৭ সালে, ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানে ফের গতিচ্যুত হন। ২০১৩ সালে পুনরায় প্রধানমন্ত্রী হন। তারপর ২০১৭ সালে আদালতের ওই নির্দেশ। অবশ্য গত অক্টোবর মাসে সেই পুরনো নির্দেশ খারিজ করে নওয়াজ শরিফকে নির্দোষ সাব্যস্ত করেছে ইসলামাবাদ হাইকোর্ট।
  • বাংলাদেশে আগামী সাত জানুয়ারি সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করলেন বর্তমান প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ দলের নেত্রী শেখ হাসিনা। এই দলের স্লোগান, ‘উন্নয়ন দৃশ্যমান/ বাড়বে এবার কর্মসংস্থান।‘ এই দলের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গঠন করা। এদিকে এবারও নির্বাচন বয়কট করছে বিরোধীদল বিএনপি। এদিন বিএনপি দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করল ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল।
জাতীয়
  • ভারত সফরে এলেন সৌদি যুবরাজ তথা সৌদি আরবের প্রধানমন্ত্রী মহম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এদিন তাঁর সঙ্গে বৈঠক করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • পাঁচ দিনের রাশিয়া সফরে গেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এদিন রাশিয়ার বিদেশ মন্ত্রী সর্গেই লাভরভের সঙ্গে বৈঠক করলেন তিনি। প্রসঙ্গত, গত কয়েক বছরে ভারতের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। গত দেড় বছরে রাশিয়া থেকেই সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত।
  • বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) অনুযায়ী ‘মুসলিম লিগ জম্মু-কাশ্মীর’ নামক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া হুরিয়ত কনফারেন্সের কট্টরপন্থী শাখার চেয়ারম্যান মাসারাত আলম এই সংগঠন গঠন করেছিলেন।
  • সুপ্রিম কোর্টে কলেজিয়ামের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সদস্য থাকেন পাঁচ জন বিচারপতি। এই পদে তাঁর মেয়াদ আগামী বছরের ১০ এপ্রিল পর্যন্ত।
খেলা
  • সেঞ্চুরিয়ান-এ বক্সিং ডে টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪৫ রান করল। এদিন শতরান করলেন ভারতের কে এল রাহুল। টেস্টে এটি তাঁর অষ্টম শতরান। রাহুলের এই ইনিংস ক্রিকেট বৌদ্ধাদের প্রশংসা পেয়েছে। সুনীল গাভাস্কার বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের শ্রেষ্ঠ ১০ ইনিংসের মধ্যে এটি অন্যতম। তিনি ১৩৭ বলে ১০১ রান করেছেন। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছে। দক্ষিণ আফ্রিকার হয়ে ডিন এলগার অপরাজিত শত রান (১৪০) করেছেন।
  • আইএসএল প্রতিযোগিতায় কেরল ব্লাস্টার্স এক-শূন্য গোলে হারিয়ে দিল মোহনবাগানকে। এই নিয়ে পরপর তিন ম্যাচে পরাজিত হলো মোহনবাগান।
  • জাতীয় কুস্তি সংস্থায় কাজকর্ম পরিচালনার জন্য ৩ সদস্যের অ্যাড হক কমিটি গড়ল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
বিবিধ
  • বাইজেনটাইন সভ্যতার সময়ের দেড় হাজার বছরের প্রাচীন একটি প্রদীপ খুঁজে পেলেন ২ ইজরায়েলি সেনা। গাজা সীমান্তের কাছ থেকে তা উদ্ধার হয়েছে। এই প্রদীপ তুলে দেওয়া হয়েছে ইজরায়েলের পুরাতত্ত্ব বিভাগের হাতে।
  • ভারতের শেয়ারবাজারে উত্থান রয়েছে অব্যাহত। এদিন রেকর্ড গড়েছে শেয়ার সূচক সেনসেক্স এবং নিফটি। বাজার শেষের সময় সেনসেক্স ছিল ৭২০৩৮.৪৩ অংক এবং নিফটি ছিল ২১৬৫৪.৪৩ অংক। এই দুটিই নতুন রেকর্ড। গত চার দিনে ভারতে লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ১১.১১ লক্ষ কোটি টাকা।
  • ২০২২-২৩ অর্থ বর্ষের প্রথম ছয় মাসে ব্যাংক জালিয়াতি ও প্রতারণার ঘটনা ঘটেছিল ৫৩৯৬টি। সেখানে ২০২৩-২৪ সালের প্রথম সমাসে ব্যাংক জালিয়াতি ও প্রতারণার ঘটনা ঘটেছে ১৪৪৮৩টি। অর্থাৎ আড়াই গুণেরও বেশি। তবে টাকার অঙ্কে তা অনেকটাই কম। গত অর্থবর্ষে যেখানে ওই সময়ে ১৭৬৮৫ কোটি টাকার জালিয়াতি হয়েছিল, এ বছর তা হয়েছে ২৬৪৬ কোটি টাকার।
  • এমফিল আর বৈধ নয়, বিশ্ববিদ্যালয়গুলি যেন এই কোর্সে আর নতুন কোন শিক্ষার্থীকে ভর্তি না করে, সেই মর্মে সতর্ক করে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
  • বিহারে পাটনার কাছে গঙ্গার ওপর নতুন একটি সেতু নির্মাণে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পে খরচ হবে সাড়ে তিন হাজার কোটি টাকা।