কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ফেব্রুয়ারি ২০২৪

233
0
Current Affairs 27th February

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে ৪ মার্চের মধ্যে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হবে বলে দাবি করলেন মার্কিন রাষ্ট্রপতিজোবাইডেন। প্যারিসে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার , মিশরের প্রতিনিধিদের সঙ্গে ইজরায়েল ও হামাস নেতৃত্বের এই মর্মে আলোচনা সফল হয়েছে বলে মনে করা হচ্ছে। যুদ্ধবন্ধেরজন্য ইজরায়েল তাদের৪০জনপণবন্দির মুক্তি পাবে এবং ৪০০ জন প্যালেস্টাইনিবন্দিকে মুক্তি দেবে, এছাড়াও গাজা থেকেও সেনাবাহিনী প্রত্যাহার করা হবে ৪০ দিনের মধ্যে। তবে ইজরায়েল বা প্যালেস্টাইন কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও মুখ খোলেনি।
  • চাঁদের বুকে অবতরণ করা জাপানের চন্দ্রযান স্লিম পুনরায় সাড়া দিয়েছে বলে জানালো জাপানের মহাকাশ সংস্থা। চাঁদে রাত হয় ১৪ দিনের। এই সময়ে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের ১৭০ ডিগ্রিসেলসিয়াস নিচে। সেই সময়ে কার্যতঘুমিয়ে ছিল এই মহাকাশযান। তারপর দিন শুরু হতে সূর্যের আলোয় সক্রিয় হয়ে উঠেছে সৌর প্যানেলগুলি। বিষয়টিকেমিরাকল বলেআখ্যা দিয়েছে জাপানের মহাকাশ সংস্থা।
জাতীয়
  • ভারতীয় গবেষণা সংস্থা (ইসরো) এর গগনযান অভিযানের জন্য যে চারজন মহাকাশ অভিযাত্রীকে বেছে নেওয়া হয়েছে এদিন তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রে তাঁদের অ্যাস্ট্রোনট উইং বা অভিজ্ঞান পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বায়ুসেনার এই চারজন টেস্ট পাইলট এর মধ্যে তিনজন ২০২৪ অথবা ২০২৫ সালে মহাকাশে যাবেন। এই গগনযান অভিযানে তিনজন মহাকাশচারী পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার দূরের কক্ষপথে তিন দিন পৃথিবীতে প্রদক্ষিণ করে ফিরে আসবেন।এই চারজন হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার, গ্রুপক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্ল।
  • দেশের প্রবীণতম সাংসদ শফিকুর রহমানবার্ক প্রয়াত হলেন। তিনি উত্তরপ্রদেশেরসম্ভললোকসভা কেন্দ্র থেকে জয়ী সমাজবাদী পার্টির সাংসদ।তাঁরবয়স ৯৩ বছর। তিনি চারবারের বিধায়ক এবং পাঁচবারের সাংসদ।
খেলা
  • অভিনব রেকর্ড করলেন মুম্বইয়ের ব্যাটসম্যান তুষার দেশপান্ডে এবং তনুসকোটিয়ান।ইনিংসের শেষ ২ ব্যাটসম্যান বরোদার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শতরান করলেন।এই বোনাস পয়েন্ট পেয়ে রঞ্জি সেমিফাইনালে পৌঁছনো নিশ্চিত করল মুম্বই।
  • টি কুড়ি ক্রিকেটে দ্রুততম শতরান-এর রেকর্ড করলেন নামিবিয়ার যান নিকল লফটি এটন। নেপালের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে তিনি শতরান করলেন।
বিবিধ
  • নিখোঁজ হয়ে যাওয়ার একশো কুড়ি বছর পরে একটি বাষ্প চালিত ব্রিটিশ জাহাজের খোঁজ পাওয়া গেল। ১৯০৪ সালে ইংল্যান্ডের নিউ ক্যাসেল থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এসএস নেমেসিস ।নিউ সাউথ ওয়েলসের কাছে জাহাজটি নিখোঁজ হয়ে যায়। তবে নাবিকদের মৃতদেহ মিলেছিল উপকূলে। সম্প্রতিসিডনি উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে৫২৫ ফুট গভীরে সেই জাহাজের খোঁজ পাওয়া গেল।