ইডেন উপসাগরে পুনরায় হামলা চালালো হুথি সন্ত্রাসবাদীরা। এডেন উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে তারা ক্ষেপণাস্ত্র ছোড়ে। মার্শাল আইল্যান্ডের ওই জাহাজটিতে ২২ জন ভারতীয় ও একজন বাংলাদেশি নাবিক রয়েছেন। পণ্যবাহী জাহাজটির মাঝখানে আগুন লেগে যায়। তবে নাবিকরা কেউ হতাহত হননি। জাহাজটির নাম ‘এম ভি মারলিন লুয়ান্ডা’। ভারতের নৌ বাহিনীর রণতরী আইএনএস বিশাখাপত্তনম দ্রুত গিয়ে জাহাজটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রসঙ্গত গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে বারবার এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজগুলিকে নিশানা করছে হুথি জঙ্গিরা। এর প্রতিরোধে টাস্ক ফোর্স তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। সম্প্রতি হুথি জঙ্গিদের সামরিক শিবিরে বিমান হামলাও চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
জাতীয়
ভারত সফরের অঙ্গ হিসেবেই দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগায় পৌঁছে গেলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকর। সেখানে প্রায় আধঘন্টা কাওয়ালী সংগীত শোনেন তিনি।
মারাঠাদের ওবিসি সম্প্রদায়ভুক্ত হিসেবে ঘোষণা করা এবং সরকারি চাকরিতে সংরক্ষণের জন্য মহারাষ্ট্রে আন্দোলন শুরু করেছিলেন জারাঙ্গে পাতিল। এই আন্দোলনে অসংখ্য মানুষ যোগ দেন। শেষ পর্যন্ত মহারাষ্ট্রের একনাথ সিন্ধে সরকার এই দাবি মেনে নিয়েছে।
খেলা
বিশ্ব রেকর্ড করলেন ভারতের রোহন বোপান্না। এদিন তিনি অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন। ৪৩ বছরের রোহন বোপান্নার সঙ্গী ছিলেন অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় ম্যাথু এডবেন। এই জুটি হারিয়ে দিল ইতালির সাইমন বলেল্লি ও আন্দ্রিয়া ভাবাসোরিকে। তৃতীয় ভারতীয় পুরুষ হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন বোপান্না। এর আগে লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি ডাবলসে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। কিন্তু বোপান্নার বিশ্বরেকর্ড হয়েছে অন্য জায়গায়। সব থেকে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হওয়ার বিশ্ব রেকর্ড করলেন তিনি। ভেঙে দিলেন ২০২২ সালে জুলিয়েন রয়ারের ৪০ বছর বয়সে ফরাসি ওপেন জয়ের বিশ্বরেকর্ড। বোপান্নার এটা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। এর আগে ২০১৭ সালে তিনি কানাডার গ্যাব্রিয়েলা জারস্কির সঙ্গে জুটিতে জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। তিনি ২০১৩ সালে এবং ২০২৩ সালে ইউএস ওপেনে রানার আপ হয়েছেন।
হায়দারাবাদ টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৩৬ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৪৬ রানে, তারা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে করল ৩১৬ রান। ইংল্যান্ডের হয়ে শতরান করলেন অলি পোপ। তিনি ১৪৮ রানে অপরাজিত রয়েছেন তৃতীয় দিনের শেষে।
অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন আরিনা সাবালেনকা। এই নিয়ে পরপর দু’বছর তিনি অস্ট্রেলিয়া ওপেনে চ্যাম্পিয়ন হলেন। বেলারুশের মেয়ে আরিনা এবার একটিও সেট না হেরে চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে তিনি হারালেন চিনের কিনওয়েন ঝেঙকে।
রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে করল ৪০৫ রান। জবাবে ৯৯ রানে ৮ উইকেট হারালো অসম। প্রসঙ্গত রঞ্জি ট্রফির প্রথম তিন ম্যাচে বাংলার প্রাপ্তি মাত্র ৫ পয়েন্ট।
বিবিধ
প্রয়াত হলেন ব্রাজিলের জনপ্রিয় সংগীত শিল্পী ড্যানিয়েল ফনসেকা মাকাডো। ৪২ বছরের ড্যানিয়েল পরিচিত ছিলেন ড্যানি লি নামে। পপ তারকা হিসেবেই তিনি পরিচিত। তিনি অস্ত্রোপচার করে মেদ কমানোর জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শেষ পর্যন্ত এই অস্ত্র পাচারের জটিলতার কারণেই মৃত্যু হয় তাঁর।
২২ জানুয়ারি রাতে কাজিরাঙ্গা অভয়ারণ্যে জোড়া গন্ডার হত্যার অভিযোগে এক চোরা শিকারীকে গ্রেপ্তার করলো অসম পুলিশ। এ কে ৫৬ রাইফেল ব্যবহার করে গন্ডারগুলিকে হত্যা করা হয় বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০২২ সালে অসমে একটিও গন্ডার হত্যা হয়নি। গত বছর চোরাশিকারীরা একটি গন্ডার শিকার করতে পেরেছিল। সর্বশেষ শুমারি অনুযায়ী কাজিরাঙায় গন্ডারের সংখ্যা ২৬১৩।
মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার প্রয়াত হলেন। ৬৩ বছর বয়স হয়েছিল তাঁর ।তিনি গত কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। ‘আকালের সন্ধানে’, ‘খন্ডহর’, ‘পরশুরাম’, প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।