কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুলাই ২০২৪

155
0
Current Affairs 27th July

আন্তর্জাতিক
  • কেবলমাত্র গত চার দিনে গাজার দক্ষিণাংশে খান ইউনিস এলাকায় এক লক্ষ আশি হাজার প্যালেস্টাইনি নাগরিক গৃহচ্যুত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। ইজরায়েলের লাগাতার হামলায় এই মানুষজন পালাতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, নয় মাসের যুদ্ধে কমপক্ষে ৩৯১৭৫ জন প্যালেস্টাইনের নাগরিক নিহত হয়েছেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট দলের নেত্রী কমলা হ্যারিসের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুললেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ, এই অভিযোগ আদৌ ধোপে টিকবে না। কারণ ইহুদি বিদ্বেষের কোন প্রমাণ কমলা হ্যারিসের আচরণে নেই এবং তাঁর স্বামী নিজেই ইহুদি।
জাতীয়
  • কোচিং চলার সময় জলমগ্ন হয়ে মৃত্যু হল তিনজন ছাত্রছাত্রীর। দিল্লির পুরনো রাজেন্দ্র নগরে একটি আবাসনের বেসমেন্টে আইএএস কোচিং সেন্টারে ক্লাস চলার সময় জল ঢুকে যায়। এই ঘটনায় আরো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জল বের করার জন্য দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ শুরু করে।
  • পশ্চিমবঙ্গের প্রাক্তন কারা ও সমাজ কল্যাণ মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী (৮২) প্রয়াত হলেন। ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এবং ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ছিলেন বালুরঘাটের বিধায়ক।
খেলা
  • শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত জয়ী হলো ৪৩ রানে। প্রথমে ব্যাট করে ২১৩ রান তুলেছিল ভারত। প্রসঙ্গত, কোচ গৌতম গম্ভীর-এর প্রশিক্ষণে এটাই ছিল ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর সূর্য কুমার যাদব এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ক্যাপ্টেন হিসেবে সফর শুরু করলেন। এদিন তিনি ২৬ বলে ৫৪ রান করেন।
  • প্যারিস অলিম্পিকে পুরুষদের হকিতে ভারত ৩২ গোলে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। টোকিও অলিম্পিকে পিস্তল বিভ্রাটে পদপ্রাপ্তি হয়নি মানু ভাকেরের। এদিন তিনি মহিলাদের ১০০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে পৌঁছলেন।
বিবিধ
  • অসমে ৬০০ বছর ধরে রাজত্ব করেছিলেন তাই-অহোম রাজারা। এই রাজবংশের রীতি অনুযায়ী, রাজাদের মৃত্যুর পর পিরামিডের মতো স্তূপের নীচে সমাধিস্থ করা হতো। মাটি ও ইটের তৈরি ওই স্তূপকে বলা হয় মৈদাম। অসমের শিবসাগর অঞ্চলে এরকম বেশ কিছু মৈদামের খোঁজ মিলেছে। সেখানেই অহোম সাম্রাজ্যের রাজধানী ছিল। এই ঐতিহাসিক সমাধিস্থল গুলি এবার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হলো। অসমের রাজাদের সমাধিক্ষেত্র ‘মৈদাম’ উত্তরপূর্ব ভারতের প্রথম কোন স্থান যা ‘কালচারাল ক্যাটগরি’তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান পেল।