কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২৪

135
0
Current Affairs 27th June
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বার্ষিক রিপোর্ট প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। প্রতিবছরই দুনিয়ার বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে এই রিপোর্ট প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের এই রিপোর্টে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতিকে উদ্বেগ জনক বলা হয়েছে।
জাতীয়
  • সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য পেশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৫১ মিনিটের এই বক্তৃতায় এসেছে নিটসহ প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতে দুর্নীতির কথা। প্রশ্ন ফাঁস বিষয় নিয়ে তদন্ত চলছে এবং এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রপতি। ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারি করাকে ‘সংবিধানের ওপরে আক্রমণের কালো অধ্যায়’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি।
  • চিকিৎসা বিদ্যার স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা ‘নিট ইউজি’-এ বিভিন্ন রকম দুর্নীতির মামলায় সিবিআই এদিন পাটনা থেকে গ্রেফতার করল দুজনকে। তাদের নাম মনীশ কুমার ও আশুতোষ কুমার। তারা মোটা টাকার বিনিময়ে কিছু ভুয়ো পরীক্ষার্থীকে পার্টনার লার্ন বয়েস হোস্টেল এন্ড স্কুলে রেখেছিল বলে অভিযোগ। সিবিআই এদিন গুজরাটের গোধরায় জয় জলারাম স্কুলের মালিক দীক্ষিত প্যাটেলকেও জেরা করল। নিটের অন্যতম পরীক্ষা কেন্দ্র ছিল এই স্কুল। ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষক এবং অপর একজন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
খেলা
  • ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এদিন গায়ানায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সেমিফাইনালে সেই ইংল্যান্ডকেই ৬৮ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এদিন তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন  অক্ষর প্যা। তিনি একটি নতুন কীর্তি স্থাপন করেছেন। এদিন অক্ষর প্রথম ওভারের প্রথম বলে আউট  করেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন বেয়ারস্টো। তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন মঈন আলি। প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৭১ রান করেছিল। এদিন অপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তানকে। এদিন ১১.৫ ওভারে ৫৬ রান করে আফগানিস্তান। জবাবে মাত্র ৮.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সবমিলিয়ে ম্যাচে একুশ ওভারও খেলা হয়নি। তবে আফগানিস্তানের এই স্বপ্নভঙ্গের পিছনে প্রবল সমালোচনার মুখে পড়েছে ত্রিনিদাদের পিচ। বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতার ফাইনালে যেতে পারলো না আফগানিস্তান। অন্যদিকে দীর্ঘ দিন পর কোন বড় প্রতিযোগিতার ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা।
  • উয়েফা ইউরো ২০২৪ প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলো ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, ইংল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন, জর্জিয়া, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, স্লোভেনিয়া, রোমানিয়া, নেদারল্যান্ড, অস্ট্রিয়া এবং তুরস্ক।
  • কোপা আমেরিকার ম্যাচে ভেনেজুয়েলা মেক্সিকোর বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হলো। অন্য ম্যাচে ইকুয়েটর ৩-১ গোলে হারিয়ে দিল জামাইকাকে।
বিবিধ
  • ৭৫ হাজার রেল কোচ নির্মাণের নজির করল চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। প্রসঙ্গত, স্বাধীনতার পরে নির্মিত  ভারতে প্রথম রেল কোচ নির্মাণ কারখানা এটি।
  • মালয়েশিয়া মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীতে ‘বেস্ট এক্টিভিটিস অ্যাওয়ার্ড’ জিতল বাংলাদেশ। ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশান’ ছবির জন্য এই পুরস্কার দেওয়া হলো বাংলাদেশকে। প্রসঙ্গত, এই চলচ্চিত্রটির পরিচালক ভারতের চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
  • ভারতের শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী দৌড় জারি রয়েছে। এদিন রেকর্ড গড়ল শেয়ার সূচক সেনসেক্স এবং নিফটি। সেনসেক্স এদিন ৭৯ হাজার অংকের ঘরে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে এবং নিফটিও ২৪ হাজার অংকের ঘরে প্রবেশ করে নতুন নজির গড়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত সংস্থাগুলির মোট শেয়ার মূল্য বেড়ে হল ৪৩৮.৪১ লক্ষ কোটি টাকা। এটি একটি রেকর্ড।