কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২৩

schedule
2023-06-28 | 14:07h
update
2023-06-28 | 14:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে চারজন এবং ফ্লোরিডায় একজন ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। গত কুড়ি বছরে এই প্রথম মার্কিন মুলুকে কেউ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে চূড়ান্ত সর্তকতা জারি করল সেখানকার ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’। তদন্ত করে দেখা গেছে এই পাঁচজনের একজনও সাম্প্রতিককালে বিদেশ যাত্রা করেননি।
  • রাশিয়ায় খোদ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ বিদ্রোহের যে ডাক দিয়েছিল ওয়াগণার মার্সিনারি গ্রুপ তা প্রত্যাহৃত হয়েছে। এদিন রুশ প্রতিরক্ষা মন্ত্রী, ফেডারেল সিকিউরিটি সার্ভিস, ন্যাশনাল গার্ড প্রভৃতি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করলেন পুতিন। তাঁর দাবি, এই বেসরকারি সেনা ওয়াগনর গ্রুপ কে খেপিয়ে তুলেছে পশ্চিমী দেশগুলোর গুপ্তচররা।
জাতীয়
  • একজন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে রাষ্ট্রসঙ্ঘের অত্যন্ত সম্মানজনক একটি পদে বসলেন আরতি হোল্লা মাইনি। তিনি নিজে উপগ্রহ বিশেষজ্ঞ। তাঁকে রাষ্ট্রসঙ্ঘের মহাকাশ বিষয়ক দপ্তরের ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে। ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস দপ্তরে তিনি প্রধান হিসেবে কাজ করবেন। আরতি ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটির প্রাক্তনী। অর্থনৈতিক ফোরামের মহাকাশ সংক্রান্ত গ্লোবাল ফিউচার কাউন্সিলেরও সদস্য তিনি।
  • একই দিনে যাত্রা শুরু করলো নতুন পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস। এগুলি হলো মারগাও মুম্বই, ভুপাল ইন্দোর, ভুপাল জব্বলপুর, রাঁচি পাটনা, ধাড়োয়ার বেঙ্গালুরু। ভূপালের রানি কমলাপতি রেলস্টেশন থেকে মারগাও মুম্বাই বন্দে ভারতের আনুষ্ঠানিক উদ্বোধনের সবুজ সংকেত দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • কোন মন্দিরেই পুরোহিত নিয়োগে বংশগত অধিকার বা জাতপাত বিচার করা চলবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর শাস্ত্রাচার ও পূজা পদ্ধতি বিষয়ে জ্ঞান অর্থাৎ যোগ্যতাই শেষ কথা। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ এই রায় দিলেন। সালেমের একজন পুরোহিত তামিলনাড়ু সরকারের বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে আদালতে পুরোহিত নিয়োগের প্রথায় বংশপরম্পরা রক্ষার যে মামলা করেছিলেন তার প্রেক্ষিতে এই রায় দিলেন বিচারপতি।
Advertisement

খেলা
  • সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিয়ম রক্ষার ম্যাচে ভারত ও কুয়েত এর মধ্যে খেলা এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হল। এই প্রতিযোগিতার ফাইনালে পুনরায় এই দুটি দেশ মুখোমুখি হবে। এই নিয়ে চারবার মুখোমুখি হল ভারত ও কুয়েত। সেখানে দুবার কুয়েত জয়ী হয়েছে। ভারত জয়ী হয়েছে একবার। একটি ম্যাচ ড্র হয়েছে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী এদিন একটি গোল করলেন। এই বিশ্বমানের গোলটির পর দেশের হয়ে তাঁর গোল সংখ্যা হল ৯২। অন্যদিকে অপর ম্যাচে নেপালের কাছে ০-১ গোলে পরাজিত হলো পাকিস্তান। সাফ প্রতিযোগিতায় তিন ম্যাচের তিনটিতেই তারা পরাজিত হলো।
  • বিশ্বকাপ ক্রিকেটের সূচি প্রকাশ করা হলো। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ১০টি দল অংশ নেবে, খেলা হবে ৪৮টি ম্যাচ।
বিবিধ
  • ১০০ বছর বয়সে প্রয়াত হলেন বিজ্ঞানী জন গুডএনাফ। লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির প্রযুক্তি আবিষ্কার করে ২০১৯ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার পাওয়ার সময় তাঁর বয়স ছিল ৯৭ বছর। সবথেকে বেশি বয়সে নোবেল পুরস্কার পাওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.05.2024 - 20:44:57
Privacy-Data & cookie usage: