কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ মার্চ ২০২৪

schedule
2024-03-28 | 05:18h
update
2024-03-28 | 05:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কি সেতুতে জাহাজের ধাক্কায় মোট কুড়িজন জলে পড়ে গিয়েছিলেন। তাদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে, বাকি ছয় জন আর বেঁচে নেই বলেই আশঙ্কা মার্কিন প্রশাসনের। সেদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল ৩০০ মিটার দীর্ঘ পণ্যবাহী জাহাজ দালি-এর। এরপর সেটি ‘মে ডে’ বিপদ সংকেত পাঠায়। সঙ্গে সঙ্গে ওই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তা না হলে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারতো। এই তৎপরতার জন্য জাহাজের নাবিকদের প্রশংসা করেছে মার্কিন প্রশাসন। তবে এই ঘটনার পিছনে কোন নাশকতা নেই বলে নিশ্চিত মার্কিন প্রশাসন।
  • গাজায় প্যালেস্টাইনিদের ওপর ইজরায়েলের আচরণ গণহত্যার নামান্তর। রাষ্ট্রসঙ্ঘের বিশেষ মানবাধিকার আধিকারিক ফ্রাঞ্চেসকা অ্যালবানিজ একটি রিপোর্ট পেশ করেছেন। তার নাম ‘অ্যানাটমি অব আ জেনোসাইড’। সেখানেই এই মন্তব্য করা হয়েছে।
  • মস্কোয় জঙ্গি হামলার ঘটনায় দোষী সাব্যস্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রাশিয়ার একটি আদালত। এদের মধ্যে দুজন তাদের অপরাধ স্বীকার করেনি। এই হামলার সঙ্গে কোন সম্পর্ক নেই বলে তারা দাবি করেছে। অন্যদিকে দুজন অপরাধের দায় স্বীকার করেছে। তাদের একজন তাজাকিস্তানের নাগরিক।
Advertisement

জাতীয়
  • জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন সদানন্দ ডেট। তিনি ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার। ব্যুরো পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রধান পদে বসলেন আই পি এস অফিসার রাজীব কুমার।
  • শুধু ভারত নয়, বিশ্বের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারির নাম নির্বাচনী বন্ড কেলেঙ্কারি। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর। ঘটনাচক্রে নির্মলা সীতারামন এদিনই জানিয়ে দিয়েছেন যে, আসন্ন সাধারণ নির্বাচনে তিনি প্রার্থী হবেন না। পর্যাপ্ত অর্থ বল না থাকায় তিনি ভোটে লড়তে পারবেন না বলে জানিয়েছেন।
  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা টি বীণার বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলায় তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত , বীণা একটি বেসরকারি সংস্থা ‘কোচিন মিনারেলস এন্ড রুটাইল লিমিটেড’ খুলেছিলেন। কিন্তু একটি সংস্থা কোন কাজ না করিয়েই বীণার সংস্থাকে ১.৭২ কোটি টাকা দেয় বলে অভিযোগ। এই বিষয়ে আগেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক। তাদের তদন্ত স্থগিত রাখার জন্য বীণা যে আবেদন করেছিলেন তা আগেই খারিজ করে দিয়েছে কেরল হাইকোর্ট।
  • ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৬ জন মাওবাদীর। বাসাগুরা এলাকায় তেলপেরু নদীর কাছে গভীর জঙ্গলে এই সংঘর্ষ হয়।
খেলা
  • ইউরোর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল জর্জিয়া। এই প্রথম তারা ইউরোর মুল পর্বে খেলবে। প্রসঙ্গত, ১৯৯২ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে জর্জিয়া। মোট ২৪টি দেশ ইউরোর মূল পর্বে খেলবে।
  • ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলে স্পেন ও ব্রাজিল-এর মধ্যে ম্যাচ ৩-৩ গোলে ড্র হল। একসময় ০-২ গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়ে দিল কোস্টারিকাকে।
  • দু দল মিলিয়ে সব থেকে বেশি রানের রেকর্ড তৈরি হলো আইপিএল-এ। তাছাড়া কোন একটি টি-টোয়েন্টি ম্যাচে সবথেকে বেশি রান এবং ওভার বাউন্ডারির নজিরও গড়ল এদিনের ম্যাচ। সানরাইজার্স হায়দারাবাদ প্রথমে ব্যাট করে ৩ উইকেটে তোলে ২৭৭ রান। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স করে ২৪৬ রান। দু দল মিলিয়ে ৫২৩ রান উঠে যায় একটিমাত্র ম্যাচে। এই ম্যাচে ৩৮ টি ওভার বাউন্ডারি মারা হয়েছে। এদিন ছিল রোহিত শর্মার ২০০ তম আইপিএল ম্যাচ। আইপিএলে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ক্রিস গেইলের ১৭৫ রানের সুবাদে ২০১৩ সালে তারা পাঁচ উইকেটে তুলেছিল ২৬৩ রান।
বিবিধ
  • বিশিষ্ট অর্থনীতিবিদ ড্যানিয়েল কানেম্যান (৯০) প্রয়াত হলেন। তিনি মনস্তত্ত্ববিদ হিসেবেও বিশ্ববিখ্যাত ছিলেন। ‘প্রসপেক্ট থিওরি’ নিয়ে গবেষণার জন্য ২০০২ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাঁর  লেখা বিখ্যাত বই ,’থিংকিং ফাস্ট এন্ড স্লো’ প্রকাশিত হয়েছিল ২০১১ সালে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 22:31:17
Privacy-Data & cookie usage: