কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ নভেম্বর ২০২৩

236
0
Current Affairs 27th November

আন্তর্জাতিক
  • গাজায় এ দিনও যুদ্ধবিরতিতে হামাস এবং ইজরায়েল বন্দী বিনিময় করেছে। শুধু তাই নয়, গোটা বিশ্বকে স্বস্তি দিয়ে আরও দুদিন বেড়েছে যুদ্ধ বিরতির মেয়াদ। এখনো পর্যন্ত ইজরাইল ১১৭ জন প্যালেস্টাইনি নাগরিককে জেল থেকে মুক্তি দিয়েছে। অন্যদিকে হামাস ৫০ জন ইজরায়েলি নাগরিক এবং বেশ কিছু বিদেশী নাগরিককে  পণবন্দি অবস্থা থেকে মুক্তি দিয়েছে।
  • ঘনঘন ভূমিকম্পে বড় বিপদের আশঙ্কা রয়েছে আইসল্যান্ডে। গত ৪৮ ঘণ্টায় সেখানে ৭০০ বার ভূমিকম্প হয়েছে। বিশেষ করে আইসল্যান্ডের রেকিয়ান্স উপদ্বীপে গত দেড় মাসে ২৪০০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। কোথাও কোথাও কয়েক সেকেন্ডের ব্যবধানে ভূকম্পন অনুভূত হয়। এতে নতুন কোন আগ্নেয়গিরির জন্মের আশঙ্কা করা হচ্ছে।
জাতীয়
  • উত্তরাখণ্ডের উত্তরকাশিতে এখনো আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। পাহাড়ের উপর থেকে উলম্ব ভাবে যে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে তার দূরত্ব এখনো ৫০ মিটার। অন্যদিকে সুড়ঙ্গের মুখ থেকে ধস ছড়িয়ে শ্রমিকরা রাত হল মাইনিং এর মত উদ্ধারের পথ খোঁজার চেষ্টা করছেন সেখানে বেরোতে হবে আরো ৯ মিটার রাস্তা। ইতিমধ্যে ৬ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে ক্যামেরা ফোন এবং খাবার পাঠানো হচ্ছে।
  • নিউইয়র্কের একটি গুরুদ্বারে খালিস্থানপন্থীরা নিগৃহীত করল মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হরদীপ সিং নিজ্জরকে।
  • ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুটি শাবক ও একটি মা হাতির।  রাজাভাতখাওয়ার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ডুয়ার্সে গত ১৯ বছরে ট্রেনের ধাক্কায় মোট ৭৭ টি হাতির মৃত্যু হল।

 

খেলা
  • এএফসি কাপের ম্যাচে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির কাছে ২-৫ গোলে হেরে গেল মোহনবাগান। এই ম্যাচে জিতলে তারা প্রতিযোগিতার আন্ত আঞ্চলিক সেমিফাইনালে ওঠার আশা করতে পারত।
  • বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর কাছে ৬ উইকেটে হেরে গেল বাংলা। এদিন মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলার ইনিংস। এর আগে পরপর দুই ম্যাচে জয় পেয়েছিল বাংলা।
বিবিধ
  • ২০২৩ সালে বুকার পুরস্কার পাচ্ছেন পল লিঞ্চ। এই আইরিশ লেখক তাঁর ‘প্রফেট সং’ উপন্যাসের জন্য এই পুরস্কার পাচ্ছেন। সিরিয়ার গৃহযুদ্ধ ও শরণার্থী সমস্যা দেখে এই উপন্যাসটি লেখা। সেখানে রয়েছে আয়ারল্যান্ডের ভবিষ্যতের এক কাল্পনিক পরিস্থিতি। গোটা উপন্যাসে কোন অনুচ্ছেদ নেই।