কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ অক্টোবর ২০২৩

275
0
Current Affairs 27th October

আন্তর্জাতিক
  • হ্যারিকেন ওটিস আছড়ে পড়ল মেক্সিকোয়। এই প্রবল সমুদ্র ঝড়ে মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। ক্ষতি হয়েছে ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তির। মেক্সিকোর আকাপুলকো এলাকায় আছড়ে পড়ে এই হ্যারিকেন। স্থলপথে আছড়ে পড়ার সময় তার গতিবেগ ছিল ঘন্টায় ২৬৬ কিলোমিটার। এটি ক্যাটাগরি ফাইভ গোত্রের ঘূর্ণিঝড়।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মেন্ প্রদেশের লুইস্টন শহরের আততায়ীকে এখনো ধরতে পারল না মার্কিন পুলিশ। এই প্রাক্তন সেনা আগ্নেয়াস্ত্র নিয়ে ১৮ জনকে হত্যা করার পর এখন গা ঢাকা দিয়ে আছে কোন অজ্ঞাত স্থানে। তার খোঁজে মেন প্রদেশে ৭০০ বর্গমাইল এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জাতীয়
  • মলদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ কথা জানালেন সেখানকার নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু। তিনি বরাবরই চিনপন্থী হিসেবে পরিচিত। মলদ্বীপের পূর্ববর্তী সরকারের আমলে সে দেশে ভারতের সামরিক বাহিনীর বিপুল পরিকাঠামো নির্মিত হয়েছিল।
  • ধর্মাচরণ মানুষের মৌলিক অধিকার। ভারতে এই বিষয়ে যাতে কাউকে বাধার মুখে পড়তে না হয় সেজন্য মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে মধ্যস্থতা করতে হবে। এই মর্মে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে একটি প্রস্তাব পেশ করেছেন সেনেটর ট্যামি বল্ডউইন।
  • রেশন বন্টন দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই ডি)।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে দক্ষিণ আফ্রিকা এক উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে। ষষ্ঠ খেলায় এই নিয়ে পরপর চারটি ম্যাচ হারল পাকিস্তান।
  • মেয়েদের জাতীয় গেমস ফুটবলে বাংলা প্রথম ম্যাচে গোয়ার মুখোমুখি হল। এই ম্যাচ শেষ হলো গোলশূন্যভাবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ছটি ম্যাচ খেলে এই নিয়ে পঞ্চমটিতে জয় পেল।
বিবিধ
  • কলকাতার মুকুন্দপুরে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স সংগ্রহশালার উদ্বোধন করলেন দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। নবীন প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান চর্চায় এই সংগ্রহশালা উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
  • অ্যান্টার্কটিকায় বার্ড ফ্লু সংক্রমণের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এই প্রথম দক্ষিণ মেরুতে এই সংক্রমণ ধরা পড়ল। এক বিশেষ প্রজাতির সামুদ্রিক পাখির মধ্যে এই সংক্রমণ ধরা পড়েছে। অনুমান করা হচ্ছে লাতিন আমেরিকার পাখিদের থেকে এই সংক্রমণ ছড়িয়েছে দক্ষিণ মেরুতে।
  • এই প্রথম কোন ভারতীয় সংস্থা ভারতে আইফোন তৈরি করতে চলেছে। আইফোন তৈরির অন্যতম সংস্থা উইসট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং (ইন্ডিয়া) এর ১০০% অংশ অংশীদারি কিনে নেওয়ার কথা জানালো টাটা ইলেকট্রনিক্স। এখানকার কর্মী সংখ্যা দশ হাজারের বেশি। তাইওয়ানের এই সংস্থা কেনার পর ভারতেই আইফোন তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।