আন্তর্জাতিক
- এই নির্বাচনে যদি ঠিক মতে ভোট না দেন তার কোপ পড়বে মেয়েদর ওপরই। আমেরিকার আসন্ন ভোট প্রসঙ্গে এ কথা বললেন, প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
দেশ
- এর আগে ছিল বিমান বন্দর। এ বার লক্ষ্য দেশের বড় বড় হোটেলগুলি।প্রায় চারেশা উডে়া মেল এসে বিভ্রান্ত করেছিল । এ বার গত এক সপ্তাহে ২৩টি বড় বড় হোটেলে বোমাতঙ্কের ভুয়ো খবর ছড়ায়। কলকাতায় ১০টি এবং তিরুপতিতে ১০টি হোটেলেও এমন খবরে চাঞ্চল্য ছড়িয়ে গত কয়েক দিনে।
- ডিজিটাল প্রতারণা নিয়ে প্রধানমন্ত্রী তাঁর মন কী বাত অনুষ্ঠানে দেশের জনগণকে সতর্ক করে বলেছেন, ডিজিটাল জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে থামুন, ভাবুন এবং তার পরে পদক্ষেপ করুন।
- দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করবেন নভেম্বর মাসের ১০ তারিখে। রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ মামলা তাঁর হাতে। তার কী হবে এ নিয়ে সংশয় তৈরি হয়েছে দেশের সব মহলে। আইনজীবীদের মতে আগামী ৫ নভেম্বরই চন্দ্রচূড়ের বেঞ্চে আর জি কর মামলার শেষ শুনানি হবে।
- মণিপুরে হিংসা অব্যাহত। আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় সব গ্রামে। জঙ্গিদের আক্রমণে স্থানীয় মানুষরা আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন।
খেলা
- বার্সা ঝড়ে হেরে গেল রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলে রিয়াল মাদ্রিদের হার।
বিবিধ
- ১৯ লক্ষ কর্মী কমল একশো দিনের কাজে। ২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ সময়ে ১০০ দিনের কাজে ১,১৬৬৯ কোটি কর্ম দিবস তৈরি হয়েছিল। মোদী সরকারের আমলে ২, ৯২৩ কোটি কর্ম দিবস তৈরি হলেও বর্তমানে একশো দিনের কাজে ৮ শতাংশ কমে মোট ৩৯ লক্ষ কর্মীর নাম কাজের তালিকা থেকে মুছে গিয়েছে। লিবেটক ইন্ডিয়া নামের একটি সংগঠন সম্প্রিত একশে াদিনের কাজের প্রকল্প করতে গিয়ে এই তথ্য দিয়েছে।