কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ অক্টোবর ২০২০

657
0

আন্তর্জাতিক

  • তুরস্কে ভূকম্পনে মৃত্যু হল ৩৯ জনের। ৩০ অক্টোবর প্রথম কম্পনের পর ১৪ ঘণ্টায় অন্তত ৫০০টি আফটার শক অনুভূত হয়েছে। তুরস্কের ইজমির শহরেই ক্ষতির বহর সর্বাধিক। ভূকম্পনের প্রভাবে এজিয়ান সাগরে সুনামি হয়। জলোচ্ছ্বাসে ভেসে গেছে নানা অঞ্চল সহ ইজমির উপকূল।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হলেন। এটা রেকর্ড। বিশ্বে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪,৬২,৩৫,৬৫৮। মোট প্রাণহানির সংখ্যা ১১,৯৮,১১৬। এদিকে সংক্রমণ বাড়ার ফলে ২ ডিসেম্বর পর্যন্ত ৪ সপ্তাহের লক ডাউন ঘোষণা করল ব্রিটেনের বরিস জনসন সরকার।

 

জাতীয়

  • পশ্চিমবঙ্গে দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর গেট ভেঙে ব্যারেজ জলশূন্য হয়ে গেল। ১৯৫৪ সালে তৈরি এই ব্যারেজে ৩৪টি গেট রয়েছে। ২০১৭ সালের ২৪ নভেম্বর এই ব্যারেজের ১ নম্বর গেটটি ভেঙে গিয়েছিল।
  • করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক করতে বিল আনা হল রাজস্থান বিধানসভায়। দেশে করোনায় মোট ৮১,৩৭,৭১৯ জন সংক্রমিত হয়েছেন। প্রাণহানির সংখ্যা ১,২১,৬৪১। সক্রিয় রোগীর সংখ্যা  কমে হয়েছে ৫,৮২,৬৪৯।
  • ভারতের থেকে একটি সাবমেরিন কিনল মায়ানমার।

 

বিবিধ

  • হলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা শন কনারি (৯০) প্রয়াত হলেন। স্কটল্যান্ডের এডিনবরায় ১৯৩০ সালে ২৫ অগস্ট জন্ম হয়েছিল টমাস শল কনারির। ট্রাকচালক বাবা আর সাফাইকর্মী মা। তাঁর শৈশব ছিল দারিদ্রের। নাটকের মঞ্চ থেকে চলচ্চিত্রে ডাক পান তিনি। জেমস বন্ডকে নিয়ে প্রথম চলচ্চিত্র ‘ডক্টর নো’ (১৯৬২)-তে তিনি বন্ডের ভূমিকায় অভিনয় করে অসমান্য জনপ্রিয়তা অর্জন করেন। মোট সাতটি ছবিতে তিনি বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন। ‘দ্য আনটাচেবল’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন অস্কার পুরস্কার। তিনটি গোল্ডেন গ্লোব ও দুটি বাফটা পুরস্কার জিতেছেন শন কনারি। ২০০০ সালে পান নাইট সম্মান। শেষ বয়সে তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামায় থাকতেন।
  • অ্যালায়েন্স ইন্ডিয়ার সিইও নিযুক্ত হলেন হরপ্রীত এ দে সিং। এই প্রথম কোনো ভারতীয় মহিলা কোনো উড়ান সংস্থার শীর্ষ পদে বসলেন।

 

খেলা

  • ইংলিশ প্রিমিয়াম লিগে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে শততম ম্যাচে গোল করলেন কাইল ওয়াকার। তাঁর দল ১-০ গোলে পরাস্ত করল শেফিল্ড ইউনাইটেডকে।
  • ভিয়েনা এটিপি টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে লোরঞ্চো সোনেগার কাছে হেরে গেলেন নোভাক জকোভিচ। তবে প্রথম দু রাউন্ডে জয় লাভ করায় বছর শেষে এটিপি শীর্ষ র‍্যাঙ্কিং ধরে রাখা নিশ্চিত হল তাঁর।
  • অঞ্জু রবি জর্জ সর্বভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল