বাংলাদেশ-এর কট্টরপন্থী সংগঠন জামায়তে ইসলামি ও তাদের ছাত্র শাখা ইসলামি ছাত্র শিবিরকে গত ১ আগস্ট যে বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ হাসিনা সরকার তা খারিজ করে দিল বর্তমানের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার সেই বিজ্ঞপ্তি বাতিল করল সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নতুন বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রসঙ্গত, ধর্মভিত্তিক রাজনীতি করার দায়ে এর আগেও বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে জামাত।
জাতীয়
‘মহিলাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির বদল দরকার। সমাজের সর্বক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করতে হবে।’একটি সাক্ষাৎকারে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে ঘটা নারকীয় ঘটনার প্রসঙ্গে এই কথাই বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ঝাড়খন্ডে রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। আগেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছিলেন তিনি।
খেলা
মার্কিন ওপেন প্রতিযোগিতায় দীর্ঘতম ম্যাচের রেকর্ড করলেন ড্যান ইভান্স। ছেলেদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডে তিনি জয়ী হলেন টানা পাঁচ ঘণ্টা ৩৫ মিনিট ধরে চলা একটি ম্যাচ খেলে! তিনি ৬-৭, ৭-৬, ৭-৬, ৪-৬, ৬-৪ সেটে হারালেন কারেন খাচানভকে। ১৯৭০ সালে টাই-ব্রেকার চালু হওয়ার পর মার্কিন ওপেনে এটাই সবচেয়ে বেশি সময় ধরে চলা ম্যাচ। এর আগে ১৯৯২ সালে স্টেফান এডবার্গ ও র মাইকেল চ্যাংয়ের মধ্যে সেমি ফাইনাল ছিল পাঁচ ঘণ্টা ২৬ মিনিট সময়ের।
বিবিধ
ডিএমকে সাংসদ এস জগতরক্ষকন ও তাঁর পরিবারকে ৯০৮ কোটি টাকার জরিমানাকরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সংসদের বিরুদ্ধে বিদেশি মুদ্রা বিনিময় আইনের (ফেমা) নিময় লঙ্ঘনের অভিযোগ ওঠার পর বিস্তারিত তদন্ত করে এই জরিমানা করা হয়েছে বলে ই ডি সূত্র জানিয়েছে। এস জগতরক্ষকন তামিলনাডুর আরাকানাম লোকসভা কেন্দ্রের সাংসদ।