কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ ফেব্রুয়ারি ২০২৪

234
0
Current Affairs 28th February

আন্তর্জাতিক
  • মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে রিপাবলিকানদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং নিকি হ্যালির মধ্যে প্রতিযোগিতা জমে উঠেছে। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনকে ছাপিয়ে উঠলো প্রাক্তন ফার্স্ট লেডি মিসেল ওবামার নাম। একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় দেখা গেছে, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে অধিকাংশই বাইডেনের বিরুদ্ধে মত দিয়েছেন। তাঁরা চাইছেন মিসেল অথবা কমলা হ্যারিসকে। অবশ্য এই লড়াইয়ে রয়েছেন আর এক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনও।
  • প্যারিস বৈঠকের প্রস্তাব উড়িয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা ভূখণ্ডে ইজরায়েলের অভিযান নিয়ে তাঁর মন্তব্য, ‘জয়লাভ সম্পূর্ণ না হলে যুদ্ধ থামবে না।’
জাতীয়
  • ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি ঝাড়গ্রামের শিলদায় নিরাপত্তারক্ষীদের ক্যাম্পে মাওবাদী হামলায় নিহত হয়েছিলেন ২৪ জন। সেই ঘটনায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছিলেন মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সেলিম সাহি। এদিন তাদের মধ্যে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন তিনি। এই ঘটনায় অভিযুক্ত একাধিক মাওবাদী সদস্য আত্মসমর্পণ করে বিচার ব্যবস্থার বাইরে থেকেছেন।
  • দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘদিন কারাদণ্ড ভোগ করেছেন সুথেন্দ্র রাজা টি ওরফে সন্থান। গত ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি মুক্তি পেয়েছিলেন। তিনি শ্রীলংকার নাগরিক। চলতি মাসেই শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল তার। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় চেন্নাইয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাজীব গান্ধীর নামাঙ্কিত চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি প্রাণত্যাগ করেন।
  • আরব সাগরের বুকে একটি পালতোলা জাহাজ ৩ হাজার ২৫০ কেজির মতো নিষিদ্ধ মাদক নিয়ে যাচ্ছিল। গুজরাটের পোরবন্দরের কাছে জাহাজটি থেকে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করল করা হল। ভারতীয় নৌসেনা এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যৌথ অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করেছে। টাকার অঙ্কে এই মাদকের মূল্য ১৩০০ কোটি টাকা। এই জাহাজ থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই পাকিস্তানের নাগরিক। ভারতীয় সেনাবাহিনীর একটি নজরদার জাহাজ প্রথম সন্দেহজনক জাহাজটিকে চিহ্নিত করে। সেখানে ৩০৮৯ কেজি চরস, ১৫৮ কেজি মেথামফেটামাইন, ২৫ কেজি মরফিন ছিল। ভারতীয় উপমহাদেশে একসঙ্গে এত পরিমান মাদক আগে কখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
খেলা
  • লন্ডনে এফএ কাপে তৈরি হল ইতিহাস। এওয়ে ম্যাচে সবথেকে বড় ব্যবধানে জয় পেল ম্যানচেস্টার সিটি তারা লুটন টাউনকে হারালো ছয় দুই ব্যবধানে একাই পাঁচটি গোল করলেন আর্নল্ড হালান্ড।
  • আইএসএল প্রতিযোগিতায় মুম্বই সিটি এফসি গোয়া ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।
বিবিধ
  • রুট গটসম্যানের বয়স ৯৩ বছর। এই মহিলা পেশায় চিকিৎসক এবং তিনি নিউইয়র্কের অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের অধ্যাপক। সম্প্রতি তিনি এই কলেজকে ১০০ কোটি ডলার অনুদান দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন মেডিকেল কলেজ অতীতে এই বিপুল পরিমাণ অনুদান পায়নি। ধনুকূপের ডেভিড গটসমানের স্ত্রী রুট এই দান করেছেন। প্রসঙ্গত, নিউইয়র্কের দরিদ্রতম অঞ্চলে অবস্থিত এই মেডিকেল কলেজ।
  • ডিসেম্বর মাসের হিসেব দেশে টেলিফোন গ্রাহকের সংখ্যা ৮৫.২৩ শতাংশ বা ১১৯ কোটি। অর্থাৎ ১০০ জন নাগরিকের মধ্যে ৮৫ জন নিজে একটি মোবাইল ফোন ব্যবহার করেন। টেলি ঘনত্বের দিক থেকে দিল্লি রয়েছে দেশের শীর্ষস্থানে, পশ্চিমবঙ্গের ক্রম দ্বাদশ। দিল্লিতে গ্রাহকের হার ২৭৮.২৮, সেখানে পশ্চিমবঙ্গে সেই হার ৮২.১৫। মোবাইল ঘনত্বের বিচারে দিল্লির পরে আছে হিমাচল প্রদেশ, কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু ও মহারাষ্ট্র।