কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জানুয়ারি ২০২৪

schedule
2024-01-31 | 05:46h
update
2024-01-31 | 05:46h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • জাপানের চন্দ্রযান আদৌ সফল হয়েছে কীনা তা নিয়ে সংশয় তৈরি হলো। গত ১৯ জানুয়ারি জাপানের স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) চাঁদের নিরক্ষীয় অঞ্চলে সিওলি গহবরে অবতরণ করেছিল তখন এই অভিযানকে সফল বলে ঘোষণা করেছিল জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন  এজেন্সি। কিন্তু পরে দেখা যায় সেটি উল্টো হয়ে পড়েছে। যার ফলে তার সৌর প্যানেলগুলি কাজ করছে না। আপাতত স্লিপ  মোডে পাঠিয়ে দেওয়া হয়েছে স্লিমকে।  ১৪ দিন পর পুনরায় চাঁদে দিন শুরু হলে সেটি হয়তো কাজ শুরু করতে পারে বলে আশা করেছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন  এজেন্সি।
  • পুনরায় আক্রান্ত হল লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসা। প্যারিসে লুভর মিউজিয়ামে ওই ছবির গায়ে কুমড়োর স্যুপ ছুঁড়ে দেন দুজন পরিবেশ কর্মী। কৃষি জমিতে প্রযুক্তির ব্যবহারে ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবাদ জানাতে তারা এই পথ বেছে নেন। যদিও বুলেটপ্রুফ কাচ দিয়ে মোড়া  থাকায় মূল ছবিটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
  • মলদ্বীপের সংসদে ভারত বিরোধী সাম্প্রতিক অবস্থান নিয়ে এদিন ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সংসদ কক্ষের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধীদলের সাংসদরা।
 জাতীয়
  • বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর পুনরায় মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন নীতীশ কুমার। এদিন প্রথমে তিনি কংগ্রেস আরজেডি ও জনতা দল (ইউনাইটেডের) জোট সরকার ভেঙে ইস্তফা দেন। এরপর বিজেপির সমর্থনে পুনরায় নতুন সরকার গঠন করেন। এই নিয়ে গত ১৯ বছরে তিনি নবম বার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। একই সঙ্গে উপ মুখ্যমন্ত্রী হিসেবে সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা শপথ গ্রহণ করেছেন। প্রসঙ্গত, মাত্র এক বছর আগেই বিজেপির সঙ্গে জোট ভেঙে নতুন মহাজোট গঠন করেছিলেন নীতীশ কুমার। তিনি এই নিয়ে পঞ্চম বার জোট বদল করলেন।
  • সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি হল এদিন। এই উপলক্ষে প্রথম দিনের শুনানির মতো করে এজলাস সাজানো হয়েছিল সর্বোচ্চ আদালতে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি এবং প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতিরা।
Advertisement

খেলা
  • বেটন কাপ চ্যাম্পিয়ন হলো ভারতীয় নৌসেনা। ১২৫তম বেটন কাপ ফাইনালে তারা ৫-৪ গোলে হারিয়ে দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে। এই ঐতিহ্যশালী প্রতিযোগিতার আসর বসেছিল কলকাতায়। এই নিয়ে পরপর দুবার এই ট্রফি জিতল নৌসেনা।
  • হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮ রানে জয়ী হল ইংল্যান্ড। তারা ২ ইনিংসে করে ২৪৬ ও ৪২০ রান। ভারত প্রথম ইনিংসে ৪৩৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করে ২০২ রান। ম্যান অফ দ্য ম্যাচ হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান অলি পোপ। ২০১৩ সালের পর দেশের মাটিতে এটি ভারতের চতুর্থ টেস্ট পরাজয়।
  • ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। এদিন গাবায় মাত্র ৮ রানে জয়লাভ করল তারা।
  • সুপার কাপ চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। এদিন ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে তারা অতিরিক্ত সময় পর্যন্ত খেলে ৩-২ গোলে হারিয়ে দিল ওড়িশা এফসি-কে, দীর্ঘ ১২ বছর পর কোন সর্বভারতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাত-এর প্রশিক্ষণে দীর্ঘদিন পর সাফল্যের মুখ দেখল লাল হলুদ বাহিনী।
  • অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে দিয়ে নজর কেড়ে নিয়েছিলেন ইতালির ২২ বছরের তরুণ ইয়ানিক সিনার। এদিন তিনি ফাইনালেও জয়ী হলেন। মেলবোর্ন পার্কে ছেলেদের সিঙ্গলস ফাইনালে তিনি হারিয়ে দিলেন দানিল মেদভেদেদেকে। এটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
  • রঞ্জি ট্রফির ম্যাচে অসমকে ইনিংস ও ১৬২ রানে হারিয়ে দিল বাংলা। ফলে এই ম্যাচ থেকে বোনাস সহ ৭ পয়েন্ট পেল বাংলা। চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে তারা উঠে এলো গ্রুপের দ্বিতীয় স্থানে।
বিবিধ
  • যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ ‘আইকন অফ দ্য সিস’। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি বন্দর থেকে এটি যাত্রা শুরু করেছে। এই জাহাজটি লম্বায় ৩৬৫ মিটার। এর ওজন আড়াই লক্ষ টনেরও বেশি। এখানে ৭ হাজার ৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এই জাহাজে কর্মীর সংখ্যা ২৩৫০ জন। বিনোদনের হাজারো পসরা রয়েছে এই জাহাজে। রয়েছে সাতটি সুইমিং পুল, ছটি ওয়াটার স্লাইড। ৩০ মাস ধরে ২০০ কোটি ডলার খরচ করে ফিনল্যান্ডের একটি কারখানায় এটি তৈরি করিয়েছে রিয়াল ক্যারিবিয়ান গ্রুপ। বিনোদন যাত্রায় এটি নতুন মাত্রা যোগ করল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 21:39:54
Privacy-Data & cookie usage: