আন্তর্জাতিক
- ক্যালিফোর্নিয়ায় দাবানলে রাতারাতি ভস্মীভূত হল ১৭৮০৯০ একর এলাকা। ক্যালিফোর্নিয়ায় এই অগ্নিকাণ্ডকে বলা হচ্ছে ‘দা পার্ক ফায়ার’। এই অগ্নিকাণ্ডে দু’দিনে সাড়ে তিন লক্ষ একর বনাঞ্চল ছাই হয়ে গিয়েছে। প্রতি ঘন্টায় পাঁচ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ছে এই আগুন। ৩৭০০ দমকল কর্মী দিন রাত এক করে আগুন নেভানোর কাজে রত রয়েছেন। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল এলাকায় এই মুহূর্তে ১০২ টি দাবানলের ঘটনা সক্রিয় রয়েছে। কিন্তু ক্যালিফোর্নিয়ার এই ঘটনাটি এক ব্যক্তি ইচ্ছা করে তৈরি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। সেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
- পুনরায় ইজরায়েলে ভয়াবহ রকেট হামলা চালাল হিজবুল্লা গোষ্ঠী। লেবানন থেকে তারা অন্তত ত্রিশটি রকেট ছোঁড়ে গোলান হাইটস এলাকায়। এই হামলায় অন্তত ১২ জন নাবালকের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। ইজরায়েল এই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। তবে আন্তর্জাতিক মহল ইজরায়েলকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের বক্তব্য, একইসঙ্গে একাধিক যুদ্ধে জড়ানো উচিত হবে না ইজরায়েলের।
জাতীয়
- একসঙ্গে নয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাষ্ট্রপতি ভবন। এর মধ্যে ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই প্রথম ত্রিপুরার কোন বাসিন্দা কোন রাজ্যের রাজ্যপাল হচ্ছেন। তিনি ত্রিপুরায় রাজ পরিবারের সদস্য।
- ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১২ তম পর্বে দেশে নতুন একটি প্রকল্প চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের নাম ‘মানস’। নেশা মুক্তির জন্য এই প্রকল্প কাজ করবে। এক্ষেত্রে নতুন হেল্পলাইন নম্বর ১৯৩৩ চালু করা হবে।
খেলা
- প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন মনু ভাকের। শুধু তাই নয়, প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে তিনি অলিম্পিকে পদক জিতলেন। ১২ বছর পর অলিম্পিক শুটিং থেকে কোন পদক পেল ভারত। টোকিও অলিম্পিকে পিস্তল বিভ্রাটে পদক হাতছাড়া হয়েছিল মনুর। প্যারিসে মেয়েদের দশ মিটার এয়ার পিস্তলের ফাইনালে মাত্র ০.১ পয়েন্টে পিছিয়ে রুপো হারিয়ে ব্রোঞ্জ পদক পেলেন তিনি। ফাইনালে মনুর স্কোর হয়েছে ২২১.৭। অলিম্পিকে অস্ট্রেলিয়া চারটি সোনা পেয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে। ফ্রান্স রয়েছে দ্বিতীয় স্থানে, জাপান তৃতীয় স্থানে।
- প্রথমবার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল শ্রীলংকা। ফাইনালে তারা আট উইকেটে হারিয়ে দিল ভারতকে। ভারত এই প্রতিযোগিতায় সাতবারের চ্যাম্পিয়ন দল এবং প্রতিযোগিতায় প্রতিবারই তারা ফাইনালে উঠেছিল।
- শ্রীলঙ্কায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করল ভারত। পাল্লেকেলেতে এদিন দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়ী হয়েছে ভারত। গৌতম গম্ভীর এর প্রশিক্ষণে এবং সূর্য কুমার যাদবের নেতৃত্বে এই সিরিজ খেলছে ভারত।
বিবিধ
- নন গেজেটেড পদে ৭৯৯১ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।