কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুন ২০২৩

schedule
2023-06-29 | 07:00h
update
2023-06-29 | 14:06h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের ক্রামাতুরস্ক শহরে একটি রেস্তোরাঁয় ওই ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারালেন ৯ জন। তাঁদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক। জখম হয়েছেন ৫৬ জন। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র জনবসতি এলাকায় এসে পড়ল।
  • এদিন থেকে বয়স গণনার নতুন নিয়ম চালু হলো দক্ষিণ কোরিয়ায়। আন্তর্জাতিক রীতির সঙ্গে মানিয়ে এখন থেকে ক্যালেন্ডার এর তারিখ অনুযায়ী জন্ম তারিখ মানা হবে সেখানে। এতদিন দুটি নিয়মে বয়স হিসেব করা হতো দক্ষিণ কোরিয়ায় যা আন্তর্জাতিক রীতির সঙ্গে খাপ খায় না। প্রথমত গর্ভাবস্থার বয়স মূল বয়সের সঙ্গে যোগ করা হতো আরেকটি নিয়মে। যেকোনো শিশুরই জন্ম তারিখ হিসেব করা হতো বছরের প্রথম দিন থেকে। এই অনর্থক জটিলতা কাটাতে এদিন থেকে আন্তর্জাতিক নিয়ম প্রযুক্ত হলো। ফলে সেখানকার নাগরিকদের কারো কারো বয়স এক বা দু’বছর পর্যন্ত কমে যেতে পারে।
Advertisement

জাতীয়
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩ আগামী ১৩ই জুলাই উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। জি এস এল ভি মার্ক ৩ রকেট এই চন্দ্রযান ৩ কে চাঁদের অভিমুখে নিয়ে যাবে। এই প্রকল্পে খরচ হচ্ছে ৬১৫ কোটি টাকা। চন্দ্রযান ৩ এ থাকবে, ল্যান্ডার এবং রোভার। তবে বিগত চন্দ্রযান ২ এর মত অরবিটার থাকছে না এবারে।
  • ভারতীয় রেলে বর্তমানে শূন্য পদের সংখ্যা ২.৭৪ লক্ষের কিছু বেশি। তথ্যের অধিকার আইনে করা একটি প্রশ্নের উত্তরে রেল কর্তৃপক্ষ ২০২৩ সালের ১ জুন পর্যন্ত এই তথ্য জানিয়েছে।
  • দিল্লিতে পৃথ্বীরাজ রোড ও আব্দুল কালাম রোডের সংযোগকারী রাস্তার নাম ঔরঙ্গজেব লেন থেকে বদলে ডক্টর এ পি জে আবদুল কালাম লেন করা হলো বলে জানালো দিল্লি পুর পরিষদ (এনডিএমসি)।
  • উল্টো রথের দিন এক মর্মান্তিক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হল ত্রিপুরায়। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট মহাকুমার চৌমুহনীতে ইসকনের উদ্যোগে যে রথ টানা হচ্ছিল তা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং রথেও আগুন লেগে যায়।
খেলা
  • ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে লর্ডসে শুরু হল অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলল অস্ট্রেলিয়া। এদিন টেস্টে ৯০০০ রান পূর্ণ হল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের। অস্ট্রেলিয়ার চতুর্থ ক্রিকেটার হিসাবে এই সাফল্য পেলেন স্মিথ। তিনি ১৭৪ ইনিংসে এই রান করেছেন যা অস্ট্রেলীয় দের মধ্যে দ্রুততম। তিনি ৮৫ রানে অপরাজিত রয়েছেন।
  • পুরুষদের সিনিয়র ফুটবল দল প্রত্যাহার করে নিল সালগাওকর স্পোর্টস ক্লাব। গত দু’দশকে জাতীয় লিগ, আই লিগ, ডুরান্ড কাপ সহ দেশের ঐতিহ্যশালী ফুটবল প্রতিযোগিতার প্রায় সব ট্রফি জিতেছে তারা। তবে বয়সভিত্তিক ফুটবল দল গড়বে তারা। এর আগে ডেম্পো স্পোর্টিং, জেসিটি, পুনে এফসি মাহিন্দ্রা ইউনাইটেড, স্পোর্টিং ক্লুব দ্য গোয়া, মুম্বই এফসি প্রভৃতি দলগুলি বন্ধ হয়ে গেছে।
বিবিধ
  • ইউরোপে সব থেকে বেশি দামে ছবি বিক্রির ইতিহাসে রেকর্ড করল গুস্তাভ-এর আঁকা একটি ছবি। ১০৫ বছর আগে অস্ট্রিয়ার শিল্পী গুস্তাভ এই ছবিটি আঁকতে আঁকতেই মৃত্যুবরণ করেন। লন্ডনে সৌদি সংস্থার নিলামে এই ছবি রেকর্ড ১০ কোটি ৮৪ লক্ষ ডলারে বিক্রি হলো এটি কিনলো হংকং এর একটি সংস্থা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 23:03:10
Privacy-Data & cookie usage: