কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ নভেম্বর ২০২৩

221
0
Current Affairs 29th November

আন্তর্জাতিক
  • পুরাতত্ত্ব নিয়ে ব্রিটেন ও গ্রিসের সম্পর্ক পৌঁছল তলানিতে। গ্রিসের প্রধানমন্ত্রী কায়রিয়াকোস মিটসোটাকিসের  সঙ্গে বৈঠক বাতিল করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। তাতে আরো ক্ষুব্ধ হয়েছে গ্রিস। ঘটনার সূত্রপাত ২৪৬ ফুট লম্বা সারিবদ্ধ মর্মর মূর্তি ‘পার্থেনন মার্বেলস’  নিয়ে। এটি এথেন্সের স্থাপত্যের অংশবিশেষ। এই অংশটি গ্রিস থেকে নিয়ে আসা হয়েছিল ব্রিটেনে। বর্তমানে  তা রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। এর ফেরতের দাবিতেই সরব হয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কায়রিয়াকোষ মিটসোটাকিস।
  • গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি এবং ত্রাণের প্রবেশ অব্যাহত রয়েছে। হামাস মোট ৫০ জন ইজরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দিয়েছে। অন্যদিকে ইজরায়েল ১৫০ জন প্যালেস্টাইনিকে মুক্তি দিয়েছে। একটি মার্কিন-প্যালেস্টাইন সংস্থার করা সমীক্ষার ফল, সেখানকার ৬৭ শতাংশ মানুষ হামাসের শাসনের বিরোধী। ৮ অক্টোবরের আগে গাজায় ওই সমীক্ষা চালানো হয়েছিল।

 

জাতীয়
  • স্বস্তির নিঃশ্বাস ফেললেন দেশবাসী। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গের ভিতর আটক ৪১ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হল। ১২ নভেম্বর সিল্কিয়ারা থেকে ২০৫ মিটার দূরে ভেঙে পড়ে নির্মীয়মান সুড়ঙ্গ। চারধাম প্রকল্পে সিলকিয়ারা ও বারকোটের মধ্যে ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কাটা হচ্ছিল। সেখানেই ধস নেমে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। আটকে পড়ার ৪২০ ঘন্টা পরে ১৭ তম দিনে দিনে তাঁদের উদ্ধার করা সম্ভব হলো। শেষ পর্যন্ত গাইতি , শাবল দিয়ে গর্ত খুঁড়ে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। শ্রমিকদের কাছে প্রথম যিনি পৌঁছেলেন সেই উদ্ধারকারীর নাম মুন্না কুরেশি। সন্ধ্যা ৮ টা থেকে ৮:৪৫ এর মধ্যে একে একে ৪১ জন শ্রমিকই বেরিয়ে আসতে সমর্থ হন। গোটা উদ্ধার পর্বে পরামর্শ দিয়ে গেছেন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। তিনি দ্রুততার পরিবর্তে অক্ষত অবস্থায় শ্রমিকদের উদ্ধারের ওপর জোর দিয়েছিলেন। এই উদ্ধারকার্যে শেষ পর্যন্ত প্রযুক্তির পরিবর্তে শ্রমিকদের হাতই কাজে এলো।
  • ভারতীয় বায়ুসেনার নতুন যুদ্ধজাহাজ আইএনএস ইম্ফলের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এই প্রথম উত্তর-পূর্ব ভারতের কোন শহরের নামে একটি যুদ্ধ জাহাজের নামকরণ করা হলো। ভারতের স্বাধীনতা যুদ্ধে মনিপুরবাসীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নাম রাখা হয়েছে।
খেলা
  • গুয়াহাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৫ উইকেটে জয় লাভ করলো অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ভারত ২২২ রান তুলেছিল। শতরান (৫৭ বলে ১২৩ রান) করেছিলেন ঋতুরাজ গায়কোয়ার। অন্যদিকে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল শতরান (৪৮ বলে অপরাজিত ১০৪ রান) করেন। সিরিজে আপাতত ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।
  • সুরাট-এর কাছে একটি রেল স্টেশনের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করলেন প্রবাদপ্রতীম ক্রিকেট ব্যক্তিত্ব সুনীল গাভাস্কার। এই স্টেশনের নাম শচীন।
বিবিধ
  • ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন জনৈক ফয়েজ আনোয়ার কুরেশি নামের এক ব্যক্তি। বোম্বে হাইকোর্ট এই আরজি খারিজ করে দিয়েছিল। এরপর সুপ্রিম কোর্টও এই আরজি খারিজ করে দিল।