কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ নভেম্বর ২০২৪

60
0
Current Affairs 28th November

আন্তর্জাতিক
  • সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা নিয়ে উত্তাল সেই দেশের মাটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিদেশ প্রতিমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যে হিংসার প্রকোপ দেখা যাচ্ছে তা নিয়ে ভারতের তরফ থেকে মুহাম্মদ ইউনূস সরকারকে সতর্ক করা হল। অন্য দিকে গ্রেপ্তার হওয়া ইসকন সন্নাসীর গ্রেপ্তারে নিন্দা জানিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এরই মধ্যে ইসকনকে জঙ্গি মৌলবাদী সংগঠন আখ্যা দিয়ে মামলা করে নিষিদ্ধ করার অভিযোগ আনে একটি সসংগঠন। কিন্তু সে দেশের আদালত তা বাতিল করে দেয়।
দেশ
  • কেরলে জয়ী হয়ে সাংসদ হিসাবে শপথ নিলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।
  • মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিন দলের মধ্যে মতানৈক্য হল না। তাই মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন, তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্য দিকে হিসেব বলছে অজিত পাওয়ারের দলকে সঙ্গে পেলেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে দেবেন্দ্র ফড়নবিশের জোট। অতএব এখন দেখার কোন দিকে মহারাষ্ট্রের রাজনৈতিক মোড় নেয়।
  • বিজেপিকে হারিয়ে ঝাড়খণ্ডে পুনরায় মুখ্যমন্ত্রী পদে ফিরলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন।
  • চুচুঁড়ায় চার বছর আগে এক ব্যক্তিকে নৃশংস ভাবে হত্যায় অভিযুক্ত ৭ জনকে ফাঁসির সাজা দিল চুচুঁড়ার অতিরিক্ত ও দায়রা বিচারক। ২০২০ সালের ২১ অক্টোবর এই ঘটনা ঘটেছিল।
খেলা
  • মাঠেই মৃত্যু ক্রিকেটারের। ৩৫ বছর বয়সি এক ক্রিকেটার ইমরান পটেল খেলতে নেমেছিলেন পুণের গারওয়ার স্টেডিয়ামে। ব্যাট করতে নেমে বুকে ব্যথা অনুভব করেন তিনি। সাজঘরে ফিরে যাওয়ার সময় মাঠেই লুটিয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।বৃহস্পতিবার ক্লাব স্তরের একটি ম্যাচে খেলতে নেমেছিলেন ইমরান। ওপেন করতে নেমে কয়েক ওভার খেলেছিলেন। তার পরেই বুকে ব্যথাহয় তাঁর। ইমরান এক জন অলরাউন্ডার। ম্যাচে সব সময় সক্রিয় থাকতেন। খেলা না থাকলেও নিজেকে ফিট রাখার সব রকম চেষ্টা করতেন তিনি।
  • মেসিকে টপকে গেলেন ডি মারিয়া, সামনে শুধু রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগে নজির বিশ্বকাপজয়ীর। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ার পথে অ্যাঙ্খেল ডি মারিয়া। গোলের পাস বাড়ানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। টপকে গেলেন লিয়োনেল মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগে গোলের পাস বাড়ানোর তালিকায় শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর থেকে এক ধাপ নীচে ডি মারিয়া।চ্যাম্পিয়ন্স লিগে ১১২টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। মেসি খেলেছেন ১৬৩টি ম্যাচ। রোনাল্ডো খেলেছেন ১৮৩টি ম্যাচ। অর্থাৎ মেসির থেকে কম ম্যাচ খেলে তাঁকে টপকে গিয়েছেন ডি মারিয়া।
বিবিধ
  • এক বাঙালির নতুন অভিষেক আমেরিকার মাটিতে। নাম জয়ন্ত ভট্টাচার্য। জন্ম  চন্দননগরে। মাত্র আড়াই মাস বয়সে সপরিবারে চলে যেতে হয়েছিল আমেরিকায়। সেই শিশুই আজ আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার প্রধান। ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে এই বাঙালিকে তাঁর দেশের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব তুলে দিয়েছেন। বিশ্বের বৃহত্তম সরকার পোষিত বায়ো-মেডিক্যাল গবেষণা বিষয়ক সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) এর ডিরেক্টর নির্বাচিত হলেন তিনি। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ তাঁকে বেছে নিয়েছেন।
  • প্রখ্যাত অর্থনীতিবিদ অমিয়কুমার বাগচী প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। কিছু কাল আগে তাঁর স্ত্রী, অধ্যাপক-লেখক, সমাজকর্মী যশোধরা বাগচী মারা যান। অর্থনীতির মার্কসবাদী বীক্ষার জন্য তিনি বিখ্যাত। বেশ কয়েকটি গ্রন্থও রয়েছে। জন্ম মুর্শিদাবাদে। পড়াশোনা কলকাতার প্রেসিডেন্স কলেজ ও পরে কেমব্রিজের ট্রিনিট কলেজ।সেখান থেকে ফিরে প্রেসিডেন্সিতে অধ্যাপনা করেছেন।