কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ অক্টোবর ২০২৩

274
0
Current Affairs 28th October

আন্তর্জাতিক
  • উত্তর গাজায় ইজরায়েলের স্থল বাহিনী নিয়ন্ত্রিত অভিযান শুরু করল। একইসঙ্গে সেখানে চলছে ইজরায়েলের বিমানবাহিনীর লাগাতার বোমাবর্ষণ। এই ঘটনায় হতাহতের সংখ্যা কোথায় পৌঁছবে তা কেউই ধারণা করতে পারছে না। গাজায় হামাস ও ইজরায়েলের যুদ্ধে ইতিমধ্যেই সাত হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর জানা গেছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে এদিন রাষ্ট্রসঙ্ঘে একটি প্রস্তাব আনে জর্ডন। ১২০টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ১৪টি দেশ। অন্যদিকে ভারত, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া প্রভৃতি ৪৫টি দেশ ভোটদানে বিরত থাকে । ভারতের দাবি ছিল, ৭ অক্টোবর ইজরায়েলে প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাসের সশস্ত্র হামলার প্রসঙ্গ প্রস্তাবে উল্লেখ রাখা। কানাডাও একই দাবিতে সংশোধনী প্রস্তাব আনে। কিন্তু সেই সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে যায় সংখ্যাগরিষ্ঠের ভোটে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মেন প্রদেশের লুইস্টন শহরে ১৮ জনকে হত্যা করে গা ঢাকা দিয়েছিল বন্দুক বাজ রবার্ট কার্ড। তিনদিন পর তার মৃতদেহ উদ্ধার হল। তিনি আত্মঘাতী হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বছর চল্লিশের রবার্ট পেশায় ছিলেন অবসরপ্রাপ্ত সেনা। কি কারনে তিনি এই হামলা ঘটালেন তা এখনো স্পষ্ট নয়।
জাতীয়
  • অশোক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিনীত গুপ্ত ও প্রণব গুপ্তকে গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ই ডি)। চন্ডিগড়ের ওষুধ সংস্থা প্যারাবলিক ড্রাগসের বিরুদ্ধে ওঠা মামলায় ২৭ অক্টোবর দেশ জুড়ে ১৭ টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ই ডি। সেই সূত্রেই গ্রেপ্তার করা হয়েছে প্যারাবলিক ড্রাগসের পরিচালক বিনীত গুপ্ত ও প্রণব গুপ্তকে। বিভিন্ন ব্যাংকের সঙ্গে ১৬২৬.৭৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল এই দুই ব্যক্তির বিরুদ্ধে। ২০২১ সালে সিবিআই তাঁদের বিরুদ্ধে মামলা করেছিল। তাঁরা দুজন তখনই অবশ্য বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেন। এদিন অশোক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাদের সঙ্গে প্যারাবলিক ড্রাগসের অথবা এই মামলার কোন সম্পর্ক নেই।
খেলা
  • ধর্মশালায় বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে অস্ট্রেলিয়া পাঁচ রানে হারিয়ে দিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩৮৮ রান তুলেছিল। এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান করলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তিনি ৮৯ বলে ১১৬ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে শতরান করলেন ট্রাভিস হেড। তিনি ৬৭ বলে ১০৯ রান করেন। বিশ্বকাপের অন্য ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্স – এ নেদারল্যান্ডস ৮৭ রানে হারিয়ে দিল বাংলাদেশকে বাংলাদেশ এই নিয়ে ছটি ম্যাচ খেলে পাঁচটিতে পরাজিত হলো।
  • চিনের হ্যাং ঝাউতে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে ইতিহাস গড়লো ভারত। এবার ১১১টি পদক জিতে নিজেদের রেকর্ডকে অনেক উন্নীত করল ভারত। প্রতিযোগিতা শেষ হওয়ার পর এদিন দেখা যাচ্ছে, পদক তালিকায় ভারতের স্থান পঞ্চম। ২৯ টি সোনা, ৩১ টির রুপো ও ৫১ টি ব্রোঞ্জ মিলিয়ে ভারতের মোট পদকের সংখ্যা ১১১। এর আগে প্যারা এশিয়ান গেমসে ভারতের সর্বোচ্চ সাফল্য ছিল ৭২টি পদক।
  • লা লিগায় রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়ে দিল বার্সেলোনাকে। লা লিগায় অভিষেক ম্যাচেই রিয়ালের হয়ে জোড়া গোল করলেন জুড বেলিংহাম।
বিবিধ
  • কাজাকস্তানে একটি খনিতে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৩২ জনের। এখনো অনেক শ্রমিক নিখোঁজ। এই খনিটি পরিচালনা করে আর্সেলর মিত্তল গোষ্ঠী। এই ঘটনার পর আর্সেলর মিত্তল গোষ্ঠীকে কাজাকস্তানের ইতিহাসে সবথেকে খারাপ সংস্থা বলে অভিহিত করলেন কাজাকস্তানে রাষ্ট্রপতি কাশিম জোমার্ট টকোয়েভ।