কারেন্ট অ্যাফেয়ার্স ১ নভেম্বর ২০২০

706
0
daily current affairs

আন্তর্জাতিক

  • ১০ মাসে বিশ্বে করোনায় মৃত্যু ১২ লাখ ছাড়াল। বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ১২ লাখ ৫ হাজার ১৯৪। সংক্রমিত ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজার ২৫২ ।
  • খ্যাতিমান লেখক-সাংবাদিক রবার্ট ফিস্ক প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস কেয়ারেন্টাইনে গেলেন।
  • ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩।সুপার টাইফুন ‘গনি’ ফিলিপিন্সে কাতান্দুয়ানিজ দ্বীপে প্রাণ কাড়ল সাত জনের। বহু বাড়ি ও গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত।

 

জাতীয়

  • কাশ্মীর উপত্যকায় শ্রীনগরে পুলিশ যৌথবাহিনীর সংঘর্ষে নিহত হন কাশ্মীর হিজবুল জঙ্গি গোষ্ঠীর নেতা ‘সইফুল্লা মীর’। পুলওয়ামার আইআইটি-র বায়ো সায়েন্স নিয়ে পড়া এই সইফুল্লা ‘ডক্টর’ নামেই বেশি পরিচিত ছিলেন। নানা মামলায় অভিযুক্ত ছিলেন এই নেতা।
  • করোনায় সুস্থতার সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনের তথ্য অনুযায়ী গত দু সপ্তাহের মধ্যে রবিবার সংক্রমণের হার ছিল ৮.৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৮৭ জন। সুস্থ হয়েছে ৪ হাজার ৫৩ জন। সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩ হাজার ৯৯০। এ পর্যন্ত ৬,৯০০ জন মারা গেছেন।
    করোনা সংক্রমণে ভারতে সুস্থতার হার ৯১.৫৪ শতাংশ। সংক্রমণের হার ৪.৩০ শতাংশ। মৃত্যুর হর ১.৫ শতাংশ। সব মিলিয়ে ভারতে সংক্রমিত ৮১ লাখ ৮৪ হাজার ৮২ জন। সুস্থ হয়েছেন ৭৪ লাখ ৯১ হাজার।

 

বিবিধ

  • চলতি অর্থবর্ষে রাজকোষ ঘাটতির মাত্রা ছাড়িয়েছে। গত তিন মাসে দাঁডায় ২২ শতাংশ। সরকারকে স্বস্তি দিয়ে ১ লক্ষ কোটি টাকা ছাড়াল অক্টোবরে জিএসটি আদায়।
  • ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন লেগে পুড়ে মারা গেলেন এক জ্যোতিষী। বয়স হয়েছিল ৫২ বছর। জয়ন্ত শাস্ত্রী নামে এই জ্যোতিষীর দেশে-বিদেশে নানা জায়গায় চেম্বার ছিল।
  • ১৫ বছর পর হারানো ব্যক্তিকে ফিরে পেল পরিবার। মুম্বইয়ে প্রভাকর তুপে নামে এক ব্যক্তি ১৫ বছর আগে হারিয়ে যান। বাড়ির সকলে মৃত ভেবেছিলেন, কিন্তু মুম্বইয়ের এক এক হম রেডিও অপারেটরের সাহায্যে ওই ব্যক্তিকে বাড়ির লোক ফিরে পেলেন।
  • করোনার কারণে দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর চারজনের বাঙালি পর্বত অভিযাত্রী দল আমা দাবলাম (৬৮১২) শৃঙ্গ অভিযানে রওনা দিলেন। তাঁরা হলেন দেবাশিস বিশ্বাস, মলয় মুখোপাধ্যায়, সত্যরূপ সিদ্ধান্ত, এবং কিরণ পাত্র।

খেলা

  • ফর্মুলা ওয়ান রেসিংয়ে নিজের ৯৩ নম্বর খেতাব জিতেলন লুইস হ্যামিলটন। দ্বিতীয় হয়েছেন তাঁরই সতীর্থ ভালত্তেরি বোত্তাস। তৃতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিকার্দো।