কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ এপ্রিল ২০২৪

300
0
Current Affairs 24th May
Courtesy: Millennium Post

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে হামলা চালিয়েই যাচ্ছে ইজরায়েল। এদিন তাদের হামলায় ৬৬ জন প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। এদিকে রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, গাজায় যুদ্ধ বিরতির জন্য ইজরায়েলের দেওয়া প্রস্তাব অত্যন্ত উদার। হামাসের এই দাবি মেনে নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় চলছে প্যালেস্টাইনের পক্ষে এবং ইজরায়েলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ। গত ১০ দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মার্কিন পুলিশ ৯০০ জন ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
জাতীয়
  • পশ্চিমবঙ্গে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন-এর পরীক্ষা থেকে যে ২৫ হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি দেওয়া হয়েছিল এবং যাদের চাকরির প্যানেল খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই মামলার বিরুদ্ধে শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। তবে আপাতত চাকরি খারিজের রায় কোন স্থগিতাদের দেয়নি সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে অতিরিক্ত পদ সৃষ্টির জন্য রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সে বিষয়ে হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তার ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।
  • কানাডার টোরেন্ট হয়ে খালসা দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপস্থিতিতে খালিস্থান পন্থী স্লোগান ওঠে। এই ঘটনায় ভারতে নিযুক্ত কানাডার ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠাল নয়াদিল্লি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’ দাবি করল বিদেশের মাটিতে ভারত বিরোধী উগ্রপন্থীদের হত্যার কৌশল নিয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’।
খেলা
  • আইএসএল প্রতিযোগিতার ফাইনালে উঠল মুম্বই সিটি এফসি। এদিন তারা ২-০ গোলে হারিয়ে দিল এফসি গোয়াকে। এর ফলে দু’দফার সেমিফাইনালে তারা জয়ী হল ৫-২ ব্যবধানে। ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে মোহনবাগানের।
  • টমাস কাপে ভারত ৫০ ব্যবধানে হারিয়ে দিল ইংল্যান্ডকে। এর ফলে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হল ভারতের। প্রসঙ্গত ভারত টমাস কাপে গতবার চ্যাম্পিয়ন হয়েছে।
  • আসন্ন প্যারিস অলিম্পিকে ভারতের সাতজন ব্যাডমিন্টন খেলোয়াড় সরাসরি প্রতিযোগিতার অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করলেন। প্রসঙ্গত পুরুষ ও মহিলাদের সিঙ্গেলসে প্রথম ১৬ জন রেংকিং-এ থাকা প্রতিযোগী সরাসরি অলিম্পিকে খেলতে পারেন। সেই হিসেবেই ভারতের লক্ষ্য সেন, এইচএস প্রণয়, পিভি সিন্ধু, সাত্ত্বিক সাইরাজ রনকিরেড্ডি, চিরাগ শেট্টি ,তানিশা ক্রাসু, অশ্বিনী পোনাপ্পা প্যারিস অলিম্পিকে যাওয়ার টিকিট পেলেন।
  • এ মরসুমের ফরাসি লিগ জিতল পিএসজি। ৩১ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সর্বোচ্চ ৭০। তিন ম্যাচ বাকি থাকতেই তারা চ্যাম্পিয়ন হলো। এই নিয়ে তারা ১২ বার ফরাসি লিগ জিতল।
বিবিধ
  • পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে একটি ক্ষুদ্র গ্রহে প্রাণের স্পন্দন থাকতে পারে বলে জোরালো আশা প্রকাশ করলেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে জানা গেছে কে দুই আঠেরো বি নামের ওই গ্রহে জল রয়েছে। তাছাড়া ডাই মিথাইল সালফেট নামক এক রাসায়নিকের উপস্থিতি বোঝা গেছে যা প্রাণের অস্তিত্বের অন্যতম প্রমাণ।
  • দাবদাহে কাহিল দক্ষিণবঙ্গ। এরই মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত ৪৪ বছরের মধ্যে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ উষ্ণতা। শেষবার ১৯৮০ সালের ২৫ এপ্রিল এইরকম উষ্ণতা ছিল। ১৯০৫ সালে এপ্রিল মাসে অবশ্য কলকাতায় ৪৩.১° সেলসিয়াস তাপমাত্রা এখনও পর্যন্ত রেকর্ড হয়ে আছে।