কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জানুয়ারি ২০২৪

304
0
Current Affairs 29th January

আন্তর্জাতিক
  • মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার উদ্যোগ নিল সে দেশের প্রধান বিরোধী দল মলদ্বীপীয়ান ডেমোক্র্যাটিক পার্টি। মলদ্বীপে সাংসদের সংখ্যা ৮৭। সেখানে রাষ্ট্রপতিকে ইনপিচ করার জন্য প্রয়োজন ৫৬ টি ভোট। দুটি কারণে এই উদ্যোগ বলে জানা গেছে। প্রথমত, দীর্ঘদিনের বন্ধু দেশ ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এবং দ্বিতীয়ত, চিনের একটি গুপ্তচর রণতরিকে মলদ্বীপের বন্দরে নোংর করতে দেওয়া।
  • চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এই চারজনের বিরুদ্ধে অভিযোগ, তারা ইজরায়েলের গুপ্তচর সংস্থা ‘মোসাদ’ এর হয়ে কাজ করেছে। গত মাসেও ‘মোসাদ’ এর সঙ্গে যোগ থাকার অভিযোগে এক মহিলা সহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ইরান।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করল ইরান। সম্প্রতি সিরিয়া সীমান্তে জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছিল। তাতে নিহত হন তিন মার্কিন সেনা। গুরুতর জখম হয়েছেন আটজন। ৩৪ জন জখম হয়েছেন। এই ঘটনার পিছনে ইরানের মদত রয়েছে বলে সরব হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।
জাতীয়
  • দেশের উচ্চশিক্ষায় ছাত্রী ভর্তির হার বেড়েছে। এই তথ্য প্রকাশ করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ২০২১-২২ সালের উচ্চশিক্ষার সমীক্ষা রিপোর্ট। সেখানে বলা হয়েছে, দেশে ৪.৩৩ কোটি পড়ুয়ার মধ্যে সবথেকে বেশি ভর্তি হয় স্নাতক স্তরে। এক্ষেত্রে ছাত্রছাত্রী ভর্তির হার কলা বিভাগে সব থেকে বেশি। তারপরে রয়েছে বিজ্ঞান, বাণিজ্য এবং ইঞ্জিনিয়ারিং। উচ্চশিক্ষায় বিদেশি পড়ুয়ার সংখ্যা ৪৬.৮ লক্ষ। ভারতে লেখাপড়ার জন্য নেপাল, আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা আসেন।  দেশে উচ্চ শিক্ষায় কর্মরত শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১৫ লক্ষ ৯৭ হাজার ৬৮। তাদের মধ্যে ৫৬.৬  শতাংশ পুরুষ ৪৩.৪ শতাংশ মহিলা। উচ্চশিক্ষায় সবথেকে বেশি শিক্ষক শিক্ষিকা সংখ্যা রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ।
  • স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (সিমি)- এর অপুর নিষেধাজ্ঞা আরো পাঁচ বছর বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি প্রথমবার সিমিকে নিষিদ্ধ করা হয়েছিল।
খেলা
  • রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরপ্রদেশ ২ উইকেটে হারিয়ে দিল মুম্বইকে। উত্তরপ্রদেশের হয়ে নীতিশ রানা এবং মুম্বইয়ের হয়ে শিবম দূবে শতরান করেন।
  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারত সুপার সিক্স পর্বে উঠেছে। বাংলাদেশ, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স এ উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দেশ ভারত।
বিবিধ
  • ব্রিটিশ স্কাই ডাইভার ন্যাথি ওডিনসন (৩৩) প্রাণ হারালেন। তাঁর নেশা ছিল বিশ্বের বিভিন্ন শহরের সুউচ্চ বহুতল থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দেওয়া। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করত। এইরকমই একটি লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের  পাটায়া শহরের ২৯ তলা উঁচু  একটি বাড়ির ছাদ থেকে তিনি ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু এবার আর প্যারাসুট খোলেনি।
  • ‘পরীক্ষা পে চর্চা’এ পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে সপ্তম বার তিনি ‘পরীক্ষা পে চর্চা’য় বক্তব্য রাখলেন। তিনি বলেছেন, লড়াইটা হোক নিজের সঙ্গে, অন্য কোন বন্ধুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়। অভিভাবকদের তিনি বলেছেন, সন্তানের রিপোর্ট কার্ডকে নিজেদের ভিজিটিং কার্ড হিসেবে ব্যবহার করবেন না।
  • পুনরায় উত্থান হল শেয়ার সূচকের। এদিন শেয়ার সূচক সেনসেক্স ১২৪০.৯০ এবং নিফটি ৩৮৫ অংক বৃদ্ধি পেয়েছে।