কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুন ২০২৩

283
0
Current Affairs 29th June

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য মেধা এবং অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা বিচার করা হবে। জাতের ভিত্তিতে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা চলবে না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তিতে জাতি ও জাতিসত্তার পরিচয় ব্যবহারই নিষিদ্ধ করল সেখানকার সুপ্রিম কোর্ট।
  • মার্কিন কনসুলটে আততায়ীরা হামলা চালালো সৌদি আরবে। সেখানকার জেড্ডায় মার্কিন কনসুলেটে এই হামলায় একজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়।
  • কৃষ্ণাঙ্গ এবং শরণার্থী মানুষদের বিক্ষোভে জ্বলছে ফ্রান্স। সম্প্রতি সেখানে পুলিশের গুলিতে আফ্রিকা থেকে আসা এক নাবালকের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই অশান্তি ছড়িয়ে পড়েছে ফ্রান্সের বিভিন্ন শহরে।
জাতীয়
  • সার্ক এর একটি সদস্য দেশ যতক্ষণ সন্ত্রাসবাদি কর্মকাণ্ডে মদত দিয়ে যাবে ততদিন ভারত সার্ক এর সভায় যোগ দেবে না। দিনের বেলায় ব্যবসা-বাণিজ্য ও রাতের বেলায় জঙ্গি কার্যকলাপ এমন পরিস্থিতি ভারত সহ্য করবে না। পাকিস্তানকে ইঙ্গিত করে এই মন্তব্য করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। প্রসঙ্গত সার্কের সদস্য দেশগুলি হল ভারত, বাংলাদেশ, ভুটান, মলদ্বীপ, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান।
  • সশস্ত্র জঙ্গিদের দলে শিশুদের ঢুকিয়ে নেওয়ার প্রয়াস বন্ধ হয়েছে ভারতে। এ বিষয়ে প্রতিবছরই একটি তালিকা প্রকাশ করে রাষ্ট্রসংঘ। তাদের সর্বশেষ তালিকায় ভারতের নাম নেই। সেখানে রয়েছে ক্যামেরুন, পাকিস্তান, ফিলিপিনস প্রভৃতি দেশের নাম। গত ১২ বছর ধরে ভারতের নামও ছিল এই তালিকায়।
  • রাজ্যপাল এবং রাজ্য সরকারের দ্বন্দ্ব তীব্র হয়ে উঠল তামিলনাড়ুতে। সেখানকার মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে কোন আলোচনা না করেই মন্ত্রিসভার একজন সদস্যকে বরখাস্ত করলেন রাজ্যপাল আর এন রবি। ঘটনার সূত্রপাত চাকরি দুর্নীতি মামলায় তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রী সেন্থিল বালাজিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট – এর গ্রেফতার করা নিয়ে। বালাজিকে দপ্তরবিহীন মন্ত্রী পদে রাখতে চেয়েছিল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। সে প্রস্তাবে সায় দেননি রাজ্যপাল। এরপর তিনি বালাজিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানায় রাজ্য সরকার। শেষ পর্যন্ত পিছু হটে রাজ্যপাল মন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন।
খেলা
  • লর্ডসে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করল ৪১৮ রান। স্টিভ স্মিথ শতরান করলেন। টেস্টে এটি তাঁর ৩২তম শতরান। সেই লর্ডসে শতরান করলেন স্মিথ যে মাঠে অভিষেক হয়েছিল তাঁর। তিনি শতরানের তালিকায় ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াকে। এখন খেলছেন এমন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট শতরানের মালিক স্মিথই। এদিন ইংল্যান্ডের সংগ্রহ ৪উইকেট হারিয়ে ২৭৮ রান।
  • ফিফা বিশ্ব ফুটবল রাঙ্কিং-এ ১০০ তম স্থান পেল ভারত। পাঁচ বছর পর ভারত এই ক্রমতালিকায় প্রথম একশোর মধ্যে এল। এই তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও ব্রাজিল।
  • কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায় (৮৮)প্রয়াত হলেন। তিনি বেশ কয়েক বছর কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছিলেন, দলের অধিনায়কও হয়েছেন। ২০১৫ সালে জীবনকৃতি সম্মান পেয়েছিলেন লাল হলুদ থেকে।
বিবিধ
  • বিশ্ব বিখ্যাত ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ সংস্থা তাদের মুদ্রিত পত্রিকা বন্ধ করে দিচ্ছে। এজন্য পত্রিকার সঙ্গে যুক্ত লেখকদের আর রাখা হলো না। আপাতত সঞ্চিত লেখা দিয়ে কয়েকটি সংখ্যা ছাপা হবে, তারপর আর ন্যাশনাল জিওগ্রাফিক ছাপা হবে না। ব্যয় সংকোচের অঙ্গ হিসাবে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
  • বিশ্বব্রহ্মাণ্ডের নিজস্ব শব্দ আছে। কেউ কেউ তাকে বলেন ব্রহ্মাণ্ডের নেপথ্য সংগীত। শতবর্ষ আগে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এই বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে বিজ্ঞানীরা তার অকাট্য প্রমাণ পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, ইউরোপ, ভারত, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপের সাহায্যে এর প্রমাণ পেয়েছেন। এদিন তাঁরা একযোগে এই ঘোষণা করলেন।