ক্যালিপসো মহাকাশযান নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফেরার দ্বিতীয় নির্ধারিত তারিখও বাতিল করা হলো। যান্ত্রিক ত্রুটির জন্য এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানা গেছে। এই প্রথম কোন বেসরকারি সংস্থা মহাকাশযান নিয়ে মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে। বোয়িং স্টারলাইনার এর যৌথ উদ্যোগে তৈরি এই মহা ক্যালিপসো মহাকাশযান যাত্রার সময়ও বারবার বিঘ্ন হয় এবং বেশ কয়েকবার নির্ধারিত যাত্রা সূচি স্থগিত রাখতে হয়। এই অভিযানের ক্যাপ্টেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। এরফলে সুনিতা উইলিয়ামস এবং আরো একজন নভোশ্চর বুচ উইলমরের পৃথিবীতে ফেরা পিছিয়ে গেল।
ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে কনজারভেটিভ দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে জাতিবিদ্বেষ মূলক বিদ্বেষপূর্ণ উক্তি শুনতে হল। রিফর্ম ইউকে দলের নেতা আন্ড্রু পার্কার সুনককে পাকি বলে মন্তব্য করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার নাগরিকদের প্রতি এই উক্তি অত্যন্ত অপমানজনক বলে মনে করা হয়।
ইরানে রাষ্ট্রপতি নির্বাচনে কোন প্রার্থী এককভাবে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাননি। তাই সর্বোচ্চ দুই ভোটদাতার মধ্যে পুনরায় নির্বাচন হবে বলে জানানো হলো। প্রসঙ্গত, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি নিহত হওয়ার ফলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয়
লাদাখে প্রতিকূল পরিস্থিতির মধ্যে সামরিক প্রশিক্ষণ চলাকালীন ভারতের পাঁচ জন জওয়ান শহিদ হয়েছেন। ভারত চিন সীমান্তে নিওমা চুসুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সায়ক নদীর জলে একটি ট্যাংক ভেসে যায়। টি ৭২ গোত্রের ওই ট্যাঙ্ক নিয়ে নদী পারাপারের প্রশিক্ষণ চলছিল। এমন সময় জলের স্রোত বেড়ে বেড়ে যায় আচমকাই। তাতেই ট্যাঙ্কটি ভেসে যায়।
খেলা
বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আইসিসি ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল ভারত। এদিন রুদ্ধশ্বাস ফাইনালে ভারত ৭ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। শেষবার ২০১৩ সালে ভারত কোনও আইসিসি বড় প্রতিযোগিতায় জয়ী হয়েছিল। সেটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ২০১১ সালে ভারত জিতেছিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপ। ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ১৩ বছর পর। এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল। ফেভারিট হিসাবে খেলা শুরু করলেও ভারত প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে যা জেতার জন্য বড় পুঁজি নয়। দক্ষিণ আফ্রিকা দাপটেই ব্যাট করছিল। শেষ তিন ওভারে ম্যাচের গতিপ্রকৃতি বদলে যায়। রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে এটাই ছিল ভারতের শেষ ম্যাচ। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। সেখানে ডেভিড মিলারের শট বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে নিলেন সূর্য কুমার যাদব। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ঘটনাচক্রে এটাই শেষ টি টোয়েন্টি ম্যাচ হয়ে থাকলো প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। মাথা ঠান্ডা রেখে ৫৯ বলে ৭৬ রান করেন কোহলি। তিনিই ম্যান অব দ্যা ম্যাচ। অক্ষর প্যাটেল ৩১ বলে ৪৭ রান করেন শিবম দুবে করেন ১৬ বলে ২৭ রান। অক্ষরপ্যাটেল পরে একটি উইকেটও নিয়েছেন। হার্দিক পান্ডিয়া ৩ উইকেট নিয়েছেন, আরশদীপ সিং ২ উইকেট এবং যশপ্রীত বুমরাহ ২ উইকেট নিয়েছেন। রোহিত শর্মার নেতৃত্বে ভারত এই বিশ্বকাপ জিতল। রোহিত এই নিয়ে নবম বিশ্বকাপ খেললেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত। অন্যদিকে এবারও বিশ্বকাপ ফাইনাল থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের খেতাব জয়ের দিন মেয়েদের টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টেস্টে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করলো ভারত। চেন্নাইয়ে চিদাম্বরম স্টেডিয়ামে ভারত প্রথম ইনিংসে তুলল ৬ উইকেটে ৬০৩ রান। মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ৫৭৫ রানের রেকর্ড ভেঙ্গে দিল ভারত। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৬ রান ।
ইউরো কাপের নকআউট পর্বে সুইজারল্যান্ড ২-০ গোলে হারিয়ে দিল ইতালিকে। ফলে গতবারের চ্যাম্পিয়ন দল ইতালি এবার কোয়ার্টার ফাইনালেও উঠতে না পেরে বিদায় নিল।
বিবিধ
গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে মার্কশিট কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করেছে সে রাজ্যের সিআইডি। এই তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নজনকে। এই নজন জাল মার্কসিট নিয়ে বিভিন্ন জায়গায় চাকরিতে যোগদান করেছিল।
২০৩৫ সালের মধ্যে ভারত মহাকাশে নিজস্ব মহাকাশ গবেষণা কেন্দ্র গড়ে তুলবে বলে জানালেন ইসরো-এর চেয়ারম্যান এস সোমনাথ।