কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মে ২০২৩

420
0
Current Affairs 29th May

আন্তর্জাতিক
  • তুরস্কের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন রিচেপ তাইপ এর্ডয়ান । তুরস্কের ইতিহাসে এই প্রথম দ্বিতীয় দফার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি পঞ্চম বারের জন্য বসতে চলেছেন রাষ্ট্রপতির আসনে। দ্বিতীয় দফার রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পেয়েছেন ৫২.১৪ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কেমাল কিচিচড়ারোলু পেয়েছেন ৪৭.৮৬ শতাংশ ভোট। চলতি বছরেই ধর্ম নিরপেক্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে তুরস্কে।
  • রাশিয়ার রাষ্ট্রপতি ব্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকা সেনকো। রাশিয়ার বিরুদ্ধে এর আগে বিভিন্ন সময়ে বিরোধী নেতা বা পুতিনের সমালোচকদের গোপনে হত্যার অভিযোগ উঠেছে কিন্তু আলেকজান্ডারের ক্ষেত্রে এই অভিযোগ সঠিক নয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ রাশিয়ার বরাবরের মিত্র রাষ্ট্র বেলারুশ। ইউক্রেন যুদ্ধের সময়ও তারা বরাবরই রাশিয়ার পাশে থেকেছে।
জাতীয়
  • নয়াদিল্লিতে নতুন জনগণনা ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন যে, এর পরের জনগণনা পুরোটাই হবে ডিজিটাল। প্রসঙ্গত, দেশে শেষ বার জনগণনা সম্পন্ন হয়েছে ২০১৪ সালে। ২০২১ সালে নির্ধারিত জনগণনা কোভিড পরিস্থিতির জন্য স্থগিত রাখা হয়। তা এখনো শুরু করা হয়নি।
  • নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনটির উদ্বোধন করেন। এছাড়াও গুয়াহাটি স্টেশনে ট্রেনটির উদ্বোধনে সবুজ পতাকা নাড়লেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আসামের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস । পশ্চিমবঙ্গ থেকে এটি তৃতীয় বন্দে ভারত। নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে দেশে সেমি হাইস্পিড ট্রেনের সংখ্যা বেড়ে হল ৩৪। এখনও পর্যন্ত ২১টি রাজ্যে চালু হয়েছে বন্দে ভারত।
  • রোলস রয়েস এবং ব্রিটিশ এয়ারোস্পেস সিস্টেম সংস্থার বিরুদ্ধে মামলা করল সিবিআই। ২০০৪ সালে ১১৫ টি হক অ্যাডভান্স ট্রেনিং বিমান কেনার জন্য ঘুষ দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নিল তারা।
খেলা
  • ফের আইপিএল চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই নিয়ে তারা পঞ্চম বার আইপিএল খেতাব জিতল। ফাইনালে শেষ বলে তারা হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলকে। এবারের আইপিএল এ উদ্বোধনী ম্যাচে গুজরাট ও চেন্নাই মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে জিতেছিল গুজরাট। কিন্তু শেষ পর্যন্ত খেতাব জিতল চেন্নাই। এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জেতার জন্য পনেরো ওভারে তাদের টার্গেট ছিল ১৭১ রান।
  • যুব এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ভারত ১৩- ০ ব্যবধানে হারালোথাইল্যান্ডকে চার দেশের এই প্রতিযোগিতায় ভারত সেমিফাইনালে পৌঁছলো।
বিবিধ
  • নিজের যৌন সত্তা কি হবে তা বেছে নেওয়ার অধিকার প্রত্যেক মানুষের রয়েছে। একটি মামলার নিষ্পত্তি করতে গিয়ে উপরোক্ত পর্যবেক্ষণ প্রকাশ করেছে রাজস্থান হাইকোর্ট। এক ব্যক্তি শারীর শিক্ষার শিক্ষক হিসাবে বিদ্যালয় যোগদান করেছিলেন। তখন  তিনি একজন মহিলা হিসেবে কাজে যোগদান করেছিলেন। পরে নিজের শরীরে পুরুষসত্বা দেখে তিনি অস্ত্রপাচার করেন। এরপর তিনি পুরুষ হিসেবে পরিচিত হতে চান কিন্তু কর্মক্ষেত্রে তা সম্ভব না হওয়ায় তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।