কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মে ২০২৪

141
0
Current Affairs 29th May

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডের রাফা শহরে ইজরায়েল বাহিনীর ভয়ংকর হামলার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ বিভিন্ন সমাজমাধ্যমে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। তার মধ্যেও রাফায়েল হামলা চালিয়ে যাওয়া নিয়ে অনড় মনোভাব দেখিয়ে যাচ্ছে ইজরায়েল। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের পাশেই দাঁড়িয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সাংসদ নিকি হ্যালি ইজরায়েল সফরে গিয়ে ক্ষেপণাস্ত্রের উপর লিখে দিয়েছেন ‘ফিনিশ দেম’। পরে তিনি ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ গ্যালান্টের সঙ্গে বৈঠক করেন। ইজরায়েলকে বিপুল পরিমাণ অর্থ সাহায্যও দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন সম্পন্ন হল। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২00 আসনের জন্য এবং নটি প্রদেশে আরো ২00 আসনে প্রাদেশিক পর্যায়ের নির্বাচন একইসঙ্গে সম্পন্ন হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। অন্যদিকে বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন পর্বে জনপ্রিয়তা পেয়েছে বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস।
জাতীয়
  • সমাজবাদী পার্টির নেতা আজম খান ২০১৯ সালে দুঙ্গারপুর বস্তিতে ঢুকে হামলা ও লুটপাট চালানোর মামলায় দোষী সাব্যস্ত হলেন। রামপুরের এমপি এমএলএ আদালতে তাঁকে দোষী সাব্যস্ত করেছে। তবে আজম খান বর্তমানে জেলবন্দি  রয়েছেন। তিনি ভিডিও কনফারেন্স ব্যবস্থায় এই মামলায় অংশ নিয়েছেন। তিনি ২০১৬ সালে দুঙ্গারপুর বস্তিতে হামলা চালানোর অন্য একটি মামলায় সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন।
  • উত্তরপ্রদেশের গোন্ডায় করণভূষণ সিংহের কনভয় এর গাড়িতে চাপা পড়ে মৃত্যু হল দুজন যুবকের। প্রসঙ্গত, ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিং এর পুত্র হলেন করণভূষণ। আসন্ন নির্বাচনে এবার ব্রিজভূষণকে প্রার্থী করা হয়নি। কনভয়ের গাড়ির আঘাতে দুজন যুবক আক্রান্ত হওয়ার পরও মানবিকতা না দেখিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে প্রার্থীর বিরুদ্ধে।
  • পুনের যে জুভেনাইল জাস্টিস বোর্ড একজন মদ্যপ নাবালককে জামিন দিয়েছিল তাদের ভূমিকা খতিয়ে দেখতে মহারাষ্ট্রের নারী ও শিশু কল্যাণ দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করল। প্রসঙ্গত, গত ১৯ মে ওই নাবালক মদ্যপ অবস্থায় গভীর রাতে তাদের বিলাসবহুল গাড়ি বেপরোয়া গতিতে চালিয়ে দুজন মোটরসাইকেল আরোহী যুবক যুবতীকে হত্যার দায়ে অভিযুক্ত। এই ঘটনায় পুলিশ ওই নাবালককে আটক করার পর সামান্য একটি প্রবন্ধ লিখিয়ে তাকে ১৫ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হয়েছিল। এই জামিন নিয়েই প্রশ্ন উঠেছে।
  • দিল্লির মঙ্গেশপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে এটি দেশের যেকোন স্থানের মধ্যে চলতি মরসুমে রেকর্ড। শুধু চলতি মরসুমে নয় এই উষ্ণতা দেশের সর্বকালীন রেকর্ড। এতদিন যে রেকর্ড ছিল রাজস্থানের ফলোদি অঞ্চলের সর্বোচ্চ উষ্ণতা। ২০১৬ সালের ১৯ মে সেখানে সর্বোচ্চ ৫১ ডিগ্রি উষ্ণতা রেকর্ড করা হয়েছিল।
খেলা
  • সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন অধিকাংশ ভারতীয় প্রতিযোগী। পুরুষদের সিঙ্গেলসে লক্ষ্য সেন পরাজিত হয়েছেন, প্রথম রাউন্ডে চোটের কারণে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিদাম্বি শ্রীকান্ত।  একমাত্র পি ভি সিন্ধু  স্ট্রেট গেমে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন।
বিবিধ
  • মাত্র দু’দিন আগে ২৭ মে তারিখে ভারতে শেয়ার বাজারে শেয়ার সূচক সেনসেক্স ৭৬ হাজার অংকে পৌঁছেছিল যা ছিল সর্বকালীন রেকর্ড। এর পরের দুদিনেই ধস নামলো শেয়ার বাজারে। পরপর দুদিনে মোট পাঁচ লক্ষ বারো হাজার কোটি টাকা খোয়ালেন লগ্নীকারীরা।
  • ২০১৯ সালে দেশে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এমন যে সকল প্রার্থী এ বছর পুনরায় ভোটে লড়ছেন তাদের সংখ্যা ৩২৪ জন। এই ৩২৪ জনের গত পাঁচ বছরে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে গড়ে ৪৩%, এখন প্রত্যেকের গড় সম্পত্তি ৩০.৮৮ কোটি টাকা।