কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ অক্টোবর ২০২৩

283
0
WBPDCL Recruitment 2023

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে আক্রমণ তীব্র করল ইজরায়েল। একরাতে গাজায় হামাস জঙ্গিদের সাড়ে চারশো ঘাঁটিতে যুদ্ধবিমানের হামলা চালানো হয়েছে বলে জানালো তারা। অন্যদিকে ইজরায়েলের স্থলবাহিনী গাজায় প্রবেশ করেছে। হতাহতের খবর পাওয়া যায়নি।
  • চিনের জাহাজ সি ইয়াং ৬ কে ভারত মহাসাগরে গবেষণা করার ছাড়পত্র দিল শ্রীলংকা সরকার। তাদের পশ্চিম উপকূলে এই গবেষণার কাজ করবে ওই জাহাজ। ভারত এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করল। গুপ্তচরবৃত্তির জন্য ওই জাহাজ কাজে লাগানো হতে পারে বলে উষ্মা প্রকাশ করেছে ভারত।
জাতীয়
  • কেরলে একটি প্রার্থনা সভায় পরপর তিনবার বিস্ফোরণে দুজন নিহত হলেন। জখম হলেন একান্ন জন। কেরলের এর্নাকুলাম জেলার কালামাসেরই এলাকায় এই ঘটনা ঘটেছে। খ্রিস্টান সংস্কারপন্থী ধর্মাবলম্বীদের যিহোভাপন্থীদের ওই প্রার্থনা সভায় এই বিস্ফোরণ ঘটানো হয়। রবিবারের প্রার্থনা শুরুর পরপরই বিস্ফোরণ ঘটে। কেরল পুলিশ দাবি করেছে ৪৮ বছর বয়সি ডমিনিক মার্টিন এই ঘটনার দায় স্বীকার করেছেন। তিনি আত্মসমর্পণ করেছেন।
  • অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনায় নিহত হলেন তিনজন। এই ঘটনায় আরও ৩০ জন জখম হয়েছেন। এদিন অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় রায়গড় প্যাসেঞ্জার ও পালাসা প্যাসেঞ্জার -এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রসঙ্গত ২ জুন ওড়িশার বাহানাগা বাজারে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু হয়েছিল।
খেলা
  • লখনৌয়ে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত ১০০ রানে হারিয়ে দিল ইংল্যান্ডকে। ছটি ম্যাচের ছটিতে জয়ী হয়েই ভারত সেমিফাইনালে পৌঁছল। অন্যদিকে ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে পরাজিত হয়ে কার্যত সেমিফাইনালে ওঠার সুযোগ হারালো ইংল্যান্ড। বর্তমানে পয়েন্ট-এর বিচারে দশটি দেশের এই প্রতিযোগিতায় লিগ টেবিলে তাদের স্থান সব থেকে নিচে।
বিবিধ
  • তাপ বিদ্যুৎ, জলবিদ্যুৎ অথবা যেকোনো ধরনের বিদ্যুৎ উৎপাদনে রাজ্য সরকারগুলি কোন কর বসাতে পারবে না বলে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। এমনকি কোন সেস ,উন্নয়ন তহবিল বা অন্যান্য ফি -এর মাধ্যমেও বিদ্যুৎ উৎপাদনে রাজস্ব আদায় করা যায় না। তা সংবিধান বিরোধী বলে জানানো হয়েছে।
  • ‘মন কি বাত’ এর ১০৬ তম পর্বের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে ৩১ অক্টোবর দেশজুড়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হবে। তার নাম হবে মাই ইয়াং ইন্ডিয়া বা মেয়েরা যুবা ভারত। তাছাড়া ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনে দেশে আদিবাসী গৌরব দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।