কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ অক্টোবর ২০২৪

100
0
Current Affairs 29th October
Courtesy: Foreign Policy

আন্তর্জাতিক
  • ঘন অরণ্যের মাঝে একটি ঘুমিয়ে থাকা নগরের সন্ধান মিলল। আমেরিকার টুলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুক অল্ড টমাস এবং তাঁর সহ গবেষকরা প্রাচীন মায়া সভ্যতার একটি বিশাল শহরের সন্ধান দিয়েছেন। তার নাম রাখা হয়েছে ভ্যালেরিয়ানা। মন্দির, খেলার মাঠ, জলাশয় সহ অনেক কিছুর সন্ধান মিলেছে। অনুমান প্রাচীন এই শহরটিতে ৩০ থেক ৫০ হাজার মানুষের বসবাস ছিল।   লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (লিডার) প্রযুক্তি ব্যবহার করে এই গবেষণার কাজ চালানো হয়েছে।
  •  আফ্রিকার দেশ সুদান। সেই দেশের অভ্যন্তরীণ গৃহযুদ্ধের কারণে প্রায় ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড় বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই তথ্য তুলে ধরেছে।
জাতীয়
  • ৬১ হাজার লিটার তেল পুড়বে। প্রদীপ জ্বলবে ২৫ লক্ষ। সরয়ূ নদীর ঘাটে একসঙ্গে ১১০০ জন আরতি করবেন। দীপাবলিতে রামমন্দির ঘিরে তুমুল আলোড়ন ফেলে দিয়েছে এই আয়োজন। গত বছর ১১ লক্ষ প্রদীপ জ্বলেছিল। এ বারের সংখ্যা রেকর্ড গড়বে। গিনেস বুকে নাম উঠতে পারে। ‘লোকাল ফর ভোকাল’ নীতি চালু হয়েছে সেখানে। কোনো বিদেশি জিনিস বিশেষ করে চিনা পণ্য ব্যবহার করা হবে না।
  • ঘূর্ণিঝড় দানার ফলে পশ্চিমবঙ্গে ৯ লক্ষেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায়। এ ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলির বেশ কিছু এলাকায় ফলন ক্ষতি হয়েছে। বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত পাওয়া হিসেবে ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
  • ৫০০ বছর পর এই প্রথম ভগবান রাম অযোধ্যায় নিজের মন্দিরে দীপাবলি পালন করবেন। এ দিনই ভিডিয়োর মাধ্যমে ‘রোজগার মেলা’র সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মেলায় দেশের ৫১ হাজার যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। উল্লেখ্য, দেশে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে ২০২২ সাল  থেকে ‘রোজগার মেলা’র আয়োজন করেন নরেন্দ্র মোদী। দেশের মধ্যে ৪০টি জায়গায় এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। রাজস্ব বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্য ও পরিবারমন্ত্রকে রোজগার মেলার মাধ্যমে কর্মী নিয়োগ হবে। ‘কর্মযোগী প্রাধ্যম’ নামে অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২২ সাল থেকে এই রোজগার মেলা শুরু হয়েছে।
খেলা
  • মেয়েদের ক্রিকেটে ভারত সিরিজ জয় পেল। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী নিউ জিল্যান্ড দলকে ২-১ সিরিজে হারিয়ে ভারত হৃৎসম্মান ফিরে পেল। স্মৃতি মান্দানা শতরান করেন। এক দিনের ম্যাচে এই নিয়ে আট বার শতরান করলেন স্মৃতি মান্দানা। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছিল ভারত।
  •  বিতর্ক জড়াল বালঁ দ্য-র বর্ষসেরা ফুটবলার পুরস্কারকে ঘিরে। ইংলিশ প্রিমিয়াম, চ্যাম্পিয়ন্স লিগ, উযেফা সুপার কাপ, বিশ্বকাপ যোগ্যতা পর্বে নজির সৃষ্টিকারী  প্রত্যাশিত ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়ারের নাম এগিয়ে থাকলেও এ বারে স্পেনের বালঁ দ্য পুরস্কার পেলেন ম্যাঞ্চেস্টার সিটির মিড ফিল্ডার রদ্রি এর্নান্দেস। ভিনিসিয়াস সেই পুরস্কার না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন আয়োজকদের বিরুদ্ধে।
  • শেষ আট ম্যাচে পরাজয়ের পর মঙ্গলবার এএফসি লিগে ইস্টবেঙ্গল ৪-০ গোলে বসুন্ধরা কিংসকে হারিয়ে জয়ে ফিরল। মঙ্গবার থিম্পুতে জয়ের দীপাবলি উৎসব পালন করল ইস্টবেঙ্গল ক্লাব।
বিবিধ
  • ডিজিটাল লেনদেনে প্রতারণা এবং পেমেন্ট গেটওয়ে খুলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় উদবিগ্ন কেন্দ্রীয় সরকার। সাইবার প্রতারণার এই বিষয়টিকে নিয়ে চিন্তিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মূলত টেলিগ্রাম, ফেসবুকের মতো সমাজমাধ্যমকে ব্যবহার করেই প্রতারণা চালিয়ে যাচ্ছে প্রতারণাকীরা। পিস পে, পোকো পে, আরপি পে, প্রভৃতি নামের অনলাইন সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।