কারেন্ট অ্যাফেয়ার্স ২ এপ্রিল ২০২৪

schedule
2024-04-03 | 13:55h
update
2024-04-17 | 07:33h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে এবার সাত জন মানবাধিকার কর্মীকে হত্যা করল ইজরায়েল। গাজা ভূখণ্ডে খাদ্যবস্তু সরবরাহের জন্য ১০০ টন মজুদ খাবার নিয়ে দুটি গাড়ি চড়ে এগিয়ে যাচ্ছিলেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামক সংগঠনের সাত জন কর্মী। তারা ইজরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ে রক্ষা করে এগোচ্ছিলেন বলেই দাবি করা হয়েছে। মাঝপথে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গাড়িগুলি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। গাড়িটির প্যালেস্টাইনের চালক এবং মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার অধিবাসী। মানবাধিকার কর্মীরা ঘটনাস্থলেই প্রাণ হারান। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন অবিলম্বে গাজায় যাবতীয় খাদ্য সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের হাতে যে ২৪০ টন খাদ্য মজুত ছিল তাও ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইজরায়েল প্রথমে অস্বীকার করলেও পরে এই হামলার কথা মেনে নিয়েছে। তবে দুঃখ প্রকাশ করেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘যুদ্ধে এমন ঘটনা হতেই থাকে।’
  • এদিনই সিরিয়ার রাজধানী দামাস্কাসের ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইজরায়েল। তাতে নিহত হলেন ১১জন। ইরানের সেনাবাহিনীর তিন শীর্ষ আধিকারিক প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সিরিয়া ও ইরান।
Advertisement

জাতীয়
  • সংসদে তাঁর অভিজ্ঞতার বয়স ৩৩ বছর। প্রথমবার সাংসদ হয়েছিলেন ১৯৯১ সালে। তারপর থেকে বরাবর রাজ্যসভার সাংসদ থেকেছেন মনমোহন সিং। এরই মধ্যে হয়েছেন অর্থমন্ত্রী, হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এদিন তিনি রাজ্যসভা থেকে অবসর নিলেন।
  • ফের মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হল নিরাপত্তা রক্ষীদের। ছত্রিশগড়ের বিজাপুরে এই হামলায় নিহত হলেন নয় জন মাওবাদী।
খেলা
  • ২০১৯ সালে আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ফাইনালে শেষ পর্যন্ত সুপার ওভারে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এই জয় পরাজয় নিষ্পত্তি হয়েছিল আম্পায়ারদের একটি সিদ্ধান্তে। সম্প্রতি সেই ম্যাচের দুই আম্পায়ার, মারিয়াস ক্রাস মাছ এবং কুমার ধর্মসেনা জানালেন যে, তাঁরা  সেদিন ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।  ফলে ওই খেতাব নিউজিল্যান্ডের হাতে ওটা উচিত ছিল।
  • আইপিএলে সবথেকে বেশি বার শূন্য রানের আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত শর্মা। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মোট ১৭ বার শূন্য রানে আউট হলেন।
  • গোয়ায় দুই মহিলা ফুটবলারকে লাঞ্ছনা করার অভিযোগে ভারতীয় ফুটবল সংস্থা, এ আই এফ এফ-এর অন্যতম কর্তা দীপক শর্মাকে সাসপেন্ড করা হল।
বিবিধ
  • সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশের ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বেড়ে হয়েছে ৫৯.১। এই হার গত ১৬ বছরের মধ্যে সবথেকে বেশি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2024 - 09:29:54
Privacy-Data & cookie usage: