ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচনে নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন বলে জানিয়েছে সে দেশের নির্বাচন কমিশন। এই নির্বাচনকে অবৈধ বলে বিক্ষোভ শুরু হয়েছে গোটা ভেনেজুয়েলায়। অভিযোগ উঠেছে নির্বাচন জালিয়াতির। এবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিল যে, তারা মনে করছে বিরোধী প্রার্থী এদমন্দ গোনসালেস উরুতিয়া জয়ী হয়েছেন। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এই ঘোষণা করেছেন।
জাতীয়
দিল্লির ওল্ড রাজেন্দ্রনগর এলাকায় ২৭ জুলাই তারিখে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিনজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দিল দিল্লি হাইকোর্ট। এ বিষয়ে পুলিশী তদন্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আদালত। প্রসঙ্গত, এই ঘটনায় সামনের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ।
ভারতীয় বায়ুসেনার পাইলট, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে মার্কিন গবেষণা সংস্থা নাসা বিশেষ প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠাবে। তিনি ভারতের গগনযান প্রকল্পের জন্য মনোনীত চারজন মহাকাশচারীর একজন। মিশন পাইলট হিসেবে শুভাংশুর নাম প্রস্তাব করেছে ইসরো।
বিএসএফের ডিরেক্টর জেনারেল নীতিন আগারওয়ালকে তাঁর পদ থেকে সরিয়ে রাজ্য ক্যাডারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিএসএফের স্পেশাল ডিজি (পশ্চিম) যোগেশ বাহাদুর খুরানিয়ার বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় বাহিনীর শিথিলতার কারণে দুই শীর্ষ আধিকারিক এর বিরুদ্ধে এই শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হল।