কারেন্ট অ্যাফেয়ার্স ২ আগস্ট ২০২৩

schedule
2023-08-03 | 07:21h
update
2023-08-03 | 07:21h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে সব সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সরকার গড়ার উদ্যোগ আগেই নিয়েছিল রাশিয়া। আগামী সেপ্টেম্বর মাসে এই বিষয় নিয়ে পুনরায় তারা বৈঠক ডাকলো। তাদের দাবি তাজিক, উজবেক এবং হাজারাস সম্প্রদায়ের সদস্যদেরও সরকারে নিতে হবে। এরপরই নির্ভর করবে আফগানিস্তানের তালিবান সরকারকে বৈধ বলে স্বীকার করার প্রসঙ্গ। এই বৈঠকে ভারতও যোগ দিতে পারে বলে জানা গেছে।
  • ১৮ বছরের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাঁর স্ত্রী সোফি। দম্পতির তিন সন্তান রয়েছে। সন্তানদের স্বার্থে তাঁরা এক সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের পারসন কর্পোরেশন সংস্থায় সিনিয়র সিস্টেমস ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন ভারতীয় বংশোদ্ভূত অনিল বিষ্নই। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ভারতে এক মরণাপন্ন আত্মীয়ের সঙ্গে তিনি ভিডিও কলে দু মিনিট হিন্দিতে কথা বলেছিলেন। এই ঘটনায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল অনিলকে। বিষয়টি নিয়ে মার্কিন ফেডারেল আদালতে মামলা করলেন তিনি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা ফৌজদারী মামলা আগেই শুরু হয়েছিল। নির্বাচনে পরাজয়ের পরও ক্ষমতায় থাকার মরিয়া চেষ্টায় তাঁর বিরুদ্ধে আরো চারটি মামলা দায়ের হলো। সবমিলিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৭৮ টি মামলা দায়ের হয়েছে।
Advertisement

জাতীয়
  • মিজোরামে আশ্রয় নেওয়া মায়ানমারের শরণার্থীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু করার কথা জানানো হলো। বর্তমানে মিজোরামে ৩৫ হাজার ১২৬ জন মায়ানমারের শরণার্থী রয়েছেন। এর মধ্যে প্রায় ১৬ হাজার জন রয়েছেন বিভিন্ন আশ্রয় শিবিরে।
  • সুপ্রিম কোর্টের বিশেষ সাংবিধানিক বেঞ্চে শুরু হল ৩৭০ নম্বর ধারা রদ করার বিরুদ্ধে মামলার শুনানি। ৫ সদস্যের বেঞ্চ এই মামলা শুনছে। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরই জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা শুরু হলো।
খেলা
  • ফুটবলকে বিদায় জানালেন বুফো। আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার ক্লাব ফুটবল থেকেও অবসর নেওয়ার ঘোষণা করলেন। ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এই গোলরক্ষক ২১ বছর ইতালির হয়ে ১৭৬ টি ম্যাচ খেলেছেন। একটানা ১৭ বছর খেলেছেন জুভেন্তাসের হয়ে। বর্তমানে তাঁর বয়স ৪৫ বছর। ক্লাব ফুটবলেও দশ বার সেরি আ, দুবার চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচবার কোপা ইতালিয়া এবং একবার উয়েফা কাপ জিতেছেন বুফো।
  • মেয়েদের বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে পৌঁছতে পারল না ব্রাজিল। গ্রুপ লিগের শেষ ম্যাচে জামাইকার সঙ্গে ম্যাচ ড্র করার পর তাদের বিদায় নিশ্চিত হল। অন্যদিকে এই প্রথমবার বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলো জামাইকা। এই প্রথমবার বিশ্বকাপের প্রি  কোয়ার্টার ফাইনালে পৌঁছলো দক্ষিণ আফ্রিকও। অন্যদিকে গ্রুপ লিগ থেকেই ছিটকে গেল আর্জেন্টিনাও।
বিবিধ
  • আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা ফিচ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা নিয়ে তাদের মূল্যায়নের মান এ এ এ থেকে কমিয়ে করল এ এ প্লাস। এর আগে ২০১১ সালে আর এক আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড পি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন হ্রাস করেছিল। এদিকে এই ঘটনার পরই গোটা বিশ্বের শেয়ারবাজারে ধস ননামল। ভারতেও শেয়ার সূচক কমেছে। শেয়ার সূচক সেনসেক্স ৬৭৬.৫৩ অঙ্ক, নিফটি ২০৭ পয়েন্ট হ্রাস পেল। একদিনে বাজার থেকে মুছে গেল ৩.৪৬ লক্ষ কোটি টাকার শেয়ার মূল্য।
  • ‘লগান’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই’ , ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘যোধা আকবর’ , ‘স্ল্যামডগ মিলিয়নেয়ার’ প্রভৃতি ছবির সেট বানিয়েছিলেন মুম্বাইয়ের বিখ্যাত আর্ট ডিরেক্টর চন্দ্রকান্ত দেশাই (৫৭)। মহারাষ্ট্রের রায়গড় জেলার কর্জাতে ৫২ একর জায়গা জুড়ে তৈরি করেছেন নিজের স্বপ্নের স্টুডিও। চার চার বার পেয়েছেন জাতীয় পুরস্কার। এদিন দেশাইয়ের মৃতদেহ উদ্ধার হল ওই ষ্টুডিও থেকেই। আড়াইশো কোটি টাকারও বেশি ঋণ ভারে জর্জরিত ছিলেন, তিনি আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 12:12:12
Privacy-Data & cookie usage: