গাজায় যুদ্ধবিরতি শেষে আক্রমণ আরও তীব্র করল ইজরায়েল। এবার বিশেষ করে হামলা চালানো হচ্ছে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে। প্রসঙ্গত, উত্তর গাজায় লাগাতার হামলা চলার কারণে সেই অঞ্চল ফাঁকা করে অধিকাংশ প্যালেস্টাইনি নাগরিক আশ্রয় নিয়েছিলেন দক্ষিণ গাজায়। এবার সেখানেও লিফলেট বিলি করার পর আকাশপথে বোমা ফেলতে শুরু করছে ইজরায়েল। গত ২৪ ঘন্টায় এরকমই একের পর এক বিমান পথে হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৮৪ জনের। জখম হয়েছেন ৫৮৯ জন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইজরায়েলি কনস্যুলেটের সামনে গাজায় ইজরাইলের হামলার ঘটনায় নিজের গায়ে প্যালেস্টাইনের পতাকা জড়িয়ে আগুন লাগিয়ে প্রতিবাদ জানালেন একজন মহিলা। তিনি গুরুতর জঘম অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পোলিও টিকাকরণ শিবিরে সশস্ত্র হামলা চালালো সন্ত্রাসবাদীরা। এই হামলায় একজন পুলিশ কর্মী এবং একজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানা গেছে। এর আগেও পাকিস্তানে পালস পোলিও অভিযান ব্যর্থ করতে বারবার হামলা চালিয়েছে জঙ্গিরা।
ভূমিকম্প অনুভূত হল বাংলাদেশের বিস্তৃত এলাকায়। বাংলাদেশের লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় মাটির ৫৫ কিলোমিটার গভীরে এই ভূকম্পের উৎকেন্দ্র ছিল বলে জানা গেছে। প্রতিবেশী পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মিজোরামেও কম্পন অনুভূত হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
জাতীয়
উত্তরপ্রদেশের বেরিলিতে গত কয়েক মাসে এক এক করে খুন হয়েছেন ৯ জন মহিলা। তাঁদের প্রত্যেকের বয়স ৫০ থেকে ৬৫ বছরের মধ্যে। একা পথে বেরোবার পর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় গভীর রহস্য দেখা দিয়েছে। ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।
নজিরবিহীন ঘটনা ঘটলো অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সীমান্তে। এমনিতেই জলের ভাগ নিয়ে এই দুই রাজ্যের মধ্যে বিবাদ বহু পুরনো। কৃষ্ণা নদীর জল ৬৬ শতাংশ পাবে অন্ধপ্রদেশ এবং ৩৪ শতাংশ পাবে তেলেঙ্গানা – এই মর্মে এই দুই রাজ্যের মধ্যে জল চুক্তি রয়েছে। অন্ধ্রপ্রদেশের দাবি, এই চুক্তি কিছুতেই মানছে না তেলেঙ্গানা। তেলেঙ্গানার নাগার্জুন সাগর বাঁধে অন্ধ্রপ্রদেশের বিশাল পুলিশ বাহিনী প্রবেশ করে। তারা বাঁধের কর্মীদের সরিয়ে দেয় এবং কৃষ্ণা নদীর একটি খালের মুখ খুলে দেয়। সেখান থেকে প্রতি ঘন্টায় ৫০০ কিউসেক জল অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে। এইভাবে মোট ৫০০০ কিউসেক জল তারা নিজেদের রাজ্যে নিয়ে নেয়. বর্তমানে সেখানে স্থিতাবস্থা রয়েছে। এই বাঁধের দায়িত্ব ভবিষ্যতে সিআইএসএফ কে দেওয়ার প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার।
ভূপাল গ্যাস দুর্ঘটনার ৩৯ বছর কেটে গেল। ১৯৮৪ সালের ২ ও ৩ ডিসেম্বর মধ্যরাতে ভূপালে ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে প্রাণ হারিয়েছিলেন ৩৭৮৭ জন।
খেলা
আই এস এল -এ মোহনবাগান ২-০ গোলে হারিয়ে দিল হায়রাবাদ এফসিকে। আই এস এল -এ এই নিয়ে প্রথম পাঁচটি ম্যাচের প্রতিটিতেই জয় পেল মোহনবাগান।
নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়ে দিল বাংলাদেশ এই প্রথম দেশের মাটিতে নিউজিল্যান্ডকে কোন টেস্টে পরাজিত করল তারা এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শতরান করেন (১০৫)।
গ্র্যান্ড মাস্টার হলেন আর বৈশালী। তিনি ভারতের তৃতীয় মহিলা দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হলেন। তাঁর ভাই আর প্রজ্ঞানন্দবাবু আগেই গ্র্যান্ড মাস্টার হয়েছেন। বিশ্বে এই প্রথম কোন ভাইবোন দুজনেই গ্র্যান্ড মাস্টার হলেন।
বিবিধ
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস- ‘ত্রিঙ্কট’ এর নেতৃত্ব দেবেন দিচ্ছেন একজন মহিলা অফিসার। এই প্রথম ভারতীয় বায়ুসেনার কোনও রণ তরির কম্যান্ডিং অফিসার করা হলো কোনো মহিলাকে। নৌ সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এই খবর জানিয়েছেন। তবে যে অফিসার এই দায়িত্ব পেয়েছেন তাঁর নাম প্রকাশ করা হয়নি।