আন্তর্জাতিক
- বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠ্যসূচিতে বড়সড় বদল।প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে নতুন পাঠ্যবই ছাপানো হয়েছে। সেই পাঠ্যপুস্তকে উল্লেখ রয়েছে যে, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমান নন, করেছিলেন জিয়াউর রহমান! জিয়াউর বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রয়াত স্বামী। এইসব পাঠ্যপুস্তক থেকে মুজিবুর রহমানের ‘জাতির জনক’ উপাধিও বাদ দেওয়া হয়েছে।
- মসনদে বসার আগে বোমা ফাটালেন ট্রাম্প। তাঁর পুরনো স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বললেন, আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত ট্রাম্প বলেছেন, আমার দেশ এখন একটা বিপর্য়ের মুখে। অনুপ্রবেশ বন্ধে সীমান্ত খোলা রাখা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে আমেরিকাকে আবারও সমৃদ্ধশালী করে তোলার আহ্বান জানিয়েছেন দেশবাসীর কাছে।
- রাশিয়ায় পালিয়ে আসা ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিষ খাইয়ে মেরে ফেলার চক্রান্ত হয়েছে বলে এক সংবাদপত্রে উঠে এসেছ। রুশ সরকারের পক্ষে এ ব্যাপারে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। সম্প্রতি বাশার আল-আসাদের সঙ্গে তাঁর স্ত্রী আসমা বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন।
- রাষ্ট্রীয় আমন্ত্রণে খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে। ২০১২ সালের পর পাকিস্তানের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। এই সংবাদ জানিয়েছে পাকিস্তানের দৈনিক মিনিট মিরর।
দেশ
- দেশে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে আবার চালু হল ‘বাংলাদেশ সেল’। দুই দশক আগে অনুপ্রবেশকারী খোঁজার অভিযানের জন্যে গঠিত হয়েছিল বাংলাদেশ সেল। তা বন্ধ ছিল।তা পুনরায় চালু করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে দিল্লির একটি জেলায় একটি সেল গঠন করা হয়েছে। প্রতিবছরই ভারতে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে শত শত বাংলাদেশি ভারতে আসেন রোজগারের আশায়। কেউ কেউ পাচার হয়ে আসেন। এরা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন।
- নতুন বছরের প্রথম সমাবেশেই রাজ্যের মুখ্যমন্ত্রী একগুচ্ছ সরকারি দফতরকেই তুলোধনা করলেন। রাজ্যে জুড়েই দলীয় কর্মীদের পাশাপাশি সরকারি দফতরের কর্মীদের কাজেও তিনি অসন্তুষ্ট। সরকারি জমির উপর বেআইনি নির্মাণ সহ নানা অভিযোগে বিদ্ধ করেছেন তিনি। রাজ্যর মাছের ভেড়িগুলিকেও দরপত্র ডেকে নিলাম করার কথা বলেছেন।
- সল্টলেকের বিকাশ ভবনে প্রতীকী তালা ঝুলিয়ে দিলেন চাকরিপ্রার্থীরা। মিছিল করে তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।
খেলা
- অস্ট্রেলিয়া ম্যাচে বড় ধরনের পরাজয়ের পর রোহিত শর্মাকে আর না খেলানো হতে পারে।
বিবিধ
- বিপুল খনিজ তেলের ভাণ্ডারের হদিশ মিলল পাকিস্তানে। সে দেশের সিন্ধু প্রদেশের সুজাওয়াল জেলার শাহ বন্দর ব্লকে খনিজ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান পেট্রলিয়াম লিমিটেড (পিপিএল)। দেশের স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক ১৫০ ব্যারেল তেল তোলা যাবে নতুন ওই ভাণ্ডার থেকে। কয়েকমাস আগেই পাকিস্তানে প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডারের খোঁজ মিলেছিল। কিন্তু খননের জন্য এখনও পর্যন্ত কোনও সংস্থা উৎসাহ দেখায়নি। খননকার্যের জন্য বিপুল টাকা বিনিয়োগ করতে উৎসাহ দেখাচ্ছে না কোনও সংস্থাই।
- আবার তুঙ্গে শেয়ার বাজার। নিফটিও ফের ২৪, ০০০০ গন্ডি পার করেছে। দুদিনে লগ্নিকারীদের ঘরে ফিরল ৮.৫২ লক্ষ কোটি টাকা। কিন্তু বাজারের উলটো পখে হেঁটেছে মুদ্রা। টাকার দাম আজও পড়েছে। ডলার ১১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৭৫ টাকায়।
- ভারতীয় পড়ুয়াদের ওপর নামছে খাঁড়া, ট্রাম্প আসতেই আমেরিকায় ওয়ার্ক পারমিট বাতিলের ইঙ্গিত।