কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুলাই ২০২৩

368
0
Current Affairs 2nd July

আন্তর্জাতিক
  • ফ্রান্সে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চূড়ান্ত আকার নিল। এদিন বিভিন্ন শহরে আরো তীব্র হয়ে ওঠে মানুষের বিক্ষোভ। উত্তেজিত জনতা শহরতলির লেই লে হোস শহরের মেয়র ভ্যনাস যাঁব্রকে পরিবারসহ জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। এক সপ্তাহ আগে ১৭ বছরের কিশোর নাইলকে গুলি করে হত্যা করেন একজন শেতাঙ্গ পুলিশ অফিসার। নাইলের বিরুদ্ধে অভিযোগ, সে ট্রাফিক সিগন্যাল ভেঙে গাড়ি চালিয়েছিল। এদিন ফ্রান্সের প্যারিসের শহরতলি নাতেরের ইবন বাদিস মসজিদে শেষকৃত্য সম্পন্ন হল নাইলের। তবে নাইলের পরিবার দেশে শান্তি রক্ষার জন্য আবেদন জানিয়েছে বিক্ষোভকারীদের কাছে। দেশজুড়ে এই অশান্ত পরিস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন ছেড়ে জার্মানি থেকে ফ্রান্সে ফিরে এলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকর।
  • পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জঙ্গিদের হামলায় নিহত হলেন চারজন সেনা। এই ঘটনায় তেহরিক ই তালিবান পাকিস্তান জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
জাতীয়
  • মহারাষ্ট্রে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) গুরুত্বপূর্ণ নেতা তথা দলের প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার আট জন বিধায়কসহ দল ছাড়লেন। তিনি বিজেপিতে যোগ দিলেন। তাঁকে সিন্ধে-ফরণবিশ সরকারের উপ মুখ্যমন্ত্রী করা হয়েছে। এর আগে দলের খোলনলচে বদলানোর সময় শরদ পাওয়ার অজিত পাওয়ারকে কার্যত কোন পদই দেননি। দলের কার্যকরী সভাপতি পদে বসানো হয় শরদ কন্যা সুপ্রিয়াকে এবং অন্য নেতা প্রফুল্ল প্যাটেলকে। তারপর অজিতের দলত্যাগ সময়ের অপেক্ষা বলে মনে করছিল রাজনৈতিক মহল।
  • ২০২১ সালে দেশে জনগণনা সম্পন্ন করা যায়নি কোভিড পরিস্থিতির জন্য। তা আপাতত ২০২৪-২৫ সালে পিছিয়ে দেওয়া হল বলে জানালো রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া।
খেলা
  • লর্ডস টেস্টে ৪৩ রানে ইংল্যান্ডকে হারিয়ে জয়লাভ করলো অস্ট্রেলিয়া। এর আগে এজবাসটন টেস্টেও তারা জয় লাভ করেছিল। ফলে এই সিরিজে তারা ২-০ ব্যবধানে এগিয়ে গেল। ম্যান অব দ্য ম্যাচ হলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তবে লড়াকু ইনিংসের জন্য দর্শকদের মন জিতে নিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি ১৫৫ রান করে মরিয়া চেষ্টা করেছিলেন ইংল্যান্ডকে জেতানোর। অস্ট্রেলিয়া ২ ইনিংসে করেছিল ৪১৬ ও ২৭৯ রান। সেখানে ইংল্যান্ড ২ ইনিংসে করে ৩২৫ ও ৩২৭ রান। এদিন বিতর্ক তৈরি হলো জনি বেয়ারস্টোর আউট নিয়ে। তিনি ক্যামেরন গ্রিনের ওভারের শেষ বল খেলার পরই অন্য প্রান্তের দিকে হাঁটতে শুরু করেন। সেই সময় উইকেট কিপার অ্যালেক্স ক্যারি স্ট্যাম্পে বল ছুঁড়ে আউট করেন এটি খেলোয়াড় সুলভ নয় বলে মনে করা হচ্ছে।
বিবিধ
  • নদীর জল লাল। এমনই চোখ কপালে তোলা ঘটনা ঘটলো জাপানে। জাপানের ওকিনাওয়া প্রদেশে নাগো শহরের একটি নদীতে এই দৃশ্য দেখা গেল। জানা গিয়েছে ওরিয়ন ব্রুয়ারিস নামের একটি সংস্থার বিপুল পরিমাণ পণ্য যাচ্ছিল নদীপথ ধরে। সেই পণ্যের মধ্যে ছিল খাবারে ব্যবহার করার লাল রং। কোনোও ভাবে সেই কনটেইনার ফুটো হয়ে যায়। তবে সংস্থার দাবি, ওই রঙে এমন কোন উপাদান নেই যা পরিবেশের ক্ষতি করতে পারে।