কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুন ২০২৩

396
0
Current Affairs 2nd June

আন্তর্জাতিক
  • কলোরাডোতে মার্কিন বায়ুসেনা একাডেমির স্নাতকদের সমাবর্তন উৎসবের মঞ্চে পড়ে গেলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে বয়স্ক রাষ্ট্রপতি হলেন বাইডেন। বর্তমানে তার বয়স ৮০ বছর।
  • একটি ব্রিটিশ সংবাদপত্র সংস্থার বিরুদ্ধে মামলায় আগামী সপ্তাহে লন্ডনে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেবেন ব্রিটেনের রাজা, তৃতীয় চার্লসের ছোট ছেলে রাজকুমার হ্যারি। প্রসঙ্গত, ব্রিটিশ রাজ পরিবারের কোন সদস্য ১৩০ বছর পরে সাক্ষ্য দেবার জন্য আদালতে উপস্থিত হতে চলেছেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ৯৫ তম জাতীয় ‘স্পেলিং বি’ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার জিতল ভারতীয় বংশোদ্ভূত দেব শাহ। কিশোরবয়সী দেব ৪১ লক্ষ টাকা মূল্যের পুরস্কার পেয়েছে। সে সামাফাইল শব্দটির বানান সঠিকভাবে বলতে পেরেছে(Psammophile )। জানা গেছে ছোটবেলা থেকেই দেবের ধ্যান গ্যান ছিল অভিধান। অবসর বিনোদনের শ্রেষ্ঠ উপকরণ ছিল অভিধান।
  • পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার বেড়ে হল ৩৭.৯৭ শতাংশ। এই হার ঋণ জর্জর শ্রীলংকার থেকেও বেশি।
জাতীয় 
  • এক ভয়াবহ রেল দুর্ঘটনায় শতাধিক যাত্রীর প্রাণনাশের আশঙ্কা করা হচ্ছে। শালিমার থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস বেলাইন হয়। তার সঙ্গে একটি মাল গাড়ির সংঘর্ষ হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এরপরে করমন্ডল এক্সপ্রেসের ছিটকে থাকা ছিটকে থাকা কামরায় এসে ধাক্কা মারে হাওড়া গামী যশবন্তপুর এক্সপ্রেস।
  • আগামী ২১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আগামী ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য পেশ করবেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার ষষ্ঠ মার্কিন সফর।
খেলা 
  • মেয়েদের প্রথম আইএফএ শিল্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। নদীয়ার তেহট্টে ফাইনাল প্রতিযোগিতায় তারা ৫-০ গোলে হারিয়ে দিল শ্রীভূমি এফসি দলকে। এই প্রতিযোগিতায় একটিও ম্যাচ হারেনি ইস্টবেঙ্গল। শুধু তাই নয় গোটা প্রতিযোগিতায় একটিও গোল খায়নি ইস্টবেঙ্গল। প্রতিযোগিতার শ্রেষ্ঠ ফুটবলারের পুরস্কার পেলেন বাংলার তুলসী হেমব্রম। ফাইনাল ম্যাচেও তিনি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন।
  • থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন ভারতের লক্ষ্য সেন।
  • লন্ডনে আয়োজিত হকি লিগে অলিম্পিক চ্যাম্পিয়ন বেলজিয়ামকে ৫১ গোলে হারিয়ে দিল ভারত। এর আগে প্রথম পর্বে বেলজিয়ামের কাছে হারতে হয়েছিল ভারতকে। ভারত হেরেছিল ব্রিটেনের বিরুদ্ধেও।
বিবিধ
  • নতুন রাজ্য হিসাবে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টির ১০ বছর পূর্ণ হল। এই উপলক্ষে একটি সূচনা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী  কে চন্দ্রশেখর রাও। তিনি জানিয়েছেন, তেলেঙ্গানাযই ভারতের প্রথম রাজ্য যেখানে ১০০ শতাংশ বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই প্রকল্পের নাম ভগীরথ।