আন্তর্জাতিক
- ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া রাসায়নিক অস্ত্র ক্লোরোপিক্রিন ব্যবহার করছে বলে দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষত যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাকে ছত্রভঙ্গ করে দিতে এই রাসায়নিক ব্যবহার করা হয়েছে বলে তারা দাবি করল। কিন্তু রাশিয়া এই দাবি উড়িয়ে দিয়েছে।
- লন্ডনে মেয়র পদে নির্বাচনে প্রার্থী হলেন ১৪ জন। এর মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত তরুণ গুলাটি। তাঁর বয়স ৬৩ বছর, তিনি একজন নির্দল প্রার্থী।
জাতীয়
- মনিপুরে হিংসাত্মক পরিস্থিতির একটি বছর অতিক্রান্ত হল। ২০২৩ সালের ৩ মে একটি মিছিল থেকেই কুকি ও মেইতেঈদের মধ্যে সশস্ত্র লড়াই শুরু হয়ে যায়। এই এক বছরে সেখানে অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছে। এখনো ৭০ হাজার জন মানুষ ঘর ছাড়া।
- প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ৭১ হাজার ৮৩৯ জন ছাত্র-ছাত্রী। পাশের হার ৮৬.৩১ শতাংশ। প্রথম দশে রয়েছেন ৫৭ জন। ৭০০ এর মধ্যে ৬৯৩ মার্কস পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন।
খেলা
- টমাস কাপের কোয়ার্টার ফাইনালে ভারত হেরে গেল চিনের কাছে। প্রসঙ্গত গতবার টমাস কাঁপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। উবের কাপে ভারতের মেয়েরা কোয়ার্টার ফাইনালে হার মানলো জাপানের কাছে।
- ম্যাচ গড়াপেটার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেভন টমাস। পাঁচ বছরের জন্য তাকে নির্বাসন দিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সংস্থা।
বিবিধ
- ইউক্রেনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হলেন ভিক্টোরিয়া সি। বাস্তবে তিনি একজন ডিজিটাল প্রতিনিধি বা যন্ত্রমানবী। সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা চালিত। বিশ্বের ইতিহাসে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।
- ২০২৩ সালের ১৯শে মে দু হাজার টাকার নোট প্রত্যাহার করার ঘোষণা করেছিল ভারতের রিজার্ভ ব্যাংক তখন বাজারে ৩ পয়েন্ট ৫৬ লক্ষ কোটি টাকার দু হাজারের নোট ছিল। ২০০০ টাকার যত নোট বাজারে ছিল তার ৯৭.৭৬ শতাংশ ব্যাংকে ফিরে এসেছে। এখনো বাজারে ৭৯৬১ কোটি টাকার মূল্যের ২০০০ এর নোট রয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক সূত্রে এই খবর জানা গেছে।