কারেন্ট অ্যাফেয়ার্স ২ নভেম্বর ২০২৩

302
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক
  • গাজায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনো কোনো বিরাম নেই। উত্তর গজায় ইজরায়েলের সামরিক বাহিনী হামলা চালালেও এখনো তারা বিশেষ সুবিধা করতে পারেনি। গাজায় মাটির নিচে ৫০০ কিলোমিটারেরও বেশি সুড়ঙ্গ রয়েছে। সেখান থেকে হামাস জঙ্গিরা চোরাগোট্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই রকম হামলায় ইজরায়েলের একজন সেনাকর্তার মৃত্যুও হয়েছে। এদিকে বিদেশি নাগরিকদের উদ্ধারের জন্য গাজায় সাময়িক যুদ্ধবিরোধী প্রয়োজন বলে মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।
  • ফ্রান্সে মাটির ১২৫০ মিটার গভীরে বিপুল পরিমাণ সাদা হাইড্রোজেনের খোঁজ পাওয়া গেল। সেখানে সঞ্চিত সাদা হাইড্রোজেনের পরিমাণ ৬০ লক্ষ মেট্রিক টন থেকে ২৫ কোটি মেট্রিক টন পর্যন্ত হতে পারে। এতে জলবায়ু পরিবর্তন জনিত সংকট কিছুটা হলেও দূর হওয়ার সম্ভবনা রয়েছে। কারণ এই সাদা হাইড্রোজেন থেকে দূষণ হয় না। বিশ্বে এটাই সবথেকে বেশি সাদা হাইড্রোজেনের সঞ্চয় বলে মনে করা হচ্ছে।

 

জাতীয়
  • সুপ্রিম কোর্টে পাঁচজন বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনে উপস্থিত হয়ে দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা নির্বাচনী বন্ধ নিয়ে কেন্দ্রীয় সরকারের যে বক্তব্য তা পেশ করলেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই যে, কোন রাজনৈতিক দল কোন ব্যক্তির থেকে যে অনুদান পাচ্ছে তা ভোটারদের কাছে গোপন থাকার বিষয়টি মেনে নেওয়া কঠিন। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন দল কি অনুদান পেয়েছে তা মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টকে জানাতে বলা হয়েছে।
  • দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ই ডি। কেজরিওয়াল এদিন নিজে উপস্থিত না হয়ে একটি চিঠি পাঠিয়ে কেন তাঁকে ডাকা হয়েছে তা স্পষ্ট করে উল্লেখ করতে বলেছেন।
  • দেশের বিরোধী নেতা-নেত্রীরা তাদের আই ফোনে হ্যাক করার চেষ্টা করা হয়েছে এই অভিযোগ তোলার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করল কেন্দ্রীয় সরকারের শার্ট ইন ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে রেকর্ড ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ৩০২ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৩৫৭ রান। জবাবে মাত্র ১৯.৫  ওভারে ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। ভারতের ৩০২ রানে জয় বিশ্বকাপ ক্রিকেটে একটি রেকর্ড। ভারতের মহম্মদ শামি ৫ ওভার বল করে ১৮ রানে ৫ উইকেট নিলেন। এক দিনের ক্রিকেটে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারিও হলেন তিনি। এখনও পর্যন্ত বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা হল ৪৫।
বিবিধ
  • এবার ভারতেও মিলল জিকা ভাইরাস। কর্ণাটক জুড়ে ১০০ টির বেশি জায়গায় মশার শরীরের নমুনা নিয়ে পরীক্ষা চালানো হয়। তার মধ্যে কর্ণাটকের চিকাবল্লাপুরের  একটি নমুনায় এই ভাইরাসের খোঁজ মিলেছে।
  • দেশে কর্মসংস্থানহীনতার হার গত দু বছরের মধ্যে সবথেকে খারাপ অবস্থানে পৌঁছল। উপদেষ্টা সংস্থা সি এম আই ই জানিয়েছে, অক্টোবরে এই হার হয়েছে ১০.০৫ শতাংশ।