টাইটান ডুবোজাহাজের সন্ধানে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি টাইটান-এর। অতলান্তিক মহাসমুদ্রের ঠিক যেখানে ১০০ বছরেরও বেশি সময় আগে টাইটানিক ডুবে গিয়েছিল সেখানেই ডুবোজাহাজে চড়ে তার ধ্বংসাবশেষ দেখানোর ব্যবস্থা করে ওশানগেট সংস্থা। এজন্য পর্যটকদের মাথাপিছু খরচ করতে হয় আড়াই লক্ষ ডলার। এই অভিযানে তারা তিনজন ধনকুবের এবং দুজন আধিকারিককে নিয়ে সমুদ্রের গভীরতায় নেমেছিল। ২১ ফুট লম্বা এবং ১০ হাজার ৪৩২ কিলোগ্রাম ওজনের ডুবোজাহাজটি ১৩ হাজার ফুট গভীর পর্যন্ত জলের চাপ সহ্য করতে পারে। কিন্তু ডুবোজাহাজে সঞ্চিত অক্সিজেনের পরিমাণ দ্রুত কমে আসছে। জানা গেছে যাত্রা শুরুর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরেই টাইটানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওসানগেট সংস্থার জাহাজ ‘পোলার প্রিন্সে’র।
মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি নিউইয়র্কে পৌঁছেছেন। এইদিনই মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচিত দৈনিক ওয়ালস্ট্রিট জার্নালে তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে ‘অভূতপূর্ব পারস্পরিক বিশ্বাস’ রয়েছে বলে মন্তব্য করেছেন।
জাতীয়
ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার রেলস্টেশনের কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিল করমন্ডল এক্সপ্রেস। সেই ঘটনার পর তিন সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। এদিন বাহানাগা বাজারে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার পর উদ্ধারকার্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন এমন ১২৫ জন ব্যক্তি ও ২৯ টি সামাজিক সংগঠনকে সংবর্ধনা জানালেন তিনি। বাহানাগা গ্রামের উন্নয়নে এবং বাহানাগা হাসপাতালের উন্নয়নে নিজের সাংসদ কোটা থেকে দু’কোটি টাকা অর্থ সাহায্য ঘোষণা করলেন তিনি।
গোটা বিশ্বে কাশির সিরাপ পান করে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে তদন্ত শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জানিয়েছে কুড়িটি ওষুধ সম্বন্ধে। এর মধ্যে ১৩টি ইন্দোনেশিয়ায় ও ৭টি ভারতে তৈরি। ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালস, মারিয়ন বায়োটেক এবং কিউপি ফার্মা কেম এই ওষুধগুলি নির্মাণ করে।
খেলা
ইউরো কাপের বাছাই পর্বে গ্রিসের বিরুদ্ধে জয়ী হল ফ্রান্স। গোলটি করলেন কিলিয়ান এমবাপে। এই মরসুমে ফ্রান্সের হয়ে ১৩ টি ও পিএসজির হয়ে ৪১ টি গোল করলেন এমবাপে। ফ্রান্সের ফুটবলারদের মধ্যে এটাই এক মরসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। তিনি ভেঙে দিলেন ৬৪ বছর আগে জ ফোঁতের এক মরসুমে ৫৩ গোলের রেকর্ড।
অ্যাসেজ সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। বার্মিংহামের এজবাস্টনে প্রথম টেস্টে তারা দু উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ডকে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৯৩ ও ২৭৩ রান করে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৮৬ ও দ্বিতীয় ইনিংসে আট উইকেট হারিয়ে ২৮২ রান করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অস্ট্রেলিয়ার ওসমান খোয়াজা। প্যাট কমেন্স এবং লোথান নাথন নবম উইকেটে লড়াকু ৫৫ রান করলেন। মাঠে ২০০৫ সালে ২ রানে ইংল্যান্ডের কাছে টেস্ট ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া।
পর্তুগাল ইউরো কাপের বাছাই পর্বের ম্যাচে ১-০ গোলে হারালো আইসল্যান্ডকে। দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেললেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন তিনি একটি গোল করলেন যা দেশের হয়ে তাঁর ১২৩ তম গোল।
বিবিধ
ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর নিযুক্ত হলেন স্বামীনাথন জানকীরামন। আমল তিনি বর্তমানে স্টেট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত। তিনি মুকেশ কুমার জৈনের স্থলাভিষিক্ত হলেন। বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে যারা নিযুক্ত হয়েছেন তারা হলেন দেবব্রত পাত্র, এম রাজেশ্বর রাও এবং টি রবিশঙ্কর।
১৯৭৩ সালে আইআইটি বম্বে প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন নন্দন নিলেকানি। ৫০ বছর আগের সেই ঘটনাকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য হিসাবে ওই প্রতিষ্ঠানকে ৩১৫ কোটি টাকা অনুদান দিলেন তিনি। ভারতে কোনও পড়ুয়ার কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ দান এটি।