কারেন্ট অ্যাফেয়ার্স ৩ অক্টোবর ২০২০

713
0

আন্তর্জাতিক

  • রাশিয়ায় পুলিশের দপ্তরের সামনেই আত্মহত্যা করলেন একজন মহিলা সাংবাদিক। তাঁর নাম ইরিনা স্লাভিনা। মস্কো থেকে ৪০০ কিমি দূরে নিঝনি নোভগ্রাদে একটি সংবাদ ওয়েব সাইটের প্রধান সম্পাদক ছিলেন তিনি। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বেশ কিছু তদন্তধর্মী সংবাদ প্রকাশ করেছিলেন ইরিনা। এর পরই পুলিশ তাঁর অফিসে শুরু করে তল্লাশি। পুলিশি হেনস্তার প্রতিবাদেই তিনি এই চরম পথ নিলেন।
  • নাসার মহাকাশযান ‘এস এম কল্পনা চাওলা’ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকে রওনা দিল। ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর প্রয়াত কল্পনা চাওলার নামে এই মহাকাশযানের নাম রাখা হয়েছে।
  • বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা সাড়ে তিন কোটি (৩,৫০,৪৫,৮০৭)ছুঁল। প্রাণহানির সংখ্যা ১০,৩৬,১০৯।

 

জাতীয়

  • দেশে কোভিড সংক্রমণে এক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মোট প্রাণহানির সংখ্যা ১,০০,৮৪২। মোট সংক্রমিত হয়েছেন ৬৪,৭৩,৫৪৪ জন। অন্যদিকে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যাতেও (৫৪,২৭,৭০৬) ভারত বিশ্ব শীর্ষস্থানে রয়েছে। বিশ্বে করোনায় মৃত্যুর হার ২.৯৭ শতাংশ, ভারতে ১.৫৬ শতাংশ।
  • বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল ‘অটলটানেল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশের মানালি থেকে লাহুল-স্পিতি পর্যন্ত ৯.০২ কিমি দীর্ঘ এই টানেল। এটি চালু হওয়ার ফলে মানালি থেকে লে-র দূরত্ব প্রায় ৪৬ কিমি কমে যাবে। সমুদ্র তল থেকে ১০ হাজার ফুট উচ্চতায় পিরপঞ্জল পাহাড় কেটে ৮ মিটার চওড়া রাস্তা সমৃদ্ধ অশ্বক্ষুরাকৃতি টানেলটি তৈরি করেছে বিআরও।

 

বিবিধ

  • পিনকন আর্থিক কেলেঙ্কারি মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মউ চট্টোপাধ্যায়। উপযুক্ত প্রমাণের অভাবে ১০ জনকে বেকসুর খালাস করা হয়েছে। প্রসঙ্গত, চিটফান্ড আর্থিক দুর্নীতিতে রাজ্যে এই প্রথম কোনো মামলার নিষ্পত্তি হল।

 

খেলা

  • ফরাসি ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল তিউনিসিয়ার ওন্স জাবেউর। এই প্রথম আরব দুনিয়ার কোনো প্রতিনিধি ফরাসি ওপেনের শেষ ষোলোয় উঠলেন। ফরাসি ওপেনে অভিষেকেই প্রিকোয়ার্টার ফাইনালে উঠলেন দানিয়েল আলতমাইয়ের, জানিক সিনার এবং সেবাস্টিয়ান কোর্দার। ২৬ বছর পর এই রকম কোনো ঘটনা ঘটল।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল