আন্তর্জাতিক
বেলারুশে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসল রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষে আটকে পড়া নাগরিকদের ত্রাণ দেওয়া ও নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য রাশিয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইউক্রেন। এই যুদ্ধে ৪৯৮ জন রুশ সৈন্যের প্রাণহানির কথা স্বীকার করেছে রাশিয়া। ইউক্রেনে ২ হাজারের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এদিনও খারসেন ছাড়া অন্য কোনো শহর পুরোপুরি দখল করতে পারেনি রুশ সেনা। রাজধানী কিয়েভ থেকে ৩০ কিমি দূরত্বে অবস্থান করছে রাশিয়ার সেনাবাহিনী। এই রকম পরিস্থিতিতে বুলগেরিয়ায় কর্মরত ২ রুশ কূটনীতিককে তাদের দেশ ছাড়তে বলল বুলগেরিয়া। ইউক্রেনে যে রুশ সেনা আটক হয়েছে বা আত্মসমর্পণ করেছে তাদের ঘরে ফেরাতে তাদের মায়েদের কিয়েভে আমন্ত্রণ জানাল ইউক্রেন।
জাতীয়
- রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রস্তাবনায় ভারতসহ ৩৫টি দেশ ভোট দানে বিরত থাকল। ১২১টি দেশ পক্ষে ও ৩৫টি দেশ বিপক্ষে ভোট দিল। রাশিয়ার পদক্ষেপকে সমর্থন করেছে বেলারুশ, সিরিয়া, উত্তর কেরিয়া, এরিট্রিয়া। এদিন ইউক্রেন থেকে ১৯টি বিমানে ৩৭২৬ জন দেশে ফিরলেন।
- কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল শীর্ষ বৈঠকে অংশ নিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিস, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খেলা
- বেজিংয়ে শীতকালীন প্যারা অলিম্পিক প্রতিযোগিতা থেকে রাশিয়া বেলারুশের প্রতিযোগীদের নিষিদ্ধ করল আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি। সেখানে দুদেশের যথাক্রমে ৭১ ও ১২ জন প্রতিযোগী ছিলেন।
- ভুবনেশ্বরে আয়োজিত ৫৮ তম সিনিয়র জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ পুরুষ ও মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন যথাক্রমে অর্জুন এরিগাইসি ও দিব্যা দেশমুখ।
বিবিধ
মাত্র ৪৮ বছর বয়সে চেন্নাইয়ের মেয়র হলেন প্রিয়া রাজন। এই প্রথম কোনো দলিত মহিলা চেন্নাইয়ের মেয়র হলেন। তিনি কমার্স বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন।
Current Affairs 3 March, 2022