Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মার্চ, ২০২২

3 February current affairs

আন্তর্জাতিক

বেলারুশে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসল রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষে আটকে পড়া নাগরিকদের ত্রাণ দেওয়া ও নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য রাশিয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইউক্রেন। এই যুদ্ধে ৪৯৮ জন রুশ সৈন্যের প্রাণহানির কথা স্বীকার করেছে রাশিয়া। ইউক্রেনে ২ হাজারের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এদিনও খারসেন ছাড়া অন্য কোনো শহর পুরোপুরি দখল করতে পারেনি রুশ সেনা। রাজধানী কিয়েভ থেকে ৩০ কিমি দূরত্বে অবস্থান করছে রাশিয়ার সেনাবাহিনী। এই রকম পরিস্থিতিতে বুলগেরিয়ায় কর্মরত ২ রুশ কূটনীতিককে তাদের দেশ ছাড়তে বলল বুলগেরিয়া। ইউক্রেনে যে রুশ সেনা আটক হয়েছে বা আত্মসমর্পণ করেছে তাদের ঘরে ফেরাতে তাদের মায়েদের কিয়েভে আমন্ত্রণ জানাল ইউক্রেন।

জাতীয়

খেলা

বিবিধ

মাত্র ৪৮ বছর বয়সে চেন্নাইয়ের মেয়র হলেন প্রিয়া রাজন। এই প্রথম কোনো দলিত মহিলা চেন্নাইয়ের মেয়র হলেন। তিনি কমার্স বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন।  

 

Current Affairs 3 March, 2022

Exit mobile version