কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ সেপ্টেম্বর ২০১৮

682
0
Current Affairs 30 Sep 2018

জাতীয়

  • ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টস’ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর চালু করার পরিকল্পনা জানাল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
  • পাকিস্তানে জঙ্গি হামলায় ভারত জড়িত বলে রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক সাধারণ সভায় দাবি করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। জবাবে রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতীয় কূটনীতিক এনাম গম্ভীর জানালেন, পেশোয়ার হামলায় নিগত শিশুদের স্মৃতির পক্ষে এই অভিযোগ অবমাননাকর।

আন্তর্জাতিক

  • ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৪। পালু শহরে উদ্ধারকাজ শুরু হয়েছে। ডঙ্গালা শহরে এখনও পৌঁছতেই পারেনি উদ্ধারকারী দল। সেখানে পরিস্থিতি ভয়াবহ বলে জানা গেছে। রেডক্রস জানিয়েছে, এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ লক্ষাধিক মানুষ।
  • পাকিস্তানে পাকতুনখোয়া প্রদেশের আরান্দু গ্রামে একটি স্কুলে বিস্ফোরণ ঘটিয়ে স্কুলটিই উড়িয়ে দিল তালিবান জঙ্গিরা। ঘটনার সময় কেউ উপস্থিত ছিল না সেখানে। তবে এলাকায় একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছিল এটি।
  • টাইফুন ‘ট্যামু’ আছড়ে পড়ল জাপানে।

খেলা

  • তুরস্কের সামসানে অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপে ব্রোঞ্জের পদক জিতলেন ভারতের দীপিকা কুমারী। দীপিকা এই নিয়ে তিরন্দাজি বিশ্বকাপে পঞ্চম পদক জিতলেন।
  • আইসিসি একদিনের ক্রিকেটের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ের ক্ষেত্রে দ্বিতীয় ও পঞ্চম স্থান পেলেন যথাক্রমে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। বোলারদের মধ্যে প্রথম ও তৃতীয় ক্রম পেলেন যশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। রোহিত শর্মা ও কুলদীপ যাদবের এটিই সেরা র‍্যাঙ্কিং। একদিনের ক্রিকেটে প্রথম ও দ্বিতীয় স্থান পেল ইংল্যান্ড ও ভারত।

বিবিধ

  • মন্ত্রীদের যাতায়াতের চার্টার্ড বিমানের খরচ বাবদ কেন্দ্রের কাছে ১১৪৬.৮৬ কোটি টাকা বকেয়া রয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। তথ্যের অধিকার আইনে করা প্রশ্নে এই উত্তর জানা গেছে।
  • রান্নার গ্যাসের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ছে অক্টোবর মাসে। বৃদ্ধির পরিমাণ ৫৮ টাকা। এই নিয়ে টানা ৫ মাস এই দাম বাড়ল। কলকাতায় তা ৫৮ টাকা বেড়ে হচ্ছে ৯০৭ টাকা প্রতি সিলিন্ডার।