কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ অগস্ট ২০২৪

99
0
Current Affairs 30th August

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশে কোভিডের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমেরিকার ২৫টি রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভারতকে আরও একবার কোভিড মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। হু-র তথ্য অনুযায়ী, ২৪ জুন থেকে ২১ জুলাইয়ের মধ্যে বিশ্বের ৮৫টি দেশে প্রতি সপ্তাহে গড়ে ১৭,৩৫৮ জনের কোভিড পরীক্ষা করানো হয়েছে।
 জাতীয়
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রের পালঘরে বাধবণ বন্দরের শিলান্যাস করলেন । এখানে দেশের দীর্ঘতম গভীর জলবন্দর গড়ে ওঠার কথা। এই প্রকল্প নির্মাণে খরচ হবে ৭৬ হাজার কোটি টাকা। এছাড়াও ১,৫৬০ কোটি টাকার মৎস্য প্রকল্পের উদ্বোধনও করেছেন তিনি। গোটা দেশের উপকূলবর্তী রাজ্যগুলিতে জেলেদের মোটরচালিত নৌকার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় যোগাযোগের জন্য ১ লক্ষ ট্রান্সপন্ডার বসানো হবে। সেই প্রকল্পও আজ মহারাষ্ট্র থেকে চালু করেছেন মোদী।
  • রাতের শিফটে মহিলারা কাজের ক্ষেত্রে নিরাপত্তা বোধ করেন কিনা এই বিষয়গুলি খতিয়ে দেখতে দেশের ২২টি রাজ্যে সমীক্ষা করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। তাতে দেখা গেছে, ওই সমীক্ষায় চিকিৎসকদের এক-তৃতীয়াংশেরও বেশি মনে করছেন, কর্মস্থলে রাতের শিফ্টে তাঁরা নিরাপদ নন। অনেকে আত্মরক্ষার্থে ব্যাগে রাখছেন অস্ত্রও। আর জি করে নিহত ছাত্রীর মৃত্যুর পরে আইএমএ-র তরফে অনলাইন সমীক্ষাটি করা হয়েছিল। ৩৮৮৫ জন সমীক্ষায় অংশ নিয়েছেন।
খেলা
  • প্যারিস প্যারালিম্পিকস গেমসে সোনার পদক পেলেন ভারতের অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের তিনি সোনার পদক জিতলেন। ২২ বছর বয়সি শ্যুটার টোকিও প্যারালিম্পিকসেও সোনা জিতেছিলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে গড়লেন টানা দুই প্যারা-গেমসে সোনা জয়ের ইতিহাস। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের মোনা আগরওয়াল। এছাড়া এদিন আরও দু’টি পদক এসেছে ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতলেন মণীশ নারওয়াল। আর মহিলাদের টি-৩৫ বিভাগে ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেলেন প্রীতি পাল।
বিবিধ
  • যাত্রা শেষ হচ্ছে বিস্তারা সংস্থার। এই উড়ান সংস্থা গত ১০ বছর ধরে সাফল্যের সঙ্গে ভারতের আকাশে যাত্রী পরিবহন করেছে। ১১ নভেম্বর শেষবার ভারতের আকাশে এই উড়ান দেখা যাবে। তারপরে এই সংস্থা মিশে যাবে টাটা গোষ্ঠীর পরিচালনাধীন এয়ার ইন্ডিয়ার (এআই) সঙ্গে। টাটা গোষ্ঠী এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল উড়ান সংস্থাটি। সংযুক্তি সম্পূর্ণ হলে তৈরি হবে বিশ্বের অন্যতম বড় উড়ান সংস্থা।
  • ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের আর্থিক পরিসংখ্যান প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এপ্রিল থেকে জুন- এই তিন মাসে জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছে ৬.৭ শতাংশ যা বিগত পাঁচটি ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন।