কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জানুয়ারি ২০২৪

318
0
Current Affairs 30th January

আন্তর্জাতিক
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক ই ইনসাফ এর প্রতিষ্ঠাতা এবং বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিল সে দেশের বিশেষ আদালত। দেশের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ইমরানকে এই শাস্তি দেওয়া হলো। ২০২৩ সালের ৫ আগস্ট তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ইমরান খানকে। তখন থেকেই তিনি কারাবন্দি রয়েছেন। ইমরানের বিরুদ্ধে দুশোর বেশি মামলা করেছে পাকিস্তান প্রশাসন। এদিন তথ্য ফাঁসের মামলায় ইমরানের দলের নেতা শাহ মেহমুদ উরেসিরকেও  ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে এই মামলার রায়দান বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। এদিনই বালুচিস্তানে ইমরানের দলের একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণে চারজনের মৃত্যু হল।
  • গাজা ভূখণ্ডে ইজরায়েল সেনাদের হামলায় তিনজন হামাস সদস্যের মৃত্যুর পাশাপাশি প্রাণ হারালেন দুজন প্যালেস্টাইনি সাংবাদিক। গাজা প্রশাসনের দাবি, সম্প্রতিক যুদ্ধে গাজায় ১২২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।
জাতীয়
  • রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসাবে মনোনীত হলেন সতনাম সিং সান্ধু। তিনি চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তথা প্রতিষ্ঠাতা।
  • একসঙ্গে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হল কেরলের আদালতে। ২০২১ সালের ডিসেম্বর মাসে রঞ্জিত শ্রীনিবাসন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ জনকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি দিল ওই আদালত।
  • ছত্তিশগড়ে রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বিজাপুর-সুকমা সীমানায় নিরাপত্তা বাহিনীদের লক্ষ্য করে হামলা চালালো মাওবাদীরা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কোবরা ব্যাটেলিয়নের তিনজন সদস্য মাওবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন ১৪ জন।
  • তাজমহল ও সংলগ্ন এলাকায় ‘তাজ ট্রাপিজিয়াম জোন’ গড়ে তোলার জন্য ৩৮৭৪ টি গাছ কাটার পরিকল্পনা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। গাছ কাটার বিরোধিতা করে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট।
  • আরব সাগরে ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজ ‘আল নাইমি’কে অপহরণ করেছিল সোমালিয়ার জলদস্যুরা, ওই জাহাজ থেকে বিপদ সংকেত পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়ে ভারতীয় নৌ বাহিনীর রণতরী ‘আইএনএস সুমিত্রা’। ভারতীয় নৌবাহিনী ১৯ জন নাবিককে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছেন। তারা সকলেই পাকিস্তানের মানুষ। এছাড়া জলদস্যুদের জাহাজটিকেও ধরে ফেলেন ভারতীয় নৌ সেনারা। গ্রেপ্তার করা হয়েছে ১১ জন জলদস্যুর প্রত্যেককেই।
খেলা
  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্সে ভারত ২১৪ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। ভারতের হয়ে শতরান (১২৬ বলে ১৩১ রান) করেন মুসির খান। এছাড়াও দুটি উইকেট পেয়েছেন তিনি। এই প্রতিযোগিতায় এটি মুসিরের দ্বিতীয় শতরান।
  • খেলো ইন্ডিয়া ইউথ গেমসে মহিলাদের ফুটবলে রানার্স হল বাংলা। এদিন ফাইনালে মনিপুরের সঙ্গে টানটান লড়াইয়ের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৮ গোলের ব্যবধানে হার মানতে হয়েছে বাংলার মেয়েদের।
বিবিধ
  • দেশে স্নো লেপার্ডের সংখ্যা ৭১৮। সবথেকে বেশি স্নো লেপার্ড রয়েছে লাদাখে। দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ সম্মেলনে এই তথ্য পেশ করেছেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব।
  • মহিলা কর্মচারীরা পারিবারিক পেনশনের নমিনি হিসাবে সন্তান বা পরিবারের স্বামী ব্যতীত অন্য কোন সদস্যের নামও বেছে রাখতে পারবেন বলে জানালো কেন্দ্রীয় কর্মী বর্গ বিভাগ।