কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুলাই ২০২৪

176
0
Current Affairs 30th July

আন্তর্জাতিক
  • ভেনেজুয়েলার রাষ্ট্রপতি পদে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। সেদেশের নির্বাচন কমিশনের তথ্য, ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগে উত্তাল হয়ে উঠল ভেনেজুয়েলা। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এই নির্বাচনের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
  • জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালিসহ ইউরোপের অধিকাংশ দেশগুলি সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল তালিবান সরকার। প্রকৃতপক্ষে এই দেশগুলি আদৌ স্বীকৃতি দেয়নি তালিবানকে, একমাত্র পাকিস্তান, চিন ও রাশিয়ায় তালিবান সরকারের নির্দেশে দূতাবাসগুলি কাজ করছে।
জাতীয়
  • কেরলে ধসে অন্তত ১১৬ জনের মৃত্যু হলো। ওয়েনার জেলার মেপ্পাড়ি গ্রামে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় সেখানে ২৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই পাহাড়ি এলাকায় গভীর রাতে ধস নামে। ধসের ফলে শুধু যে বাড়িগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তাই নয় সেখানকার একটি নদীরও গতিপথ বদলে গেছে। সেনাবাহিনী, নৌ সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে উদ্ধারকার্যে। এখনো কয়েকশো মানুষ ধ্বংসস্তূপ এর নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
  • ঝাড়খণ্ডের চক্রধরপুর এর কাছে রেল দুর্ঘটনায় মৃত্যু হল দুজন যাত্রীর। জখম হয়েছেন অন্তত ২২ জন। এদিন প্রথমে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। পরে হাওড়া থেকে মুম্বাই মুখি এক্সপ্রেস ট্রেনটি এসে পড়ে তার ওপর। মুম্বাই মেলের ১৮টি কামরা বেলাইন হয়ে যায়।
খেলা
  • প্যারিস অলিম্পিক গেমসে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক এলো ভারতের ঘরে। এই পদক জিতলেন মান ভাগের ও সরবজ্যোত সিং। মানু এর আগে ব্যক্তিগত ইভেন্টে দেশকে প্রথম পদকটি এনে দিয়েছিলেন। স্বাধীনতার পর এই প্রথম কোন ভারতীয় প্রতিযোগী একই অলিম্পিক গেমসে দুটি পদক জিতলেন। ১২৪ বছর আগে ব্রিটিশ ভারতে নর্মান  প্রিচার্ড প্যারিস অলিম্পিক থেকেই দুটি রুপোর পদক জিতেছিলেন। তিনি ব্রিটিশ অ্যাথলিট তবে তাঁর জন্ম হয়েছিল কলকাতায়। সেই হিসেবে বলা যায় ২২ বছরের মানু ভারতের অলিম্পিক ইতিহাসে মাইল ফলক তৈরি করলেন। প্যারিস অলিম্পিকে কয়েকটি ইভেন্ট হওয়ার কথা ছিল শেন নদীতে। কিন্তু নদীতে দূষণের মাত্রা বেশি থাকায় এদিন ট্রায়াথলন ইভেন্টটি স্থগিত রাখা হয়েছে। এদিকে মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস সোনা জিতে প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু করলেন।  আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টে  চারটি রোটেশনেই নেমেছিলেন তিনি, ছিল তাঁর বিখ্যাত ফ্লোর ইভেন্টও। এটি তাঁর অষ্টম অলিম্পিক পদক, তার মধ্যে পাঁচটি সোনা। ভারতে দিন হকিতে ২-০ গোলে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে।
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল ভারত। সূর্য কুমার যাদবের নেতৃত্বে এবং গৌতম গম্ভীরের প্রশিক্ষণে প্রথম সিরিজেই জয় পেল ভারতের তরুণ ব্রিগেড। এদিন তৃতীয় ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। সেখান থেকে অনায়াসেই ম্যাচ জিতে নেয় ভারত।
বিবিধ
  • প্রয়াত হলেন লন্ডনের ‘দ ইনডিপেন্ডেন্ট’ পত্রিকার প্রবীণ সাংবাদিক কিম সেনগুপ্ত(৬৮)। সেই ১৯৯৬ সাল থেকে এই পত্রিকার সাংবাদিক হিসেবে তিনি কাজ করে আসছেন। মূলত ওয়ার কারসপন্ডেন্ট হিসেবে পরিচিত ছিলেন তিনি। সিরিয়া, লিবিয়া, ইরাকসহ বিশ্বের বহু যুদ্ধক্ষেত্র থেকেই খবর সংগ্রহ করেছেন তিনি।