কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুন ২০২৪

163
0
Current Affairs 30th June

আন্তর্জাতিক
  • নাইজেরিয়া এর উত্তর পূর্বাঞ্চলে একাধিক আত্মঘাতী হামলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৪২ জন। জানা গেছে, গোজা শহরে একটি বিয়ে বাড়িতে, ক্যামেরুন শহরের একটি হাসপাতালে এবং আরো কয়েকটি স্থানে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। কোনও জঙ্গি সংগঠন এখনো পর্যন্ত এই হামলার দায়ভার স্বীকার  করেনি।
  • গাজা ভূখণ্ডে পুনরায় আক্রমণ তীব্র করল ইজরায়েল। গত ২৪ ঘন্টায় ইজরায়েলের সেনাবাহিনীর লাগাতার হামলায় অন্তত ৪০ জন প্যালেস্টাইনে নাগরিক নিহত হয়েছেন। প্রসঙ্গত গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলা চলল।
  • ফ্রান্সে সাধারণ নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হলো। ফ্রান্স সংসদের নিম্নকক্ষের ৫৭৭ জন সদস্যকে নির্বাচনের জন্য ভোটদাতার সংখ্যা ৪ কোটি ৯৫ লক্ষ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন নেওয়া হবে সামনের নভেম্বর মাসে। সেখানে প্রার্থী রয়েছেন বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে ট্রাম্প জয়ী হবেন কি না তা জানা নেই তবে এর মধ্যেই তাঁর সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের একটি চুক্তির কথা প্রকাশ্যে এসেছে। সেখানে মেলানিয়া স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি সর্ব সময়ের জন্য ফার্স্ট লেডির দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি মায়ের কর্তব্যকে প্রাধান্য দেবেন। প্রসঙ্গত, মেলানিয়ার ছেলে ব্যারন ট্রাম্পের বয়স ১৮ বছর ,তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চলেছেন। ফলে মেলানিয়ার পক্ষে সর্বক্ষণ ওয়াশিংটন ডিসিতে থাকা সম্ভব হবে না।
জাতীয়
  • দেশের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। তিনি হলেন দেশের ত্রিশ তম চিফ অব আর্মি স্টাফ। জেনারেল মনোজ পান্ডের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। সেই সঙ্গে সঙ্গে একটি অভূতপূর্ব ঘটনা ঘটলো ভারতের ইতিহাসে। বর্তমানে ভারতের নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। তিনি গত ১ মে ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ পদে বসেছিলেন। ব্যক্তিগতভাবে ভারতের সেনাবাহিনীর এবং নৌবাহিনীর সর্বোচ্চ পদে বসা দুই ব্যক্তি ছিলেন স্কুলের সহপাঠী। ১৯৭০ সালে মধ্যপ্রদেশের রেয়ায় অবস্থিত সৈনিক স্কুলে পঞ্চম শ্রেণীর এই দুই ছাত্রের রোল নম্বর ছিল যথাক্রমে ৯৩১ ও ৯৩৮। দুই সহপাঠী যথাক্রমে সেনা ও নৌ বাহিনী সর্বোচ্চ পদে আসীন, এমন ঘটনা ভারতে আগে কখনো ঘটেনি।
খেলা
  • বার্বাডোজে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই জয় উৎসর্গ করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়কে। বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও । এর পরই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। এদিকে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই চ্যাম্পিয়ন হওয়ার জন্য জাতীয় দলের সদস্যদেরকে ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করল।
  • চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতের স্নেহ রানা ৮ উইকেট নিলেন। ৩০ বছরের অফ স্পিনার স্নেহ রানা ৭৭ রান দিয়ে আট উইকেট নিয়েছেন। তিনি স্পর্শ করলেন ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের নীতু ডেভিডের এক ইনিংসে আট উইকেট নেওয়ার রেকর্ড। ভারত দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করিয়েছে। ভারতের ৬০৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৩২ রানে।
  • কোপা আমেরিকায় পেরুর বিরুদ্ধে আর্জেন্টিনা জয়ী হলো ২-০ গোলে। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। এই ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচের তিনটিতেই জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা।
  • ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠলো স্পেন। এদিন তারা জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিল।
বিবিধ
  • উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরের কাছে গান্ধি সরোবরে বিপুল তুষার ধসের ঘটনা ঘটলো। তবে এই ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, ২০১৩ সালে কেদারনাথ ও রুদ্রপ্রয়াগে তুষার ধস ও আকস্মিক বন্যায় ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
  • বিগত ২০১৩-২৪ আর্থিক বছরে ভারত থেকে ১৭ লক্ষ ৮২ হাজার মেট্রিক টন সি ফুড বা সামুদ্রিক খাদ্য রপ্তানি করা হয়েছে। এটি একটি রেকর্ড। এখান থেকে আয় হয়েছে ৬০ হাজার ৫২৪ কোটি টাকা। তবে তার আগের অর্থ বছরে আরো কম খাদ্য রপ্তানি হলেও অর্থপ্রাপ্তি ছিল বেশি। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এই তথ্য দিয়েছে। ভারত থেকে সব থেকে বেশি সি ফুড রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরই রয়েছে চিন ,জাপান, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কানাডা। এর মধ্যে সবথেকে বেশি রপ্তানি হয় চিংড়ি।