ইংল্যান্ডের পশ্চিম ইয়র্কশায়ার শহরের হাই শেরিফ নির্বাচিত হলেন প্রফেসর আদিবা মালিক। এই প্রথম ইংল্যান্ডে কোন সংখ্যালঘু মহিলা কোন শহরের হাই শেরিফ মনোনীত হলেন। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন লন্ডন হাইকোর্টের বিচারপতি নিকোলাস হিলিয়ার্ড। প্রসঙ্গত, আদিবা মালিকের জন্ম ব্রিটেনের ব্র্যাডফোর্ডে, কিন্তু তাঁর মাতা পিতা পাকিস্তানের অভিবাসী।
ন্যাশনাল অ্যাসেম্বলি র উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন আসিফা ভুট্টো। তিনি পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রয়াত পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছোট মেয়ে। এই জয়ের ফলে পাকিস্তানের ইতিহাসে একটি পরিবারের সবথেকে বেশি জনপ্রতিনিধির রেকর্ড হল। বর্তমানে জারদারি পরিবারের ছয় জন আইনসভার সদস্য। আসিফ আলি জারদারি নিজে ছাড়াও তাঁর বড় ছেলে বিলাবল আলি ভুট্টো, ভগ্নিপতি মনোয়ার অলি,বোন ফারিয়াল তালপুর এবং অপর বোন আজরা পেচুহো প্রাদেশিক আইনসভার সদস্য।
জাতীয়
রাষ্ট্রপতি ভবনে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হল। কর্পুরি ঠাকুরের পুত্র রামনাথ ঠাকুর এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করলেন।।
আবগারি দুর্নীতি মামলায় দিল্লির আইনমন্ত্রী কৈলাস গেহলটকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, এই মামলায় এর আগেই দিল্লির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, একজন সংসদ ও একজন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের জাতীয় কংগ্রেসকে ৩৫৩৬ কোটি টাকার নোটিশ পাঠাল ভারতের আয়কর দপ্তর। আয়কর দপ্তর সূত্রে বলা হয়েছে, ২০১৩-১৪ থেকে পরপর চার বছর কংগ্রেসের ব্যাংক একাউন্টে হিসাব বহির্ভূত ৬২৬ কোটি টাকা নগদ জমা হয়েছে। এই কারণে রাজনৈতিক দল হিসেবে তারা আয় করে যে ছাড় পেয়েছিল তা বাতিল করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, তাদের মোট সম্পত্তির মূল্য ১৪৩০ কোটি টাকা।
নিউজক্লিক সংস্থার বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। একইসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধেও চার্জশিট পেশ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা বিনষ্ট করার জন্য বিভিন্ন চিনা সংস্থা থেকে টাকা নেওয়া হয়েছে বলে ৮ হাজার পাতার চার্জশিটে দাবি করা হয়েছে। ২০২৩ সালের ৩ অক্টোবর নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা করা হয়েছে।
খেলা
মায়ামি ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের রোহন বোপান্না। তিনি অস্ট্রেলিয়ার ম্যাথু এবেডেনের সঙ্গে জুটি বেঁধে এই প্রতিযোগিতায় খেলে। ফাইনালে তাঁরা হারিয়ে দিলেন ইভন ডগিং অস্টিন ক্রজিসেক জুটিকে। একইসঙ্গে সব থেকে বেশি বয়সে মাস্টার্স ১০০০ খেতাব জেতার রেকর্ড করলেন বোপান্না। বর্তমানে তাঁর বয়স ৪৪ বছর।
আই এস এল প্রতিযোগিতায় ওড়িশা এফসি – বেঙ্গালুরু এফসি ম্যাচ গোলশূন্যভাবে শেষ হলো। বেঙ্গালুরু ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়ে খেতাব জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল। অন্য ম্যাচে কেরল ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি এর মধ্যে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকল।
বিবিধ
নোট বাতিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিমকোর্টের বিচারপতি বি ভি নাগরত্না। হায়দরাবাদে একটি আইন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বলেছেন, বাতিল হওয়া নোটের ৯৮ শতাংশই যদি রিজার্ভ ব্যাংকের কাছে ফিরে আসে তাহলে কালো টাকা উদ্ধার হল কি করে !